Campus Star 2021- ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর ফাইনাল পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারী ড্যাফোডিল পলিটেকনিকের ৬০ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হল। প্রথম স্থান (4.00 out of 4.00) অর্জন সহ মেধা তালিকায় আরও বেশ কয়েকজন স্থান করে নিয়েছে আমাদের ছাত্র-ছাত্রীরা।এছাড়াও সহ শিক্ষা কার্যক্রমের বিভিন্ন ক্যাটাগিরতে অবদান রাখতে সক্ষম হয় ছাত্র-ছাএীরা। করোনা মহামারীর কারনে ১৮ই মার্চ ২০২০ইং থেকে লক ডাউন সময়ে সারা বিশ্বের সাথে থমকে গিয়েছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা! কিন্তু ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীরা থমকে যায় নি। ড্যাফোডিল পলিটেকনিক এর শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে মহামারী চলাকালীন সময়ে ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছিল নিয়মিত অনলাইন ক্লাস সহ বিভিন্ন অনলাইন পরীক্ষায়, অংশগ্রহণ করেছে বিভিন্ন প্রকার অনলাইন ওয়ার্কশপ, ওয়েবিনার, কুইজ কম্পিটিশনসহ বিভিন্ন প্রকার লার্নিং লাইভ শো, অর্জন করেছে নানা প্রকার সফট স্কিল! তারই ফলশ্রুতিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সেমিষ্টার ফাইনাল পরীক্ষায় ড্যাফোডিল পলিটেকনিকের ছাত্রছাত্রী অসামান্য ফলাফল করতে সক্ষম হয়েছে। ছাত্রছাত্রীদের এই সাফল্যের স্বীকৃতি প্রদান ও উক্ত সাফল্যের ধারা অব্যাহত রাখার উদ্দেশ্যে এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ’র নির্বাহী চেয়ারম্যান জনাব দুলাল কৃষ্ণ সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নূরুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকতা, ড্যাফোডিল ফ্যামিলি এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব কে এম হাসান রিপন, অধ্যক্ষ, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট।

Comments are closed.