Power generation from Uranium-ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান জ্বালানী হচ্ছে ইউরেনিয়াম। দেখা গেছে যে, ৪৫০০ (চার হাজার পাঁচশত) টন উচ্চ গ্রেডের কয়লা থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় সেই একই পরিমাণ শক্তি মাত্র ১ কেজি ইউরেনিয়াম ( U-235) থেকে পাওয়া যায়। আজকের আলোচনায় আমরা এই ইউরেনিয়াম সম্বন্ধে প্রয়োজনীয় কিছু তথ্য জানব।

আলোচ্য বিষয়সমূহঃ

  • ইউরেনিয়াম কি ?
  • ইউরেনিয়ামের উপাদান।
  • পারমাণবিক শক্তির জন্য জ্বালানী তৈরীতে কেন শুধু ইউরেনিয়ামই ব্যবহৃত হয়?
  • ইউরেনিয়ামের প্রাপ্তিস্থান।
  • ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন।

ব্লগ লিংক

Comments are closed.