image-5

Making a Successful Resume and Cover Letter for Bangladeshi Diploma Engineers

Having a strong CV and cover letter is essential while trying to land a job as a diploma engineer in Bangladesh. You can stand out from the competition and improve your chances of being noticed by potential employers by creating a powerful resume and cover letter. The following advice will be to create a resume and cover letter that will stand out.

Create a resume and cover letter specifically for the position you’re looking for. Spend some time researching the position you are looking for before you begin to write your resume and cover letter. Find out what qualities and talents the company is looking for, and make sure to highlight them in your cover letter and CV. This will demonstrate to the company that you are aware of the job’s criteria and that you possess the qualifications they are seeking in a candidate.

For instance, if you’re seeking a position in textile engineering, be sure to emphasize your familiarity with fabric testing, quality control, and textile production procedures. In your resume, if you’re searching for a position in computer engineering, be sure to emphasize your knowledge of coding languages and software development tools. 

Emphasize your understanding of project management, safety laws, and building materials when applying for positions in civil engineering.

Consider your accomplishments rather than just your work responsibilities.

Instead of merely seeing a list of your obligations, employers want to know what you have actually done in past positions. Make careful to draw attention to particular accomplishments that showcase your talents and abilities while writing your resume and cover letter. Included here are any accomplishments that demonstrate your prospective worth to the company, such as projects you’ve finished, accolades you’ve won, or other recognition.

If you are a textile engineer, for instance, you may discuss a project where you improved the production procedure to decrease waste and boost efficiency. If you are a computer engineer, describe a project where you created new software that increased productivity or fixed a particular issue. Mention a project where you planned and managed the construction of a building or piece of infrastructure if you are a civil engineer.

Use the job description’s terms and phrases.

Many businesses analyze cover letters and resume for particular words and phrases using automated algorithms. Use keywords and phrases from the job description in your cover letter and CV to improve your chances of being found by these algorithms.

This will demonstrate to the company that you possess the abilities and credentials they are seeking.

Make sure to highlight your expertise with CAD software in your resume and cover letter, for instance, if the job description stresses the requirement for understanding of CAD software for textile engineering. Make sure to mention your experience with Java programming in your resume and cover letter if the job description highlights the requirement for Java programming skills for computer engineering. Make sure to indicate your familiarity with building codes in your resume and cover letter if the job description highlights the requirement for understanding building codes for civil engineers.

Draw attention to your soft abilities.

In addition to technical skills and qualifications, employers are also looking for candidates with strong soft skills. Soft skills are personal attributes that enable you to interact effectively with others and include skills like communication, teamwork, leadership, and problem-solving.

Make sure to highlight your soft skills in your resume and cover letter. For example, if you’re a textile engineer, mention your ability to work effectively in a team environment and your strong communication skills. If you’re a computer engineer, mention your ability to troubleshoot problems and your experience leading a team of developers. If you’re a civil engineer, mention your experience with project management and your ability to work under pressure.

Use a professional format and design.

Finally, make sure that your resume and cover letter have a professional format and design.

Highlight Your Technical Abilities: Demonstrating your technical abilities in your resume may have a big influence. Technical skills are essential for diploma engineers in Bangladesh. An architect, for instance, would promote their proficiency with AutoCAD, Revit, and SketchUp, whereas an automobile engineer might do so by highlighting their familiarity with automotive software like MATLAB and Simulink.

Display Your Professional Success: Employers in Bangladesh are interested in applicants who have contributed significantly to their prior businesses. For instance, civil engineers can discuss their involvement in the planning of a significant infrastructure project or their contribution to the creation of a new technology. These accomplishments can help you stand out from the competition and enhance your candidacy.

Employers in Bangladesh frequently use applicant tracking systems (ATS) to review resumes, so make use of the keywords from the job description. Include pertinent keywords from the job description in your resume and cover letter to boost your chances of being called in for an interview. An electrical engineer, for instance, may use the terms “power distribution,” “control systems,” and “circuit design” to highlight their proficiency.

Personalize Your Cover Letter and Resume: Employers in Bangladesh value candidates who take the time to tailor their application materials to the particulars of the position because every job application is different.

. For instance, a car engineer asking for a research and development post might emphasize their prototype and testing experience, whereas an architect engineer applying for a project management position can emphasize their leadership and organizational abilities.

Strong action verbs should be included in your resume and cover letter to demonstrate your abilities and expertise. Use stronger verbs like “designed,” “implemented,” and “managed” in place of weak verbs like “assisted” or “worked on.” A civil engineer, for instance, may use the action verb “oversaw” to indicate their function as a team leader of construction workers.

You may increase your chances of getting hired as a diploma engineer in Bangladesh by including these suggestions in your resume and cover letter, regardless of whether you have a professional background in architectural engineering, civil engineering, or car engineering.

image-3

Patio cover roofing materials

প্যাটিও কভার ছাদ উপকরণ

আপনি কি আপনার সপ্তাহান্তে আরাম করে কাটাতে চান বা আউটডোর খেলাধুলায় ব্যস্ত থাকতে চান? আপনি ঘুম থেকে উঠলে পাখির ডাক শুনতে চান? এখানে আপনার সমাধান! আপনার সুন্দর পরিকল্পিত বহিঃপ্রাঙ্গণটি ঠিক এটাই প্রদান করবে। তবে বেশিরভাগ বহিঃপ্রাঙ্গণ খোলা, যা আপনার উপভোগকে সীমাবদ্ধ করে।

তাই আপনার থিমের সাথে মেলে এবং রক্ষণাবেক্ষণ করা সহজ যেকোন উপযুক্ত, দীর্ঘস্থায়ী উপাদানে আপনার বহিঃপ্রাঙ্গণ কভার করার সময়। আপনি যখন আপনার বহিঃপ্রাঙ্গণ কভার করার সিদ্ধান্ত নেন, আপনার কোন অভিজ্ঞতা না থাকলে আপনার বহিঃপ্রাঙ্গণ কভারের জন্য কোন উপাদানটি সেরা তা নির্ধারণ করা কঠিন।

বিভিন্ন ধরণের প্যাটিও কভার বিভিন্ন উপকরণ, আকার এবং আকারে পাওয়া যায়। চিন্তা করবেন না; আমরা আপনার জন্য সেরা বহিঃপ্রাঙ্গণ কভার নির্ধারণে আপনাকে সহায়তা করব!

যাইহোক, আপনি একটি বহিঃপ্রাঙ্গণ কভার চয়ন করার আগে, নিম্নলিখিত বিবেচনা করুন:

বহিঃপ্রাঙ্গণের ছাদের উপকরণগুলি অবশ্যই দীর্ঘস্থায়ী এবং চরম আবহাওয়া সহ্য করার জন্য যথেষ্ট শক্তিশালী হতে হবে।

বহিঃপ্রাঙ্গণ উপাদান কাঠামো বাকি মেলে আবশ্যক।

বহিঃপ্রাঙ্গণ উপকরণ প্রত্যাশিত হিসাবে সঞ্চালন আবশ্যক

বহিঃপ্রাঙ্গণ কভার উপকরণ তালিকা 

  1. পলিকার্বোনেট
  2. কাঠ
  3. অ্যালুমিনিয়াম
  4. ধাতু
  5. ভিনাইল
  6. ফ্যাব্রিক
  7. বোনা বাঁশ
  8. গ্লাস

1. পলিকার্বোনেট প্যাটিও কভার

পলিকার্বোনেট প্যাটিও কভার প্যানেল আকারে পাওয়া যায়। এই উপাদান তাপ এবং UV প্রতিরোধী, যা আপনাকে গ্রীষ্মে ঠান্ডা থাকতে সাহায্য করে। এই হালকা উপাদান ক্র্যাক বা ভাঙ্গা ছাড়া অনেক চাপ সহ্য করার জন্য যথেষ্ট শক্ত।

2.কাঠের বহিঃপ্রাঙ্গণ কভার

আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন এবং আপনার বাড়িতে এটিকে জড়িত করতে চান তবে একটি কাঠের প্যাটিও কভার সবচেয়ে ভাল। কাঠের প্যাটিও কভার শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়। এই বহিঃপ্রাঙ্গণ কভার একটি স্বাগত এবং উষ্ণ বহিরঙ্গন স্থান তৈরি করে।

3. অ্যালুমিনিয়াম প্যাটিও কভার

অ্যালুমিনিয়াম প্যাটিও কভার হালকা এবং টেকসই। এই উপাদানটির উচ্চ মূল্য ন্যায্য কারণ এটি অত্যন্ত টেকসই। এই উপাদানটি ঘোরানো, ফাটল বা কাঠের মতো মোড়ানো যাবে না।

4. মেটাল প্যাটিও কভার

মেটাল প্যাটিও কভার সাধারণত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এই উপাদানটিও শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী, পলিকার্বোনেটের মতো। যাইহোক, কারণ এটি কঠোর আবহাওয়ার অবস্থার প্রতিরোধী নয়, এই বহিঃপ্রাঙ্গণ কভার উপাদান অন্যান্য বহিঃপ্রাঙ্গণ উপকরণ তুলনায় আরো রক্ষণাবেক্ষণ প্রয়োজন.

জয়ন্ত চন্দ্র 

ইন্সট্রাক্টর 

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট

image-2

Submarine Communication Cable 

The first submarine communications cables laid beginning in the 1850s carried telegraphy traffic, establishing the first instant telecommunications links between continents, such as the first transatlantic telegraph cable which became operational on 16 August 1858.

A cross section of the shore-end of a modern submarine communications cable 

1  – Polyethylene

2   – Mylar tape

3   – Stranded steel wires

4   – Aluminum  water barrier

5   – Polycarbonate

6   – Copper or aluminum tube

7   – Petroleum jelly

8   – Optical fibers 

Environmental impact : 

The main point of interaction of cables with marine life is in the benthic zone of the oceans where the majority of cable lies. Studies in 2003 and 2006 indicated that cables pose minimal impacts on life in these environments. In sampling sediment cores around cables and in areas removed from cables, there were few statistically significant differences in organism diversity or abundance. The main difference was that the cables provided an attachment point for anemones that typically could not grow in soft sediment areas. Data from 1877 to 1955 showed a total of 16 cable faults caused by the entanglement of various whales. Such deadly entanglements have entirely ceased with improved techniques for placement of modern coaxial and fiber-optic cables which have less tendency to self-coil when lying on the seabed. 

Cable layer :

A cable layer or cable ship is a deep-sea vessel designed and used to lay underwater cables for telecommunications, electric power transmission, military, or other purposes. Cable ships are distinguished by large cable sheaves  for guiding cable over bow or stern or both. Bow sheaves, some very large, were characteristic of all cable ships in the past, but newer ships are tending toward having stern sheaves only, as seen in the photo of CS Cable Innovator at the Port of Astoria on this page. The names of cable ships are often preceded by “C.S.” as in CS Long Lines.

Modern cable ship:

  Modern cable ships differ greatly from their predecessors. There are two main types of cable ships: cable repair ships and cable-laying ships. Cable repair ships, like the Japanese Tsugaru Maru, tend to be smaller and more maneuverable; they are capable of laying cable, but their primary job is fixing or repairing broken sections of cable. A cable-laying ship, like Long Lines, is designed to lay new cables. Such ships are bigger than repair ships and less maneuverable; their cable storage drums are also larger and are set in parallel so one drum can feed into another, allowing them to lay cable much faster. These ships are also generally equipped with a linear cable engine (LCE) that helps them lay cable quickly. By locating the manufacturing plant near a harbor, cable can be loaded into the ship’s hold as it is being manufactured.

Submarine cable AC or DC 

The majority of these distribution or transmission subsea circuits are AC cables at medium or high voltages of up to 132kV. 

3rd submarine cable in Bangladesh    :

Cox’s Bazar

The cable will have core landing stations in Singapore, India, Djibouti, Egypt and France. The Bangladesh branch will stretch to the cable landing station in Cox’s Bazar through the Bay of Bengal. On March 27, 2004, the Government of Bangladesh signed an agreement for the construction and maintenance of submarine cables in Dubai.  Through this agreement with South-East-Asia-Middle-East-West Europe-4 (SEA-ME-WE-4) consortium of  16 telecom companies from 14 countries, Bangladesh has entered the super highway of information technology.  The Bangladesh section is 1,240 km long in this 22,000 km connection line from Marseille, France to Singapore.  Bangladesh joins this network at Cox’s Bazar.  The government has to bear the cost of laying optical fiber from Dhaka and Chittagong to Cox’s Bazar for a distance of 170 km.  On 21 May 2006, Bangladesh joined the information technology giant through the laying of submarine cable.

Bangladesh can join new submarines by 2021.  Bangladesh has joined the new C-ME-6 consortium for its third submarine cable.

 The entrepreneurs of this consortium have already been informed officially by letter that Bangladesh is staying in this cable.  SEA-ME-WE (SEA-ME-WE) is an abbreviation for Southeast Asia, the Middle East, and Western Europe.As the cable is laid through this area, each cable is named as such.  Such as C-Me-Wee 4, C-Me-Wee 5.  The region’s countries in the latest C-ME-5 consortium included Bangladesh, Singapore, Malaysia, Indonesia, Thailand, Sri Lanka, India, Pakistan, Saudi Arabia, Qatar, Oman, UAE, Djibouti, Egypt, Turkey, Italy, France, Myanmar,  Yemen.

 These 19 countries are connected to it through 19 landing points.  The new CMI-6 consortium will also include countries from Southeast Asia, the Middle East and Western Europe.

Now the bandwidth usage in the country has touched one thousand Gbps.  At the end of November 2018, the total number of active internet connections in the country stood at 9.18 million.  Out of which 86.2 million are connected through mobile phones.

 Although there are only 57 lakh 35 thousand in number, most of the internet bandwidth is used through broadband.  Apart from this, there are 61,000 WiMAX connections.  tech city 

Durgam has been connected to the national grid by laying 33 kV (kilovolt) overhead line from Cox’s Bazar’s Matarbari sub-station through river crossing towers, 5 km double circuit 33 KV submarine cable with fiber optic under Kutubdia channel and commissioning of 33/11 KV substation at Kutubdia Island.  Island. 3 days ago. 

Shuva Sarker

Jr. Instructor 

Telecommunication Technology 

blog30909

How to develop English speaking skill ?

English is one of the most widely spoken languages in the world, and being able to speak it fluently can open up many opportunities in both personal and professional settings. If you’re looking to improve your English speaking skills, there are a variety of strategies you can use to become more confident and proficient in your communication. In this blog post, we’ll explore some of these strategies.

Immerse yourself in the language

One of the most effective ways to develop your English speaking skills is to immerse yourself in the language as much as possible. This means listening to English music, watching English movies or TV shows, and even reading English books. The more you surround yourself with the language, the more natural it will feel to you and the easier it will be to speak it.

Practice with a language partner

Finding a language partner who is also looking to improve their English speaking skills can be a great way to practice speaking. You can have conversations in English and provide feedback to each other, which can help you both improve. There are many online platforms and apps that can help you find a language partner, or you can join local language exchange groups in your community.

Take a language class

Taking a formal English language class can also be beneficial for improving your speaking skills. You’ll have the opportunity to practice speaking in a structured environment with a teacher who can provide feedback and guidance. Additionally, you’ll learn grammar rules and vocabulary that can improve your overall understanding of the language.

Record yourself speaking

Recording yourself speaking can be a useful tool for improving your English speaking skills. Listen to yourself speak and take note of any areas where you could improve, such as pronunciation or grammar. You can also compare your recordings to native English speakers to identify areas where you need to improve.

Practice pronunciation

Pronunciation is an important aspect of speaking English fluently. Practice pronouncing English words correctly by listening to how native English speakers pronounce them and practicing until you get it right. There are also many pronunciation apps and online tools that can help you improve your pronunciation.

Speak in English as much as possible

The more you speak in English, the better you’ll become at it. Try to speak in English as much as possible, even if it’s just with yourself. Practice speaking about everyday topics like your hobbies, work, or family. The more you practice, the more confident you’ll become.

In conclusion, developing your English speaking skills takes time and effort, but with the right strategies, it’s possible to become a more confident and proficient speaker. Immersing yourself in the language, practicing with a language partner, taking a language class, recording yourself speaking, practicing pronunciation, and speaking in English as much as possible are all effective ways to improve your English speaking skills. Remember, the key is to practice regularly and be persistent in your efforts to improve.

Copyright

Name: Mst. Sazia Zarin Sarker

Designation: Instructor

Department: English

blogg1212

The Sceptical Chymist

The Sceptical Chymist is a chemistry blog hosted by the prestigious scientific journal, Nature Chemistry. The blog features articles on various aspects of chemistry, including research news, interviews, opinion pieces, and book reviews. It was created to provide a platform for chemists and science writers to discuss and analyze developments in the field of chemistry, as well as broader issues facing the scientific community.

 The blog is named after a book by Robert Boyle, a 17th-century chemist and philosopher, who was known for his skepticism and empirical approach to scientific inquiry. The book, “The Skeptical Chymist,” challenged the prevailing theories of alchemy and introduced the concept of the scientific method, which has since become a cornerstone of modern chemistry.

The Sceptical Chymist blog features contributions from a diverse group of writers, including chemists, science journalists, and educators. The articles cover a wide range of topics, from cutting-edge research in chemistry to broader issues affecting the scientific community. Some of the most popular topics covered in the blog include chemical reactions, materials science, drug discovery, and environmental chemistry.

 

One of the blog’s strengths is its focus on communicating complex scientific concepts in an accessible and engaging way. The writers use a mix of humor, storytelling, and visual aids to make chemistry interesting and understandable to a broad audience. For example, one recent article used popular TV shows like “Breaking Bad” and “Stranger Things” to explain the chemistry behind various plot points

Another important aspect of The Sceptical Chymist is its commitment to promoting diversity and inclusion in chemistry. The blog features articles and interviews with chemists from diverse backgrounds, and it explores issues related to gender, race, and other forms of identity in the field of chemistry. This focus on inclusivity is important, as it helps to broaden participation in the scientific community and ensures that a wider range of perspectives are represented.

 In conclusion, The Sceptical Chymist is an engaging and informative chemistry blog that provides a platform for chemists and science writers to share their knowledge and insights with a wider audience. Its commitment to promoting diversity and inclusivity in the field of chemistry is also commendable, and it makes the blog an important resource for anyone interested in the latest developments in chemistry and the scientific community more broadly.

Image Source: Google

Written By

Mst.Dowlaton nesa

Jr.Istructor

Daffodil polytechnic institute

বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট পালন করলো বিশেষ ডে ক্যাম্প  

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ১ দিন ব্যাপী ১ম বিশেষ ডে ক্যাম্প নিজ ইন্সটিটিউট ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রধান কার্যালয় বাড়ি নং-২বি, রোড নং-১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটসের নির্দেশনা মোতাবেগ ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ দিনটি যথাযথ মর্যাদায় পালন করেছে। 

৮ এপ্রিল,২০২৩ শনিবার ২য় বারের মত দেশ ব্যাপী উদযাপিত হয়েছে “বাংলাদেশ স্কাউট দিবস”। এবারের থিম ছিল “স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো”। দিবসটি উপলক্ষে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যার মধ্যে ছিল পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন ঘোষণা, সমাজ উন্ননমূলক কার্যক্রম এ ছিল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষ ও আঙ্গিনা পরিস্কার পরিছন্ন কার্যক্রম,কম্পিউটার ল্যাব পরিস্কার পরিছন্ন করোন,শিক্ষা প্রতিষ্ঠানের বৃক্ষ পরিচর্য, স্মার্ট স্কাউট গড়ার লক্ষে স্মার্ট ফোন ব্যবহার, এ আই টুলস(chatGPT) সহ বিভিন্ন অ্যাপ্সের ব্যাবহারের কর্মশালা, স্কাউট ওন,সচেতনা মূলক র‍্যালি, এবং পতাকা অবনমনের  মাধ্যমে প্রোগ্রাম এর সমাপ্তি ঘোষণা। এ ছাড়া বাংলাদেশ স্কাউটস এর কেন্দ্রীয় অনুষ্ঠানে ইউনিট থেকে তিনজন রোভার স্কাউট অংশ গ্রহন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ কমিটির সচিব ও ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম, সহ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন।পতাকা উত্তলনের মাধমে ক্যাম্পের কার্যক্রম শুরু করেন ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম। সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ইউনিট লিডার প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষকদের সাথে নিয়ে পতাকা অবনমনের  মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ ডে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করেন।

গ্রুপ সম্পাদক

মুহাম্মাদ সহিদুল ইসলাম

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট 

রোভার স্কাউট গ্রুপ,ঢাকা।ইউনিট রেজিষ্ট্রেশন নং ৩৭৯২/২০২২

(সংযুক্তি:  ক্যাম্প ছবি)

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট -রোভার স্কাউট গ্রুপ ১ম দীক্ষা ও ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ৩ দিন ব্যাপী ১ম দীক্ষা ক্যাম্প নিজ ইন্সটিটিউট ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রধান কার্যালয় বাড়ি নং-২বি, রোড নং-১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯ অনুষ্ঠিত হয়েছে। রোভার স্কাউটদের ব্যবহারিক বিষয়ে দক্ষতার সাথে নেতৃতের গুণাবলী বৃদ্ধির জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

৩ দিন ব্যাপী ক্যাম্পের অনুষ্ঠানমালার মধ্যে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, ক্যাম্পে অবস্থান ,আত্নশুদ্ধি, দীক্ষা অনুষ্ঠান, স্কাউট ওন,  সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান। বিভিন্ন সেশনের মাধ্যেমে স্কাউট আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য ও সাংগঠনিক কাঠামো, ব্যাজ পদ্ধতি, ক্যারিয়ার প্লানিং সহ ম্যানারস এন্ড এটিকেট বিষয়ে ধারণা প্রদান করা হয়। ক্যাম্পে ক্র -মিটিং এর মাধ্যেমে রোভার স্কাউটদের প্রাথমিক প্রতিবিধান, হাইকিং, অনুমান ও দড়ির কাজের অনুশীলন করানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ কমিটির সহ সভাপতি কে এম পারভেজ ববি (ডিডি),ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল এস এম জহিরুল ইসলাম ফরহাদ , ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম, সহঃ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন। পতাকা উত্তলনের মাথমে কাম্পের কার্যক্রম শুরু করেন ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম। 

দীক্ষা গ্রহনের পূর্বে আত্নশুদ্ধি রোভার স্কাউটংএ প্রবেশ এর অন্যতম সর্ত , একজন স্কাউট বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিজেকে আত্মশুদ্ধি করে থাকে।ক্যাম্পে রাত্রি যাপন এর মাধ্যমে, নিজেকে সেবা মূলক এই বৃহৎ সংগঠন এর সাথে নিজেকে সম্পৃক্ত করবে কি না?  দীক্ষা গ্রহনের পূর্বে  এটা নিয়া চিন্তা করবে । প্রথম বারের মত ১৪ জন রোভার স্কাউট এই আত্নশুদ্ধি সম্পন্ন করে। উক্ত প্রোগ্রামটি পরিচালনা করেন রোভার স্কাউট লিডার এবং বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের সদস্য নাজমুল হাসান  (পি আর এস, উডব্যাজার), আরো উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল জহিরুল ইসলাম ফরহাদ , রোভার স্কাউট ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম, সহ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন।

দীক্ষা ও সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন রোভার স্কাউট ইউনিট  লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম এবং সহ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নূরুজ্জামান গ্রুপ সিইও ডেফোডিল ফ্যামিলি, সভার সভাপতিত্ব করেন গ্রুপ কমিটির সভাপতি কে এম হাসান রিপন- প্রিন্সিপাল ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, সহ সভাপতি কে এম পারভেজ ববি(ডিডি), সদস্য এস এম জহিরুল ইসলাম ফরহাদ ভাইস প্রিন্সিপাল , সদস্য মোঃ আব্দুল হাকিম, রোভার স্কাউট লিডার এবং বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের সদস্য নাজমুল হাসান  (পি আর এস, উড ব্যাজার), ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম, সহ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন সহ গ্রুপ কমিটির সকল সদস্য, বিভাগীয় প্রধানগণ, অন্যান্য শিক্ষক, সমাজের বাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীক্ষা অনুষ্ঠান রোভার স্কাউটদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আত্নশুদ্ধির মাধ্যমে রোভারগন পরিশীলিত হয়ে মনে প্রানে স্কাউট আন্দোলনে উজ্জীবিত হতে সহায়তা করবে। বিপি’র আদর্শে আনুপ্রানিত হয়ে সবার বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষে রোভার স্কাউটদের কাজ করতে হবে। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের প্রথম বারের মত এই উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে এর ধারা অব্যাহত রাখার আহবান জানান।

গ্রুপ কমিটির সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান শেষ করেন।

গ্রুপ সম্পাদক

মুহাম্মাদ সহিদুল ইসলাম

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট 

রোভার স্কাউট গ্রুপ,ঢাকা।ইউনিট রেজিষ্ট্রেশন নং ৩৭৯২/২০২২

(সংযুক্তি: দীক্ষা ও ক্যাম্প ছবি)

Things we have learned during Covid-19

দীর্ঘ ২ মাস ২ দিনের বন্দীজীবনে অনেক কিছু শেখা হল। আসলে আমাদের জীবনে কোনো সমস্যা আসা মানে হল হয়ত প্রকৃতি বা স্রষ্টা হয়ত কোনো শিক্ষা দিতে চাচ্ছেন। আর পুরো পৃথিবী সমস্যায় পরা মানে হল প্রকৃতি বা স্রষ্টা পুরো মানবজাতিকে কিছু শিক্ষা দিতে বা হুশিয়ারি করতে চাচ্ছেন।

বিষয়টা বলা অনেক সহজ যে এ শিক্ষা বা হুশিয়ারী হতে শিক্ষা নিয়ে আমরা ভাল হয়ে যাব। কিন্তু এ বিষয়টা অনেক জটিল। কেননা এখানে দু-একজন মানুষকে ঠিক হতে হচ্ছে না, বরং পুরো মানবজাতিকে ঠিক হতে হবে। 

যেমনঃ তাদের পরিবেশ দূষন করা কমাতে হবে, তাদের নির্বিকারে প্রাণী বা উদ্ভিদ হত্যা কমাতে হবে, তাদের অহংকার কমাতে হবে।

কিন্তু এগুলো তো মুখের কথা নয়। যে বললাম আর হয়ে গেল। মানুষ জন্মগত ভাবেই লোভি আর ধ্বংসাত্বক। তাকে শান্ত করা এত সহজ নয়। তবে এরই মাঝে কিছু মানুষ নিজেদেরকে সংশোধন করতে অতীতেও সক্ষম হয়েছিলেন আর বর্তমানেও হচ্ছেন। তবে তাদের সংখ্যাটা অতিব নগন্য।

এবার সময় এসেছে আমাদেরকে ভাবতে হবে অনেক ভাবতে হবে। আর স্রোতে গা ভাসিয়ে পৃথিবীর ক্ষতি করা যাবে না। হ্যা, আপনার অল্প কিছু কাজের জন্যও ক্ষতিগ্রস্থ হচ্ছে আমাদের পৃথিবী। 

যেমনঃ 

০১. “আপনি পান খান” ঠিক আছে তবে পানের পিকটা কেন যেখানে সেখানে ফেলবেন?

০২. আপনি সিগারেট খাচ্ছেন তাও মেনে নিলাম সেটা আপনার নিজের ইচ্ছা। তাহলে কেন সেটা অপরের ক্ষতি হয় এমন জায়গায় খাচ্ছেন?

০৩. আবার আপনি পলিব্যাগ ব্যবহার করছেন এর কারন হিসেবে বলবেন “এ ধরনের ব্যাগ ছাড়া কোনো ব্যাগ সস্তা না”। ভাল ব্যবহার করেন কিন্তু কেন ব্যবহারের পর যেখানে সেখানে ফেলছেন?

নির্ধারিত স্থানে ময়লা ফেলতে বললে আপনি বলেন “বহু দূর”। তাহলে পৌরসভা থেকে যে ময়লার গাড়ি আসে তাকে মাসে ২০-৩০ টাকা দিয়ে ময়লা কেন ময়লার গাড়িতে ফেলতে চান না? কেন এত কৃপণতা?

আরো অনেক সমস্যা আছে আমাদের দৈনন্দিন জীবনে, যেগুলো আমরা একটু সচেতন হলেই সমাধান হয়ে যায়। যেমনঃ

০১. যারা ছাত্র আছেন বা ব্যাগ বহন করেন তারা কাগজ বা পলি জাতীয় উচ্ছিষ্ট বস্তু গুলোকে সাইড ব্যাগে রাখতে পারেন।আবার সামনে কোনো ডাস্টবিন পেলে সেগুলোকে ফেলে দিতে পারেন। আবার পৌরসভার ময়লার গাড়ি আছে সেখানে যোগাযোগ করে মাত্র ২০-৩০ টাকার মধ্যেই আপনারা আপনাদের ময়লা নিয়ে কোনো টেনশন করা লাগবে না।

০২. পানের পিক এদিক ওদিক না ফেলে ডাস্টবিনে বা কোনো নির্ধারিত স্থানে ফেলুন ইত্যাদি সহ আরো অনেক সমাধান রয়েছে যেগুলো মেনে চলা সহজ কিন্তু এগুলোর প্রভাব অনেক বেশী।

আপনার যদি এরকম আরো কোনো সমাধান চিন্তায় আসে তাহলে কমেন্ট করুন।