Why Google Analytics(কেন গুগল এনালাইটিক্স)

Google Analytics

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে (SEO) ওয়েবসাইটের অফ পেজ ডাটা রিসার্চ এর একটি হচ্ছে গুগল এনালাইটিক্স(Google Analytics)। এটা বিখ্যাত কোম্পানি গুগলের (Google) একটি টুলস। Google Analytics গুগলের একটি টুল যা একটি ওয়েবসাইট এর যাবতীয় সকল ডাটা সংগ্রহ করে এবং ডাটার অবস্থা দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং বাৎসরিক আকারে রিপোর্ট প্রকাশ করে। Google Analytics  কোন Website –  এর পূর্বের এবং বর্তমান অবস্থার স্বচ্ছ রিপোর্ট তৈরি করতে সক্ষম।  ব্যক্তিমালিকানাধীন ওয়েবসাইট অথবা কোম্পানি ওয়েবসাইট সহ যে কোন ধরনের ওয়েবসাইট কে Google Analytics  এর অধীনে নিয়ে এসে  সুন্দর এবং সাবলীল রিপোর্ট তৈরি  করা সম্ভব।

Read More-Blog Link

Comments are closed.