>>জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ভাষন, বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা ও গান পরিবেশন
রেজিস্ট্রেশন লিঙ্কঃ
https://forms.gle/tgiXCYedaiwNQ6RA7
>>রচনা প্রতিযোগিতা
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
নিয়মাবলীঃ
রচনার বিষয়ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীন বাংলাদেশ
১) শুরুতে ছাত্র-ছাত্রীর নাম রোল সেমিস্টার এবং ডিপার্টমেন্ট লিখতে হবে
২) রচনা অবশ্যই ছাত্র-ছাত্রীর স্বহস্তে লিখিত হতে হবে
৩) রচনা ৩৫০ থেকে ৪০০ শব্দের হতে হবে।
৪) ছাত্র-ছাত্রী রচনা লেখা শেষ করে উক্ত রচনা ক্যামস্ক্যানার এর মাধ্যমে পিডিএফ ফাইল করে নিম্নলিখিত ইমেইলের মাধ্যমে আগামী ১৩ই আগস্ট ২০২১ ইং তারিখ বিকাল তিনটার ভিতর সাবমিট করতে হব
রচনার সফট কপি জমা দিতে হবেঃ
ফারহা দিবা ম্যাম
ইমেইলঃ [email protected]
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষনীয় পুরষ্কার
>>চিত্রাংকন প্রতিযোগিতা
ছাত্রছাত্রীদের জন্য নির্দেশনাঃ
১) ছাত্রছাত্রীদের ১৫ আগস্ট বা শেখ মুজিবের জীবনী বিষয়ের চিত্র অঙ্গন করতে হবে।
২) A4 সাইজ বা অফসেট পেপার এ অংকন করা চিত্রে নিচে ডান পাশের কোনায় অবশ্যই ছাত্রছাত্রীর নাম, রোল, সেমিষ্টার, ডিপার্টমেন্ট স্পষ্ট করে লিখতে হবে।
৩) চিত্রাংকন এর সম্পুর্ন স্পষ্ট ছবি এবং চিত্রাংকন সহ অংশগ্রহনকারীর ছবি তুলে তা নিম্নের ইমেইলে পাঠাতে হবে।
লিমা ম্যাম
Email: [email protected]
৪) অবশ্যই আগামী ১৪ই আগস্ট ২০২১ইং তারিখের বিকাল ৩টার মধ্যে জমা দিতে হবে।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষনীয় পুরষ্কার
বঙ্গবন্ধু ও জাতীয় শোক দিবস শীর্ষক আলোচনা।
বিশেষ অতিথি
কে এম হাসান রিপন
অধ্যক্ষ
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট
প্রধান অতিথিঃ
মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান
চেয়ারম্যান (ভারপ্রাপ্ত),
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
সভাপতি
মোহাম্মদ নূরুজ্জামান
প্রধান নির্বাহী কর্মকর্তা
ড্যাফোডিল ফ্যামিলি