Screenshot 2022-12-28 at 12.46.17 AM

PLC ( প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার ) প্রথম পর্ব

Defination of PLC :  PLC (Programmable logic controller) এটা এমন একটি Device যাহা মেশিন control এর জন্য প্রয়জনীয় sequtial relay ckt এর পরিবর্তে আবিষ্কৃত হয় । PLC তার  input signal এর উপর নির্ভর করে output গুলোকে on কিংবা off এর মাধ্যমে কাজ করে। অন্য ভাবে বলা যায় Programmable logic controller(PLC) হচ্ছে  microprocessor basied controller এর special ফর্ম্ ।যা instructions store এর জন্য logical, sequential, timing, counting & arithmetic function implement  করে ।

PLC এর ইতিহাস :  ১৯৬০ সালের দিকে PLC এর প্রথম পরিচয় হয় । এর প্রথমিক কারন হিসাবে দেখা যায় যে  অনেক বেশি খরচ এর complicated relay based machine control system এর পরিবর্তে PLC ডিজাইন করা হয়। “BEDFORD ASSOCIATION” প্রথমে Modular Digital Controller(MODICON)নামে একটি controlling যন্ত্র দিয়ে  US car manufacturing company “General Motor corporation” কে automation এর প্রস্তাব দেয় ।এর প্রাথমিক উদ্দেশ্য ছিল বেশি খরচ এর relay based system এর পরিবর্তে , কম খরচের (MODICON) এর এই flexible system এর ব্যাবহার । ১৯৬৮ সালে সর্ব্ প্রথম (MODICON 084) commercial production এ ব্যাবহৃত হয়। সময়ের স্রোতে PLC এর ব্যাবহার দ্রুত বারতে থাকে ।

Programmable Controller Development 

1968   :Programmable concept developed

1969   :Hardware CPU controller, with logic instructions, 1 K of memory and 128 I/O points                                                                                                                                                                                                                               

1974   :Use of several (multi) processors within a PLC – timers and counters;                                            

                Arithmetic operations; 12 K of memory operations; 12 K of memory                                     

                operations; 12 K of memory and 1024 I/O points

1976     :Remote input/output systems introduced

1977     :Microprocessors – based PLC

1980     :Intelligent I/O modules developed Enhanced communications facilities                         

  Enhanced software features (e.g. documentation) Use of personal  

                     microcomputers as programming aids.

1983     :Low – cost small PLC’s introduced

1985       : Networking of all levels of PLC, computer and machine using SCADA  software.

PLC এর Block diagram:

                                                 Fig: (a)Block diagram of PLC 

PLC এর Block diagram:

                                                                Fig: (b)Block diagram of PLC

PLC এর অভ্যন্তরীন গঠনঃ 

নিন্মে PLC এর অভ্যন্তরীন গঠন একটি চিত্রের মাধ্যমে দেখানো হল…….

Untitled-1.jpg

                             Fig:Inside of (Open couverd) PLC circuit

Type’s of PLC:   Size এর ওপর ভিত্তি করে PLC কে সাধারনত ৩ ভাগে ভাগ করা যায়

          যথাঃ     ১। Small size PLC

                     ২। Medium size PLC

                     ৩। Large size PLC

১। Small size PLC : ইহার input/output port সংখ্যা 128  টি এবং এর memory 2 Kbytes পর্যন্ত হয়ে থাকে।

২। Medium size PLC : ইহার input/output port সংখ্যা 2048  টি এবং এর memory 32 Kbytes পর্যন্ত হয়ে থাকে।

৩। Large size PLC : ইহার input/output port সংখ্যা 8192 টি এবং এর memory 750 Kbytes পর্যন্ত হয়ে থাকে।

আজকে এতোটুকুই থাক পরবর্তীতে কোন একসময় কোন এক বিষয় নিয়ে আবার হাজির হব।

লিখেছেন

মোঃশফিকুল ইসলাম মিলন

ইন্সট্রাক্টর

ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট

Tags: No tags

Comments are closed.