বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 👉ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ১ম এবং ৩য় পর্ব সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
৩ই নভেম্বর ২০২১ইং তারিখে ড্যাফোডিল পলিটেকনিকের সম্মানিত অধ্যক্ষ জনাব কে এম হাসান রিপন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
![](http://dpi.ac/wp-content/uploads/2021/11/Textile-Exam-DPI-1024x640.jpg)
![](http://dpi.ac/wp-content/uploads/2021/11/Textile-Exam-DPI-1-1024x1024.jpg)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 👉ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ১ম এবং ৩য় পর্ব সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
৩ই নভেম্বর ২০২১ইং তারিখে ড্যাফোডিল পলিটেকনিকের সম্মানিত অধ্যক্ষ জনাব কে এম হাসান রিপন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
১লা নভেম্বর ২০২১ইং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (BTEB) অধীনে-ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং(Diploma in Textile Engineering) এর পর্ব সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। ড্যাফোডিল পলিটেকনিকের (Daffodil Polytech ) ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করছে।
ড্যাফোডিল পলিটেকনিক এর প্রাক্তন ছাত্র মোঃ ফকরুল হাসান এবং আসিফ উজ্জামান এর আত্নার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
তারিখঃ ২৯ই অক্টোবর, ২০২১ইং (বাদ আসর)
স্থানঃ ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট (২য় ক্যাম্পাস)
Event Link: https://fb.me/e/1b7mqD7ox
Daffodil Polytechnic Alumni Association
Improve Local SEO (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন) হল Local Business -এর জন্য সার্চ ইঞ্জিনের দৃশ্যমানতা উন্নত করার প্রক্রিয়া ।
ক্ষুদ্র ব্যবসার জন্য অপরিহার্য যা একটি National স্তরের বিপরীতে কাজ করে থাকে। National SEO সারাদেশে সার্চের Ranking – এর উপর বেশি
মনোযোগ দিচ্ছে, Local SEO একটি নির্দিষ্ট স্থানে SERP- এ উপস্থিত হওয়ার অগ্রাধিকার দেয়।Local SEO অপ্টিমাইজ করার অর্থ হল ওয়েবসাইট
ট্রাফিক, লিড এবং রূপান্তরগুলি স্থানীয় গ্রাহকদের জন্য আরও প্রাসঙ্গিক করে তোলা।
ব্লগ লিঙ্ক ঃ Improve Your Local SEO
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত ব্লগের কিছু লেখা – অক্টোবর ২০২১
Blog List
FB Link
২০২১ সালের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের পরীক্ষার রুটিন
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর ফাইনাল পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারী ড্যাফোডিল পলিটেকনিকের ৬০ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হল। প্রথম স্থান (4.00 out of 4.00) অর্জন সহ মেধা তালিকায় আরও বেশ কয়েকজন স্থান করে নিয়েছে আমাদের ছাত্র-ছাত্রীরা।এছাড়াও সহ শিক্ষা কার্যক্রমের বিভিন্ন ক্যাটাগিরতে অবদান রাখতে সক্ষম হয় ছাত্র-ছাএীরা। করোনা মহামারীর কারনে ১৮ই মার্চ ২০২০ইং থেকে লক ডাউন সময়ে সারা বিশ্বের সাথে থমকে গিয়েছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা! কিন্তু ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীরা থমকে যায় নি। ড্যাফোডিল পলিটেকনিক এর শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে মহামারী চলাকালীন সময়ে ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছিল নিয়মিত অনলাইন ক্লাস সহ বিভিন্ন অনলাইন পরীক্ষায়, অংশগ্রহণ করেছে বিভিন্ন প্রকার অনলাইন ওয়ার্কশপ, ওয়েবিনার, কুইজ কম্পিটিশনসহ বিভিন্ন প্রকার লার্নিং লাইভ শো, অর্জন করেছে নানা প্রকার সফট স্কিল! তারই ফলশ্রুতিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সেমিষ্টার ফাইনাল পরীক্ষায় ড্যাফোডিল পলিটেকনিকের ছাত্রছাত্রী অসামান্য ফলাফল করতে সক্ষম হয়েছে। ছাত্রছাত্রীদের এই সাফল্যের স্বীকৃতি প্রদান ও উক্ত সাফল্যের ধারা অব্যাহত রাখার উদ্দেশ্যে এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ’র নির্বাহী চেয়ারম্যান জনাব দুলাল কৃষ্ণ সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নূরুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকতা, ড্যাফোডিল ফ্যামিলি এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব কে এম হাসান রিপন, অধ্যক্ষ, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট।
Notice for: 1st, 3rd, 5th, 7th semester regular & 8th-semester irregular Diploma in Engineering & Diploma in Tourism & Hospitality Management student’s final examination form fill up:
This is to inform the 1st, 3rd, 5th, 7th semester regular & 8th-semester irregular. Diploma in Engineering & Diploma in Tourism & Hospitality Management student’s that, semester final examination is going to be started from 08 November 2021.