Daffodil Polytechnic Institute আজ আয়োজন করেছি Internship Fest. যেখানে যুক্ত আছেন – ড. বিকর্ণ কুমার ঘোষ অতিরিক্ত সচিব ও ম্যানেজিং ডাইরেক্ট, হাইটেক পার্ক অথরিটি। ডঃ মিজানুর রহমান, এইচ আর ডি আই, মোহাম্মদ নুরুজ্জামান, সিইও ড্যাফোডিল ফ্যামিলি, ইন্ডাস্ট্রি থেকে আগত অতিথিবৃন্দ ও আমাদের প্রিয় ছাত্র-ছাএীরা।