বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট পালন করলো বিশেষ ডে ক্যাম্প  

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ১ দিন ব্যাপী ১ম বিশেষ ডে ক্যাম্প নিজ ইন্সটিটিউট ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রধান কার্যালয় বাড়ি নং-২বি, রোড নং-১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটসের নির্দেশনা মোতাবেগ ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ দিনটি যথাযথ মর্যাদায় পালন করেছে। 

৮ এপ্রিল,২০২৩ শনিবার ২য় বারের মত দেশ ব্যাপী উদযাপিত হয়েছে “বাংলাদেশ স্কাউট দিবস”। এবারের থিম ছিল “স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো”। দিবসটি উপলক্ষে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যার মধ্যে ছিল পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন ঘোষণা, সমাজ উন্ননমূলক কার্যক্রম এ ছিল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষ ও আঙ্গিনা পরিস্কার পরিছন্ন কার্যক্রম,কম্পিউটার ল্যাব পরিস্কার পরিছন্ন করোন,শিক্ষা প্রতিষ্ঠানের বৃক্ষ পরিচর্য, স্মার্ট স্কাউট গড়ার লক্ষে স্মার্ট ফোন ব্যবহার, এ আই টুলস(chatGPT) সহ বিভিন্ন অ্যাপ্সের ব্যাবহারের কর্মশালা, স্কাউট ওন,সচেতনা মূলক র‍্যালি, এবং পতাকা অবনমনের  মাধ্যমে প্রোগ্রাম এর সমাপ্তি ঘোষণা। এ ছাড়া বাংলাদেশ স্কাউটস এর কেন্দ্রীয় অনুষ্ঠানে ইউনিট থেকে তিনজন রোভার স্কাউট অংশ গ্রহন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ কমিটির সচিব ও ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম, সহ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন।পতাকা উত্তলনের মাধমে ক্যাম্পের কার্যক্রম শুরু করেন ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম। সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ইউনিট লিডার প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষকদের সাথে নিয়ে পতাকা অবনমনের  মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ ডে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করেন।

গ্রুপ সম্পাদক

মুহাম্মাদ সহিদুল ইসলাম

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট 

রোভার স্কাউট গ্রুপ,ঢাকা।ইউনিট রেজিষ্ট্রেশন নং ৩৭৯২/২০২২

(সংযুক্তি:  ক্যাম্প ছবি)

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট -রোভার স্কাউট গ্রুপ ১ম দীক্ষা ও ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ৩ দিন ব্যাপী ১ম দীক্ষা ক্যাম্প নিজ ইন্সটিটিউট ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রধান কার্যালয় বাড়ি নং-২বি, রোড নং-১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯ অনুষ্ঠিত হয়েছে। রোভার স্কাউটদের ব্যবহারিক বিষয়ে দক্ষতার সাথে নেতৃতের গুণাবলী বৃদ্ধির জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

৩ দিন ব্যাপী ক্যাম্পের অনুষ্ঠানমালার মধ্যে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, ক্যাম্পে অবস্থান ,আত্নশুদ্ধি, দীক্ষা অনুষ্ঠান, স্কাউট ওন,  সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান। বিভিন্ন সেশনের মাধ্যেমে স্কাউট আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য ও সাংগঠনিক কাঠামো, ব্যাজ পদ্ধতি, ক্যারিয়ার প্লানিং সহ ম্যানারস এন্ড এটিকেট বিষয়ে ধারণা প্রদান করা হয়। ক্যাম্পে ক্র -মিটিং এর মাধ্যেমে রোভার স্কাউটদের প্রাথমিক প্রতিবিধান, হাইকিং, অনুমান ও দড়ির কাজের অনুশীলন করানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ কমিটির সহ সভাপতি কে এম পারভেজ ববি (ডিডি),ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল এস এম জহিরুল ইসলাম ফরহাদ , ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম, সহঃ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন। পতাকা উত্তলনের মাথমে কাম্পের কার্যক্রম শুরু করেন ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম। 

দীক্ষা গ্রহনের পূর্বে আত্নশুদ্ধি রোভার স্কাউটংএ প্রবেশ এর অন্যতম সর্ত , একজন স্কাউট বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিজেকে আত্মশুদ্ধি করে থাকে।ক্যাম্পে রাত্রি যাপন এর মাধ্যমে, নিজেকে সেবা মূলক এই বৃহৎ সংগঠন এর সাথে নিজেকে সম্পৃক্ত করবে কি না?  দীক্ষা গ্রহনের পূর্বে  এটা নিয়া চিন্তা করবে । প্রথম বারের মত ১৪ জন রোভার স্কাউট এই আত্নশুদ্ধি সম্পন্ন করে। উক্ত প্রোগ্রামটি পরিচালনা করেন রোভার স্কাউট লিডার এবং বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের সদস্য নাজমুল হাসান  (পি আর এস, উডব্যাজার), আরো উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল জহিরুল ইসলাম ফরহাদ , রোভার স্কাউট ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম, সহ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন।

দীক্ষা ও সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন রোভার স্কাউট ইউনিট  লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম এবং সহ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নূরুজ্জামান গ্রুপ সিইও ডেফোডিল ফ্যামিলি, সভার সভাপতিত্ব করেন গ্রুপ কমিটির সভাপতি কে এম হাসান রিপন- প্রিন্সিপাল ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, সহ সভাপতি কে এম পারভেজ ববি(ডিডি), সদস্য এস এম জহিরুল ইসলাম ফরহাদ ভাইস প্রিন্সিপাল , সদস্য মোঃ আব্দুল হাকিম, রোভার স্কাউট লিডার এবং বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের সদস্য নাজমুল হাসান  (পি আর এস, উড ব্যাজার), ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম, সহ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন সহ গ্রুপ কমিটির সকল সদস্য, বিভাগীয় প্রধানগণ, অন্যান্য শিক্ষক, সমাজের বাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীক্ষা অনুষ্ঠান রোভার স্কাউটদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আত্নশুদ্ধির মাধ্যমে রোভারগন পরিশীলিত হয়ে মনে প্রানে স্কাউট আন্দোলনে উজ্জীবিত হতে সহায়তা করবে। বিপি’র আদর্শে আনুপ্রানিত হয়ে সবার বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষে রোভার স্কাউটদের কাজ করতে হবে। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের প্রথম বারের মত এই উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে এর ধারা অব্যাহত রাখার আহবান জানান।

গ্রুপ কমিটির সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান শেষ করেন।

গ্রুপ সম্পাদক

মুহাম্মাদ সহিদুল ইসলাম

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট 

রোভার স্কাউট গ্রুপ,ঢাকা।ইউনিট রেজিষ্ট্রেশন নং ৩৭৯২/২০২২

(সংযুক্তি: দীক্ষা ও ক্যাম্প ছবি)

Join Rover Scouts

রোভার স্কাউট দল গঠন প্রসঙ্গে – ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট

এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল  ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট  দলে যোগদানের জন্য যোগাযোগ করো।

যোগাযোগ ঃ

মুহাম্মাদ সহিদুল ইসলাম(ইউনিট লিডার)+8801916696717
মোঃ শফিকুল ইসলাম মিলন(সহকারি ইউনিট লিডার)+8801723057740

আগ্রহী ছাত্র-ছাত্রীরা নিচের ফর্ম পূরণ কর- 

লিঙ্ক ঃ https://docs.google.com/forms/

রোভার স্কাউট তথ্য ফর্ম

(ইতিমধ্যে ফর্ম পূরণ করে থাকলে পুনরায় করা দরকার নাই)