শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষে এবং তাদের উৎসাহিত করতে ২০২০ সালে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের ৬২৪ জন শিক্ষার্থীর মাঝে সরকারি ২৬,৪০০০টাকার উপবৃত্তি প্রদান করা হয়ে থাকে এবং একই ভাবে ২০২১ সালেও ৭৫১ জন শিক্ষার্থীকে মোট ৩০,০৪০০০টাকা সরকারি উপবৃত্তি প্রদান করা হয়।
করোনা কালীন সময়ে ঈদ উল ফিতর উৎযাপনে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিল ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীদের উদ্যোগে প্রায় পঞ্চাশটি দরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করে শিক্ষার্থী।
Post link: https://www.facebook.com/daffodilpolytechnic/photos/pcb.3961497823938054/3961497257271444/
১) ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীরা নিজেরা খাবার রান্না করে, ১০০ জন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করে।
২) করোনাকালীন সময়ে পথ শিশুদের কে স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরিধান সম্পর্কে সচেতন করা এবং তাদের মাঝে ড্যাফোডিল পলিতেকনিকের ছাত্র ছাত্রীরা পক্ষ থেকে ফ্রী মাক্স বিতরণ কর্মসূচি পালন করে।
৩) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীরা পথশিশুদের মাঝে স্বাধীনতার ইতিহাস এবং মুক্তিযুদ্ধের গল্প নিয়ে আলোচনা করে যাতে করে পথশিশুদের মাঝে স্বাধীনতার ইতিহাস ছড়িয়ে পড়ে।
ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট দেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অনলাইনে ফ্রি ক্লাসের আয়োজন করে এবং এই অনলাইন ক্লাসে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের তাদের নিয়মিত পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখাই ছিলো এই ফ্রি অনলাইন ক্লাসের মূল উদ্দেশ্য।
প্রকৃতিকে সুস্থ রাখতে আমাদেরও আছে কিছু দায়িত্ব। আর গাছ লাগিয়ে ও গাছের পরিচর্যা করে সেই দায়িত্বের কিছুটা পূরণ করা সম্ভব। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট ২০২০ সালে উদ্যোগ গ্রহণ করেছিলো ২০২০টি বৃক্ষ রোপন কর্মসূচী। ৭ দিনব্যাপী এই ধারাবাহিকতায় প্রতিটি শিক্ষার্থী তাদের নিজ নিজ অবস্থানে ৩টি করে গাছরোপণ করে সারাদেশ ব্যাপী মোট ২০২০টি বৃক্ষরোপণ সম্পন্ন করে।
করোনা মহামারী প্রকোপ শুরু হওয়ার সময় যখন লকডাউনে মানুষ ঘরে বন্দী তাদের মাঝে যারা দুঃস্থ এবং মানবিক জীবন যাপন করছিলেন তাদের জন্য ওয়েবিনার ফর বাংলাদেশ প্লাটফর্ম তৈরী করা হয়।
উক্ত প্লাটফর্মে ২০২০ সালের মার্চের ৩১ তারিখ থেকে ৭ই এপ্রিল মোট ১১ টি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছিল। এই প্লাটফর্ম থেকে ট্রেইনিং ফি হিসেবে প্রাপ্ত মোট ৩৩ হাজার টাকা গরিব ও দরিদ্রদের প্রদান করা হয়।
This is hereby informing the students that because of an unavoidable circumstance, the date of the examination of 15th July has been changed. The new schedule has been attached to this email. Please see the attachment to know the new date. See the Below New Midterm & Online Test July 2021 Exam Schedule
In 2014, the UN General Assembly declared July 15 as World Youth Skills Day. The main goal of this day is to provide employment to the youth, decent work and development of young entrepreneurs and their skills.
This day was celebrated for the first time in Bangladesh by Daffodil Polytechnic Institute and Bangladesh Skill Development Institute. Following this, Daffodil Polytechnic Institute and Bangladesh Skill Development Institute are going to jointly organize a two-day program this year through various online activities.
15 July 2021
1) Special discussion: 4:30 minutes. Subject: Reimagining Youth Skills Post-Pandemic (LIVE) 2) Discussion on Youth: 9pm (LIVE). Subject: What do you want, how do you want to move forward
July 16, 2021
3) Special workshop: 10:30 in the morning Subject: Get ready with Required skills Post-Pandemic Registration Link: https://forms.gle/AVCU64dBkzcYnAqE7 4) Special webinar evening on skills development and income growth strategies at 6:30 pm
The students of this institute are hereby informed that instructions have been given to pay the outstanding semester fees and tuition fees (if any) expeditiously till July 2021.
Also, all types of fees can be paid more easily and quickly from any place through any of the following methods.
Method 01
Fees can be paid through deposit slip from any branch of Al-Arafah Islami Bank Limited subject to fulfillment of the following information.
Bank Name: Al-Arafah Islami Bank Ltd. Branch name: Panthapath branch. Account Name: Daffodil Polytechnic Institute Account Number: 0841020003166
Special Note:
1) When making payment through a deposit slip, you must mention your name and roll number at the cash counter at the time of payment.
2) You have to scan the deposit slip or take a picture and email ([email protected]). Student name, roll number, semester, technology should be mentioned in the email.
Method 02
All types of fees can be paid through bKash.
Special Note: In order to maintain the account, you have to save all the payment transactions through development for your own convenience
Method 03
All types of fees can also be paid through the company’s own 1-CARD (One Card) app. Paying all kinds of fees through this app is easy, fast and secure. All students of Daffodil Polytechnic are requested to use the 1-CARD (One Card) app for paying all their fees.
The registration process is completed by downloading the app on mobile and how to make payment by activating the payment option is shown in the detailed video.
Special Note:
1) From now on, an invoice for payment of fees will be sent to the students by email within 12 hours after payment of all types of fees, through which a student can be assured of proper receipt of fees.
2) Students are instructed not to contact “01713493241” (Senior Accounts Officer, Mr. Md. Nurur Rahman) regarding deposit of fees.
Daffodil Polytechnic Institute, through this program, seeks to find out who is known to many through some other admirable work outside of studies. Today we have introduced you to the Campus Star program through the program to introduce our campus stars and listen to their stories of becoming stars. Alid Hasan Akash is with us as a guest. Akash was a dynamic student at Daffodil Polytechnic Institute, Now, he is a dynamic employee in his field. DPI always tries to build dynamic Students, Who try to contribute to our society. We believe all of our students are Star. DPI invite some of them for “Adda” through the campus star program.