Textile Fiber

টেক্সটাইল ফাইবার এর আদ্যোপান্ত পর্ব: ১ম

ফাইবার মূলত কী?

ফাইবার একটি উদ্ভিদ বা প্রাণী বা অন্যান্য পদার্থের টিস্যুগুলির সূক্ষ্ম বা টিস্যুর ন্যায় ক্ষুদ্রতম একক, চুলের অংশগুলির মত একটি হিসাবে সংজ্ঞায়িত করা হয় যেগুলির দৈর্ঘ্যের তুলনায় ব্যাস খুব ছোট এই বৈশিষ্ট্য সম্পূর্ণ পদার্থকে ফাইবার হিসেবে গণ্য করা হয়।

ফাইবার এবং টেক্সটাইল ফাইবার এর ভিতরে বেশ কিছু পার্থক্য রয়েছে তাহলে মূলত, টেক্সটাইল ফাইবার কী?

সমস্ত ফাইবারই টেক্সটাইল ফাইবার নয়। কারণ টেক্সটাইল ফাইবার হতে হলে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পূর্ণ হতে হবে।

“টেক্সটাইল ফাইবার” শব্দের অর্থ হল, পদার্থের একক যা একটি সুতা তৈরি করতে বা বন্ডিং বা বিভিন্ন পদ্ধতিতে ইন্টারলেস করে ফ্যাব্রিক বা সিটের আকার ধারণ করতে সক্ষম।

বুনন, নিটিং,ব্রেডিং, ফেল্টিং, টুইস্টিং সহ, যা টেক্সটাইল পণ্যগুলির মৌলিক কাঠামোগত উপাদান।

অনেক তন্তুযুক্ত উপাদান কাপড় তৈরির জন্য উপযুক্ত নয়, যেমন, কর্ন সিল্ক বা কাঠের স্লিভার। টেক্সটাইল ফাইবার অবশ্যই নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হবে:

১. নমনীয়, পাতলা (কিন্তু খুব পাতলা নয়)

২. যথোপযোগী দৈর্ঘ্য বুননের জন্য থাকতে হবে।

৩. বুনন হবার সময় টুইস্ট নেবার সব ক্ষমতা থাকতে হবে।

টেক্সটাইল ফাইবার নমনীয় হতে হবে। সহজে পাকানো যায় না এই ধরনের  তন্তু (প্রক্রিয়াজাত না হলে, পরবর্তী প্রসেসের জন্য প্রস্তুত হবে না) সহজে বাঁকে না, এগুলো টেক্সটাইল ফাইবার এর অন্তর্ভুক্ত হবে না।টেক্সটাইল ফাইবারগুলিও খুব পাতলা – ব্যাসের সাথে দীর্ঘ। যান্ত্রিকভাবে ন্যূনতম টুইস্ট বা পাক প্রদান করানো যায়- টানা এবং পাকানো – প্রধান তন্তুগুলির যথেষ্ট দৈর্ঘ্য, শক্তি এবং সমন্বয় থাকতে হবে (ফাইবার থেকে ফাইবার ঘর্ষণ যেন অতিরিক্ত স্থির বিদ্যুৎ উৎপন্ন না হয় এমন বৈশিষ্ট্য সম্পন্ন হওয়া আবশ্যক)।

টেক্সটাইল ফাইবার স্টেপল বা ফিলামেন্ট উভয় রকমেরই হতে পারে।স্ট্যাপল ফাইবারগুলি তুলনামূলকভাবে ছোট, মিলিমিটার বা ইঞ্চিতে পরিমাপ করা হয়।ফিলামেন্ট ফাইবারগুলি অপেক্ষাকৃত দীর্ঘ, মিটার বা গজে পরিমাপ করা হয়।

একমাত্র প্রাকৃতিক ফিলামেন্ট ফাইবার হল রিলড বা চাষকৃত রেশম।অপরদিকে সমস্ত মানুষের তৈরি ফাইবার স্টেপল অথবা ফিলামেন্ট হতে পারে, কোন ধরনের কাপড় উৎপাদন করা হবে বা কোন বিষয়ে প্রয়োগ করা হবে তার উপর ভিত্তি করে ম্যান মেড ফাইবার তৈরি করা হয় এবং মানুষের তৈরি ফাইবারের ভিতরেও নানা রকমের শ্রেণি বিভাগ রয়েছে।

তন্তুর বা ফাইবার এর শ্রেণীবিন্যাস:

টেক্সটাইল সুতা এবং কাপড় তৈরিতে ব্যবহৃত মৌলিক একক হল ফাইবার।এটি একটি পৃথক, সূক্ষ্ম, চুলের মতো পদার্থ।তন্তুগুলিকে সাধারণত গোষ্ঠীবদ্ধ করা হয় এবং একত্রে একত্রিত করে সুতা বলা হয়।ফাইবার গুলো প্রাকৃতিক উৎস থেকেও হতে পারে আবার মানুষের তৈরিও হতে পারে।

টেক্সটাইল ফাইবার সাধারণত দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত:

1. প্রাকৃতিক ফাইবার

2. মানুষের তৈরি ফাইবার

প্রাকৃতিক ফাইবার:

সমস্ত ফাইবার যা প্রাকৃতিক উৎস থেকে আসে (প্রাণী, খনিজ, গাছপালা, ইত্যাদি) নতুন করে ফাইবারের গঠন বা ডিএনএ তে কোন সংস্করণের প্রয়োজন হয় না তাকে প্রাকৃতিক ফাইবার হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ যা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এসেছে।প্রাকৃতিক ফাইবারগুলির মধ্যে রয়েছে প্রোটিন ফাইবার যেমন উল এবং সিল্ক, সেলুলোজ ফাইবার যেমন তুলা এবং লিনেন এবং খনিজ ফাইবার অ্যাসবেস্টস।

মানুষের তৈরি ফাইবার:

মনুষ্যসৃষ্ট ফাইবার হল এমন ফাইবার যেখানে হয় মৌলিক রাসায়নিক একক রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে গঠিত হয়েছে এবং ফাইবার তৈরি হয়েছে অথবা প্রাকৃতিক উৎস থেকে পলিমারগুলি দ্রবীভূত হয়েছে এবং ফাইবার গঠনের জন্য একটি স্পিনারেটের মধ্য দিয়ে যাওয়ার পরে পুনরায় তৈরি হয়েছে।রাসায়নিক সংশ্লেষণ দ্বারা তৈরি সেই তন্তু বা ফাইবারগুলোকে সিনথেটিক ফাইবার বলা হয়। প্রাকৃতিক পলিমার ফাইবারের উৎস থেকে পুনরুৎপাদিত ফাইবার কে সেমি সিন্থেটিক হিসেবে গণ্য করা হয় কিন্তু সেটা কখনোই প্রাকৃতিক শ্রেণীবিভাগ এর অন্তর্গত হিসেবে বিবেচিত হবে না।কৃত্রিম মানবসৃষ্ট তন্তুগুলির মধ্যে রয়েছে পলিমাইডস (নাইলন), পলিয়েস্টার, অ্যাক্রিলিক্স, পলিওলিফিন, ভিনাইল এবং ইলাস্টোমেরিক ফাইবার, পুনরুত্থিত ফাইবারগুলির মধ্যে রয়েছে রেয়ন, সেলুলোজ অ্যাসিটেট, পুনরুত্পাদিত প্রোটিন, গ্লাস এবং রাবার ফাইবার।আমি বোঝার সুবিধার্থে নিম্নে একটি ফাইবার এর শ্রেণীবিভাগ উল্লেখিত।

লেখক,

মোঃ আশিকুর রহমান

ইন্সট্রাক্টর (টেক্সটাইল এবং জিডিপিএম)

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট

অতিরিক্ত X-ray মৃত্যুর কারণ-01

অতিরিক্ত X-ray মৃত্যুর কারণ

পদার্থবিজ্ঞানের ভাষায় তরঙ্গদৈর্ঘ্য যত ছোট হয় পদার্থ ভেদ করার ক্ষমতা তত বেশি হয়। এক্স-রে বা রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ১০-৮মিটার থেকে ১০-১১ মিটারের কাছাকাছি। যা আলোর অনেক কম। সাধারণ চোখে দৃশ্যমানও নয়।

শরীরের অভ্যন্তরীণ সমস্যা নির্ণয় করতে এক্স-রে বর্তমানে একমাত্র উপায়। হাড় ভেঙে যাওয়া থেকে শরীরের অভ্যন্তরে কোনও অসামঞ্জস্যতা থাকলে তা নির্ণয় করা যায়।

এক্স রে’র যেমন অনেক উপকারি দিক আছে, তেমনি এর ক্ষতিকর দিকও আছে। এটা আমরা হয়তো জানি-ই না।আমরা কোন কিছু হলেই ভাবি একটা এক্স রে করিয়ে দেখি তো, শরীরে কি সমস্যা। এইরকম মানুষজনের অভাব নেই। চারদিকে লাখে লাখে আছে।

যদিও বেশি এক্স-রে শরীরে প্রবেশ করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে।রেডিয়েশন থেরাপি ক্যানসার আক্রান্ত কোষের ডিএনএ ভাঙনের মাধ্যমে ক্যানসার কোষ ধ্বংস করে থাকে।কিন্তু এই রেডিওগ্রাফির ফলে আবার সুস্থ কোষের ডিএনএ ধ্বংস হবার সম্ভাবনাও থাকে।

চিকিৎসকদের মতে, সুস্থ দেহে অত্যাধিক পরিমাণ এক্স-রে প্রবেশ করলে তা ক্যানসার কমিয়ে না দিয়ে বৃদ্ধি ঘটায়।

এক্স রে হল মূলতঃ এক প্রকার ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এটা আমাদের শরীরে ডিএনএ তে পরিবর্তন ঘটায়। ফলে এটা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় । গবেষনায় দেখা গেছে এক্স রের রেডিয়েশন থাইরয়েড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার এবং লিউকুমিয়া ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই বিশ্বস্বাস্থ্য সংস্থা এক্সরেকে ক্যান্সার ঘটার কারণ হিসেবে শ্রেনীবিভাগে করছে।

এক্স-রে, এমআরআইসহ নানা ধরনের মেডিক্যাল চেকআপ করাতে গিয়ে মানুষজন নিজের অজান্তেই শরীরে বয়ে নিয়ে আসছেন ঘাতক ব্যাধি বিশেষ। কোনও কারণে যদি কেউ নিয়মিত বা ঘন ঘন এক্সরে করেন, তার শরীরে রেডিয়েশন প্রবেশ করে চোখে ছানিপড়া, ক্যান্সার, গর্ভপাত, বন্ধ্যাত্ব, মাথার চুল পড়ে যাওয়াসহ নানান জটিল রোগের সৃষ্টি হয়। এমনকি গর্ভাবস্থায় এটি হলে গর্ভস্থ শিশু বিকলাঙ্গ কিংবা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা নিয়েও জন্মগ্রহণ করার ঝুঁকিতে থাকে।

রেডিওগ্রাফারদের নিষেধ সত্ত্বেও রোগীর সঙ্গে আসা স্বজনরা ঢোকেন এক্স-রে কক্ষে। তারা নিজেরাও জানেন না যে, নিজেদের অজান্তেই তারা শরীরে বহন করে নিয়ে যাচ্ছেন ঘাতক ব্যাধির লক্ষণ।

লন্ডনে এমনও রয়েছে এক্স-রে কক্ষে ঢোকার আগেই রেডিয়েশন লেভেল চেক করে দেখা হয়। আবার বের হওয়ার সময়ও চেক করা হয়। আমাদের দেশে তো সে রকম সম্ভব না। কিন্তু যতটুকু পারা যায়, সেটুকুই মানা উচিত।

Zannatul Ferdous

Instructor of Physics

Daffodil Polytechnic Institute

Cyber Security-01

সবার জন্য সাইবার নিরাপত্তা

সাইবার সিকিউরিটির ধারনা

আগের দিনে আমাদের মূল্যবান সম্পত্তি বলতে টাকা-পয়সা, গহনা এগুলোকেই বুঝানো হত। মানুষ তাদের এইসব সম্পত্তি গোপনীয় কোন স্থানে সংরক্ষণ করে রাখতো৷ অথবা বড় কোন তালা বা লকারের মাধ্যমে লুকিয়ে রাখত। যাতে করে কেউ তাদের এই গুরুত্বপূর্ণ সম্পত্তি চুরি করতে না পারে। 

বর্তমানে মানুষের গুরুত্বপূর্ণ সম্পত্তি বলতে তাদের নিজেদের তথ্য, ফাইল বা ডকুমেন্টস কে বুঝায়। এইসব ডকুমেন্টস মানুষ আগের দিনে কাগজে লিখে রাখত বা ফটোকপি করে না প্রিন্ট করে রাখত। কিন্তু এখন মানুষ তাদের তথ্য, ফাইল বা ডকুমেন্টস ইন্টারনেটে সংরক্ষণ করে রাখে৷ 

কিন্তু ইন্টারনেটেও মানুষের তথ্য বা ডকুমেন্টস চুরি হাওয়ায় সম্ভাবনা আছে৷ হ্যাকার বা চুরেরা যাতে আমাদের তথ্য  চুরি করতে না পারে এই জন্য আমরা অনেক ধরনের লক বা সিকিউরিটি ব্যবহার করে থাকি। আমাদের তথ্য, ফাইল বা ডকুমেন্টস রক্ষা করার জন্য। ইন্টারনেটের ভাষায় যাকে আমরা বলি সাইবার সিকিউরিটি।  

সাইবার সিকিউরিটি কী?

যে কোন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তিগত তথ্য আমরা ইন্টারনেটে রাখতেই পারে। কিন্তু সেই সব তথ্য যারা ইন্টারনেট ভিত্তিক চুর আছে তারা চুরি করতে পারে৷ যাদের কে আমরা হ্যাকার বলি। সেই হ্যাকাররা এইসব গুরুত্বপূর্ণ, গোপনীয় ডাটা গুলোকে চুরি করে ছড়িয়ে দিতে পারে সবার কাছে৷ অথবা সেইসব তথ্য নষ্ট করে দিতে পারে।  ইন্টারনেট ভিত্তিক তথ্য, ফাইল বা ডকুমেন্টসকে খারাপ মানুষের হাত থেকে রক্ষা করার জন্য বা যাতে কেউ চুরি না করতে পারে, এই জন্য আমরা যে লক সিস্টেম ব্যবহার করি বা পাসওয়ার্ডের মাধ্যমে আমাদের ফাইল গুলোকে রক্ষা করি। তাকেই মূলত সাইবার সিকিউরিটি বলে। অথবা আমারা বলতে পারি, যে কোন তথ্য বা নেটওয়ার্কের নিরাপত্তা প্রদান করা কেই সাইবার সিকিউরিটি বলে। 

সাইবার সিকিউরিটি কেন দরকার

বর্তমানে আমরা সবাই কোন না কোন ভাবে ইন্টারনেটের সাথে যুক্ত। বন্ধুদের সাথে কথা বলা, ছবি শেয়ার করা, ঘুরতে যাওয়া সব মুহুর্ত গুলো আমারা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে থাকি। আমাদের প্রতিটি ভাল লাগা খারাপ লাগা ইন্টারনেটে শেয়ার করে থাকি৷ এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে শেয়ার করে থাকি যেমন নিজেদের ফোন নাম্বার,  ইমেইল ঠিকানা, নিজেদের ঠিকানা, আইডি কার্ডের নাম্বার ইত্যাদি।  যার ফলে আমাদের প্রতিটি তথ্য ইন্টারনেটে চলে যাচ্ছে। ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে যে কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, হাসপাতাল, শিল্প-কারখানার তথ্যও তারা ইন্টারনেটে সংরক্ষণ করে রাখে। ইন্টারনেটে থাকা আমাদের প্রতিটি তথ্য চুরি হাওয়ায় সম্ভাবনা থাকে। ইন্টারনেট ভিত্তিক যে কোন তথ্য চুরি বা তথ্য নষ্ট করে দেওয়াকে আমারা হ্যাকিং বলে থাকি। 

কেন সাইবার সিকিউরিটি এতো গুরুত্বপূর্ণঃ

  • আমাদের ব্যক্তিগত কম্পিউটারে থাকা সব file, Documents, photo কে রক্ষা করা
  • সরকারি প্রতিষ্ঠানের documents, file কে চুরি বা নষ্ট করার হাত থেকে রক্ষা করা। 
  • ব্যংক বা বীমা প্রতিষ্ঠান থেকে যাতে কেও টাকা চুরি করতে না পারে বা তাদের তথ্য চুরি করতে না পারে সেই জন্য সাইবার সিকিউরিটি দরকার। 
  • বর্তমান সময়ে বেশির ভাগ প্রতিষ্ঠান তাদের তথ্য ইন্টারনেট ভিত্তিক সার্ভারে সংরক্ষণ করে রাখে৷ সেই সার্ভারকে নিরাপদ রাখার জন্যও সাইবার সিকিউরিটি দরকার। 

হ্যাকিং কি, কেন, কীভাবে হয়

সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে হলে আমাদের হ্যাকিং সম্পর্কে ধারনা থাকাটা জরুরী। ইন্টারনেট ভিত্তিক যে কোন তথ্য বা ডকুমেন্টস মালিকের অনুমতি ব্যাতিত ব্যবহার করা বা নষ্ট করে দেওয়া কেই হ্যাকিং বলা হয়। 

হ্যাকিং কেন হয় এটা আমারা সুন্দর একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। ধরুন আপনি একটা বাড়ি তৈরি করলেন। সে বাড়িতে আপনি কোন তালা না লক সিস্টেম ব্যবহার করলেন না, বা এমন তালা বা লক সিস্টেম ব্যবহার করলেন যা সবাই খুলতে পারবে। সেই বাড়িতে আপনি আপনার গুরুত্বপূর্ণ সম্পত্তি রেখে দিলেন। ধরুন আপনার বাড়ির আসেপাশে অনেক খারাপ মানুষ আছে যারা আপনার বাড়িতে ঢুকে আপনার সব সম্পত্তি চুরি করে নিল। তাহলে আমরা বলতে পারি যে আপনার সেই বাড়িতে সিকিউরিটি সিস্টেম দূর্বল ছিল, যার কারনে চুর খুব সহজে বাড়িতে ঢুকে সব কিছু চুরি করে নিয়েছে। 

এই পূরো উদাহরণ টা কে আমরা ইন্টারনেটের সাথে তুলনা করতে পারি। ইন্টারনেটের প্রতিটা একাউন্টকে আমরা একেকটা বাড়ির সাথে তুলনা করতে পারি। যদি আমাদের একাউন্টের লক বা সিকিউরিটি সিস্টেম দূর্বল থাকে তাহলে যে কেও আমাদের একাউন্ট থেকে তথ্য চুরি করতে পারবে। 

আমাদের একাউন্ট থেকে ইন্টারনেটের মাধ্যমে যাতে কেও তথ্য চুরি করতে না পারে,  এই জন্য আমরা আমাদের একাউন্টে শক্তিশালী লক বা পাসওয়ার্ড সিস্টেম ব্যবহার করে থাকি। সাইবার সিকিউরিটি মূলত আমাদের বলে দেয় কীভাবে আমাদের তথ্যকে ইন্টারনেটের চুরির হাত থেকে রক্ষা করতে পারি৷ সাইবার সিকিউরিটি যে শুধু মাত্র আমাদের ব্যক্তিগত তথ্য রক্ষার জন্য ব্যবহার করা হয়, তা কিন্তু নয়। ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে, যে কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, হাসপাতাল, শিল্প-কারখানা  সব জায়গায় তথ্য চুরির সম্ভাবনা থাকে। সেই জন্য এইসব প্রতিষ্ঠানেও সাইবার সিকিউরিটি দরকার৷ 

সাইবার সিকিউরিটি প্রকারভেদঃ

১. তথ্য নিরাপত্তাঃ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যাতে করে কেও অনুমতি ব্যাতিত ব্যবহার বা নষ্ট করতে না পারে তার জন্য যে সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা হয় তাকেই মূলত তথ্য নিরাপত্তা বলে।

২. অ্যাপলিকেশন সিকিউরিটিঃ অ্যাপলিকেশনের ত্রুটির কারণে আমাদের তথ্য বা ইনফরমেশন চুরির প্রবল সম্ভাবনা থাকে৷ অ্যাপলিকেশন ডিজাইন, ডেভেলপমেন্ট, ইইনস্টলেশন, আপগ্রেড পর্যায়ে ত্রুটির কারণে সৃষ্টি দূর্বলতা থেকে অ্যাপলিকেশনকে রক্ষা করা৷ 

৩. নেটওয়ার্ক সিকিউরিটিঃ আমাদের বেশির ভাগ হ্যাকিং না চুরি নেটওয়ার্ক এর মাধ্যমে হয়ে থাকে। সাধারণত ডাটা ট্রান্সফারের সময় নেটওয়ার্কের মাধ্যমে তথ্যের যে চুরি হয়, সেইটার হাত থেকে নেটওয়ার্ককে সুরক্ষিত রাখাকে নেটওয়ার্ক সিকিউরিটি বলে। 

৪. ক্লাউড সিকিউরিটিঃ ক্লাউড সাধারণত কোন file, documents, data স্টোর করার জন্য ব্যবহার করা হয়। সেই স্টোরকৃত file, documents, data যদি কোন দুর্বল ক্লাউডে স্টোর করা হয় তখন তা চুরি হবার সম্ভাবনা থাকে। ক্লাউড থেকে যাতে কোন কিছু চুরি না হয়, সেই জন্য যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় তাকেই ক্লাউড সিকিউরিটি বলে৷ 

সাইবার সিকিউরিটির ক্যারিয়ার

দেশ ও দেশের বাইরে সাইবার সিকিউরিটির প্রচুর পরিমানে চাকুরী রয়েছে, যেখানে প্রচুর পরিমানে দক্ষ সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট দরকার। আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, হাসপাতাল, শিল্প-কারখানা সব জায়গাতে সাইবার সিকিউরিটি দরকার। সাধারণত অভিজ্ঞতা অনুযায়ী সাইবার সিকিউরিটি স্পেশালিষ্টদের বেতন হয়ে থাকে। তবে একজন মিড লেভেল সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট এর বেতন ৪০,০০০ হাজার থেকে ৬০,০০০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে৷ আরো বিস্তারিত বলতে গেলে একজন সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট বছরে ১০ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে।  দেশ ও দেশের বাইরে সাইবার সিকিউরিটির অনেক চাকুরী রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সিংগাপুরের একটা রিপোর্ট অনুযায়ী, তাদের এই মূহুর্তে ১০-১৫ হাজার সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট দরকার। কিন্তু তাদের কাছে মাত্র ২-৩ হাজার সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট আছে৷ সুতরাং খুব সহজেই বুঝা যাচ্ছে, দেশ ও দেশের বাইরে অনেক সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট দরকার। এমন কি অনেক জব ফিল্ডও রয়েছে এই সেক্টরে। 

সুতরাং আমরা বলতে পারি বর্তমান প্রেক্ষাপটে সাইবার সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। যেখানে ১-১.৫ বছর সময় দিলেই সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট হিসেবে ক্যারিয়ার গড়া সম্ভব।  

KH Mehedi Hasan

Instructor

Daffodil Polytechnic Institute

DEEP FOUNDATION

DEEP FOUNDATION-Types of foundation & foundation materials

  • Deep foundations are those founding too deeply below the finished ground surface for their base bearing capacity to be affected by surface conditions, this is usually at depths >3 m below finished ground level.
  • Deep foundations are used when there are weak soils near the surface or when loads are very high, such as very large skyscrapers.
  • Deep foundations derive their support from deeper soils or bedrock.

        Fig: Deep Foundation

                          

Fig: Layer of foundation surface

                                  

Fig : High building foundation

                 

TYPES OF DEEP FOUNDATIONS

1.PILE FOUNDATIONS:

Piles used as a foundation for structure

                              

Piles are relatively long, slender members that transmit foundation loads through soil strata of low bearing capacity to deeper soil or rock strata having a high bearing capacity.

Pile caps are thick slabs used to tie a group of piles together to support and transmit column loads to the piles. 

  • PILE Foundation :

In addition to supporting structures, piles are also used to anchor structures against uplift forces and also to assist structures in resisting lateral and overturning forces.

Types of Piles:

a. Based on method of installation:

  • Driven piles (displacement piles): made of steel, pre-stressed concrete, timber, or composite.
  • Bored piles (replacement piles): Augured and cast in-situ.
  • Other piles: Sheet-pile, Micro piles, Suction Piles, Vibrated Stone Columns, Anchor Piles, Fender piles, Batter Piles etc.

   b. Based on method of Materials: Steel, Timber, Plastic, Composite

   c. Based on installation technique :

  • Cast in situ Piles
  • Precast Piles

DRIVEN OR DISPLACEMENT PILES

    

Advantages:

  • May be inspected for quality and soundness before driving
  • Not liable to squeezing or necking
  • Construction not affected by ground water
  • Can be left protruding above G.L.(useful in marine structures)
  • Can withstand high bending and tensile stressed
  • Can be driven in long lengths

Disadvantages:

  • Unjointed types cannot easily be varied in length.
  • May break during driving
  • Uneconomic if the design is governed by driving stresses rather than working stresses
  • Noise and vibration during driving
  • Displacement of soil may affect adjacent structures
  • Cannot be driven in situations of low head room

  BORED OR REPLACEMENT PILES

  Advantages:

  • Length can be varied, very long lengths possible
  • Removed soil can be compared with design data
  • Penetration tests can be carried out in boreholes
  • Very large bases can be possibly formed
  • Drilling tools can break up boulders, obstructions,
  • Little noise and vibration during construction
  • No ground heaves 

  Disadvantages:

  • Piles liable to squeezing and necking in soft soil
  • Special techniques required for concreting in water bearing ground
  • Concrete cannot be inspected after installation
  • Enlarged bases cannot be formed in collapsible soil
  • Cannot be easily extended above ground
  • Boring may cause instability and settlement of adjacent structures

Fig : Bored Pile Construction

                                   

OTHER PILES _ Sheet Piles  :

It is rarely used for vertical support rather it is preferable for retaining soil that is liable to escape the area required for some foundation and protect it from the action of running water of leakage.

OTHER PILES _ Anchor Piles :

Provide anchorage against horizontal pull from sheet piling.

OTHER PILES _ Fender Piles :

A pile driven into the bottom of a body of water near a berth to protect the pier or jetty against damage by incoming vessels.

OTHER PILES _ Batter Piles :

A pile driven at an angle to the vertical.

02. CAISSONS :

The word caisson is derived from Latin capsa [1] which means box or case.

Caissons denotes watertight structures which are constructed in connection with the excavation for foundations of bridgespiers, abutments in river and lake dock structure, foreshore protection etc. The caisson remains in its pose and thus ultimately becomes as integral parts of the permanent structure. It can be made up of wood, steel or reinforced concrete etc.

When Caisson is Required :

  • When the soil contains large boulders, which obstruct penetration of piles.
  • When a massive substructure is required to extend to or below the rear bed to provide resistance against destructive forces due to floating objects and score etc.
  • When the foundation is subjected to a large lateral load.
  • When the depth of water level in the river and sea is high.
  • When there are river forces included in the load compositions.
  • When the load is needed to carry at the end, caissons are preferred.
  • When the present groundwater level is aggressive inflow, caissons are suitable.

CAISSONS _ Construction Diagram

Advantages:

  • Caissons are economic.
  • It is environment-friendly. There are slightly less sound pollution and reduced vibration.
  • It is easily adaptable to varying underwater soil conditions.
  • Caisson has high horizontal and lateral loading capacity.
  • Minimum handling equipment is required for placement of reinforcement cage.
  • It is sometimes used in types of soils where driving pile could not penetrate.
  • Caissons can be reached to great depths.
  • There is a direct and effortless way to go to the bottom of caissons to remove any kind of obstruction.
  • Quality control of pneumatic caisson is good as it is built on dry conditions.

Disadvantages:

  • The construction procedure is extremely sensitive and troublesome.
  • It is not good for polluted sites.
  • It needs expert engineers to design the construction.
  • There is lack of qualified workers.
  • The workers may suffer from giddiness, breaking of eardrums, bursting of blood vessels in the nose or ears and end up in paralytic death which is known as caisson disease.
  • As the pouring of concrete is done underwater, it may not be satisfactory.
  • The help of divers may be required.

COFFER DAM :

A cofferdam is a temporary structure designed to keep water and/or soil out of the excavation in which a bridge pier or other structure is built. When construction must take place below the water level, a cofferdam is built to give workers a dry work environment. Sheet piling is driven around the work site, seal concrete is placed into the bottom to prevent water from seeping in from underneath the sheet piling, and the water is pumped out.

The word “cofferdam” comes from “coffer” meaning box, in other words a dam in the shape of a box.

COMPONENTS :

  • Sheet piling
  • Bracing frame
  • Concrete seal
  • Bearing piles

ADVANTAGES :

  • Allows excavation and construction of structures in otherwise poor environment .
  • Provides safe environment to work
  • Contractors typically have design responsibility
  • Steel sheet piles are easily installed and removed
  • Materials can typically be reused on other projects

DIFFERENCE BETWEEN COOFER DAM AND CAISSONS :

Caissons are the permanent structures and also water tight boxes which act as a substructure in the main construction.

Where as cofferdams are also water tight boxes but these are temporary structures built during under water constructions.

Photo (All) – Google

Writer

Shanta Islam

Instructor

AIDT & Architecture Department

Daffodil Polytechnic Institute

brick-01

ইট

যে সকল সামগ্রী দিয়ে বিভিন্ন নির্মাণ কাজ করা হয় তাকে নির্মাণ সামগ্রী বলা হয়। ইট নির্মাণ সামগ্রীর একটি গুরুত্বপূর্ণ নির্মাণ সামগ্রী। ইট হল এক ধরনের ব্লক যা দেয়াল, ফুটপাথ এবং রাজমিস্ত্রির অন্যান্য উপাদান নির্মাণে ব্যবহৃত হয়। সাধারণ ইট পাঁচ প্রকার । যথা-  প্রথম শ্রেণীর ইট, দ্বিতীয় শ্রেণীর ইট, তৃতীয় শ্রেণীর ইট, জামা ইট, পিকেড জামা ইট। ইট সনাক্তকরণ পদ্ধতি:-

  • ১ম শ্রেণীর ইট সনাক্তকরণ পদ্ধতি:– ইটের সাইজ এবং রং সমরুপ হবে,সর্বত্র সমানভাবে পোড়ানো থাকে,পর¯পর আঘাত করলে পরিস্কার টন টন শব্দ হবে, কোন চির  বা ফাটল থাকবে না, তিন ফুট উপর থেকে একটি ইট আরেকটির উপর ফেলে দিলে সহজে ভাঙ্গে না, পানিতে ডুবালে শোষণ ক্ষমতা ১৫% বেশি হয় না।
  • ২য় শ্রেণীর ইট সনাক্তকরণ পদ্ধতি:- ইহা ১ম শ্রেণীর ইটের মতোই রং এবং শক্ত কিন্তু সাইজ এবং আকৃতি কিছুটা অসমান এবং ইটের তল অমসৃণ থাকে। ইট কম পোড়ানো থাকে, শব্দ তীক্ষè নয়,ইটরে গায়ে ফাটল থাকে,পানিতে ডুবালে শোষণ ক্ষমতা ১৫% বেশি হবে।
  • ৩য় শ্রেণীর ইট সনাক্তকরণ পদ্ধতি:- এই ইট পর্যাপ্ত পরিমাণে পোড়ানো থাকে না এবং গুণাগুণ নিম্নমানের, সহজে ভেঙে যায়, ঠন ঠন শব্দ হয় না,পানির শোষণ  ক্ষমতা ২৫% এর বেশি হবে।
  • ঝামা ইট:- অতিরিক্ত তাপে পোড়ানো ইট সাধারণত কালো এবং ফাঁপা থাকে। এই সকল ইটকে ঝামা ইট বলে।
  • পিকেড ইট:- ইহা সাধারণত বেশি তাপমাত্রায় পোড়ানো ইট যাহা ১ম শ্রেণীর ঝামা ইটৈর মধ্যবর্তী পর্যায়ে থাকে এই ধরনের ইটকে পিকেড ইট বলা হয় । ১ম শ্রেণীর ইটের চেয়ে অধিক তাপমাত্রায় পোড়ানো ইট । ১ম শ্রেণীর ইটের চেয়ে শক্ত ইট। ইটের আঘাতে তীক্ষè শব্দ হবে । ইট উপর থেকে ফেললে ভাঙ্গবে না। ইটের ধারগুলো আঁকাবাঁকা এবং পিঠাগুলো অসমতল হবে।

বিভিন্ন কাজে ইটের ব্যবহার । যথা- ১ম শ্রেণীর ইট- স্থায়ী নির্মাণ কাজে ।২য় ও ৩য় শ্রেণীর ইট- বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং অস্থায়ী শেখ  নির্মাণ কাজে কিছুটা ব্যবহার করা হয়। পিকেড ইট- ইহা কনক্রিটের খোয়া তৈরির কাজে ব্যবহৃত হয়।

ফিল্ডে বা সাইডে ইটের গুণাগুণ পরীক্ষা:- একটি ইটকে আরেকটি ইট দিয়ে আঘাত করলে ভাল ইট ঠন ঠন শব্দ করে। দুইটি ইট হাতে নিয়ে ইংরেজি ঞ আকৃতিতে ৬ ফুট উঁচু হতে ফেললে ১ম শ্রেণীর ইট ভাঙ্গবে না। উওম ইটের গায়ে বা তলে হাত দিয়ে আচর কাটলে দাগ পড়বে না। অগ্নিপ্রতিরোধী হবে। একটি ইটকে পানিতে ভিজালে যদি বুদবুদ শব্দ সহকারে বেশ পরিমাণ পানি শোষণ করে নেয় এবং পানি ঘোলাটে হয় তাহলে উওম ইট নয়। ইট ভেঙ্গে টুকরা করা হলে ইটের টুকরা গুলোর রং দেখতে যদি একই রকম হয় তবে ভাল ইট।

উচিংলা মারমা

ইন্সট্রাক্টর

ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট।

The Storyteller-01

The Storyteller

Walter Benjamin, a German-Jewish critic, and philosopher overpraised the art of storytelling and its value more than anything. At the same time, he conveys his greatest disappointments by saying that with the passage of time, our distance from the storyteller is increasing, and the art of storytelling is coming to an end.            

Walter Benjamin, as a modernist writer, has a tendency to analyze the modern issue in older debates. In “The Storyteller” essay, he states modern situations like how the war, technological revolution(press), and the rise of “new information” are seizing past phenomena and wisdom. According to him, telling stories is a craft that is vanishing as the changes like industrialization and other in the society is taking place so rapidly that experience from the past has no effect on the present. Storytelling stems from experience. He quotes a German saying,” When someone goes on a trip, he has something to tell about.” To clarify this maxim, he points out that people enjoy stories from a man who has seen and experienced many things rather than a man who stays home leading an honest living. He glorifies the storytellers because they have counsel for their readers, and the counsel woven into the fabric of real life is wisdom. He shows his dissatisfaction with modern society as they regard having counsel as old-fashioned and also indicates the reason for this is the decrease of communicability of experience. He criticizes and also says that, except for storytelling, another genre like novels depends only on information based on books, not on wisdom. The novelist himself is uncounseled and can not counsel others. I sincerely oppose this statement. The novelists also are counseled and can counsel others. Everything like the place, people, life, birds, sky, weather, dialogues, history, culture, philosophy, and poetry, that creates emotions can tell stories. All these things are interconnected. For example, the essay “Rajbondir Jobanbondi” by Kazi Nazrul tells the story of a jailbird, derives emotions, and has the potential to absorb an audience.

On the other hand, Robindranath’s “Sesher Kobita” shows us life experiences, life stories, poetry, prose, and witty dialogues, and these are not “information” but the wisdom of the novelist. This shows that literature is the essence of the story. It also gives the right to the audience to interpret the story’s psychological terms according to their perspective. It does not inject any pressure or make them memorize information about protagonists or novelists. However, according to Benjamin, storytelling is only a skilled form of communication that directly does not convey information; instead, it lets the readers interpret the message according to their understanding, making its appearance unique. He specifically mentions the rise of information because of the availability of the newspaper or printing press surrounding us with enormous information, which is scary because no one knows what type of new information may appear, and it may harm the spirit of storytelling. However, this availability actually has helped people to spread knowledge and wisdom all over the world.

Finally, we can say that The storyteller essay is one of the finest essays by Benjamin, demonstrating his outstanding choice of words and intelligence though his idea is quite biased. This essay officiates the modern way of writing, which is a great article to read.

Zareen Tasneem

Instructor

Daffodil Polytechnic Institute

Button _Attach Machine Operation-01

বাটন এটাচ মেশিন অপারেশন(পার্ট-০1)

বাটন এটাচ মেশিন অপারেশনঃ

এই ব্লগটি (পার্ট-০১) সম্পন্ন করার পর একজন শিক্ষার্থী বাটন এটাচ মেশিন দ্বারা সেলাইয়ের জন্য প্রয়োজনীয় তাত্ত্বিক ও ব্যবহরিক দক্ষতা অর্জন করতে পারবে। সেলাইয়ের জন্য বাটন এটাচ মেশিন প্রস্ত্তুত করণ, মেশিনের যন্ত্রাংশ সেট করণ এই ব্লগ এর অন্তর্ভূক্ত।

                        

লক্ষ্য ও উদ্দেশ্যঃ

১.তৈরি পোশাক শিল্প (আর এম জি) কর্মক্ষেত্রে পোশাক তৈরিতে বাটন এটাচ সংশ্লিষ্ট প্রোপারটিজ, কম্পোনেন্ট ও যন্ত্রপাতির ধারনা লাভ ওব্যবহার করতে পারবে।

২.আর এম জি কর্মক্ষেত্রে হেলথ, সেফটি অ্যান্ড ইথিকস প্রাকটিস এর জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে।

৩. বাটন এটাচ সেলাইয়ের জন্য বাটন এটাচ মেশিন প্রস্ত্তুত করণ, মেশিনের যন্ত্রাংশ সেট করণ জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে।

প্রত্যাশিত শিখনফলঃ (1) কাজের জন্য প্রস্ত্তুতি গ্রহন করতে পারবেঃ-

পারদর্শিতা নির্ণায়ক / মানদন্ড

২.১ অপারেশন ম্যনুয়াল অনুযায়ী মেশিন পরিষ্কার করবে।
২.২ মেশিনের যন্ত্রাংশ চেক করবে।
২.৩ ম্যাটারিয়ালস, কাস্টমারের চাহিদা ও সুয়িং ম্যনুয়েল অনুযায়ী বাটন এটাচ সেলাইয়ের ধরণ নির্বাচন করবে।
২.৪ বাটন ডিসটেন্স নির্ধারণ করবে।
২.৫ বাটনহোল টাইপ সেট করবে।
২.৬ সেলাইয়ের টেনশন, এস পি আই ও ব্লেড শার্পনেস চেক করবে।

প্রত্যাশিত শিখনফলঃ (2) বাটন এটাচ সেলাইয়ের মেশিন সেট করতে পারবেঃ-

পারদর্শিতা নির্ণায়ক / মানদন্ড

২.১ অপারেশন ম্যনুয়াল অনুযায়ী মেশিন পরিষ্কার করবে।

২.২ মেশিনের যন্ত্রাংশ চেক করবে।

২.৩ ম্যাটারিয়ালস, কাস্টমারের চাহিদা ও সুয়িং ম্যনুয়েল অনুযায়ী বাটন এটাচ সেলাইয়ের ধরণ নির্বাচন করবে।

২.৪ বাটন ডিসটেন্স নির্ধারণ করবে।

২.৫ বাটনহোল টাইপ সেট করবে।

২.৬ সেলাইয়ের টেনশন, এস পি আই ও ব্লেড শার্পনেস চেক করবে।

সোর্সঃ গুগল উইকিপিডিয়া ও বিকিউএফ

Asfakur Rahman Togor

Instructor (Textile & GDPM)

Department of Textile Engineering

Daffodil Polytechnic Institute, Dhaka.                                      

How To Build Terrazo Flooring For Aesthetic Work-01

টেরাজো ফ্লোরিং নির্মাণ করার পদ্ধতি

টেরাজো ফ্লোরিং : সাধারণত পাথরের পরিবর্তে যদি মার্বেল পাথরের ছোট ছোট দানা বা খ- দিয়ে মেঝের পৃষ্ঠ তৈরি করা হয , তখন সেই কৃত্রিম পাথরের মেঝেকে টেরাজো ফ্লোরিং বলে । এই ধরনের মেঝে দেখতে সুন্দর এবং ঘর্ষণজনিত ক্ষয় প্রতিরোধী বলে বর্তমানে এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে । আবাসিক ভবন , অফিস , স্কুল , হাসপাতাল , ব্যাংক ইত্যাদি জায়গায় এই মেঝে ব্যবহকৃত হয়। এটিকে ডেকোরেটিভ মেঝেও বলে।

সাদা অথবা রঙিন সিমেন্ট এবং বিভিন্ন রং এর মার্বেল পাথরের ছোট দানা বা খ- ১ : ৩ অনুপাতে মিসিয়ে  সিসি ফ্লোরের নিয়মে প্রস্তুতকৃত কংক্রিট বেইজের উপরের ৩৪ মিমি পুরু সিমেন্ট কংক্রিট ( ১ : ২ : ৪ ) এর স্তর স্থাপন করে এর উপরে ৬ মিমি পুরু মার্বেল পাথর কুচির টপিং নির্মাণ করাকে টেরাজো ফ্লোরিং বলে ।

নির্মাণ পদ্ধতি : কংক্রিট বেইজের উপর টপিং বা ফ্লোরিং নির্মাণের পূর্বে সমস্ত জায়গাটিকে এলুমিনিয়াম , ব্রাস বা কাচের সরু পাত দ্বারা কতগুলো ছোট ছোট প্যানেলে বিভিন্ন ডিজাইনে বিভক্ত করা হয়। একে সেপারেটরও বলে । সেপারেটর পাতের চওড়া ১.৫ থেকে ২ মিমি এবং উচ্চতা ফ্লোর এর চেয়ে সামান্য বেশি হবে , যাতে টপিং তৈরি এবং ঘষার পরে একই সমতালে থাকতে পারে । কংক্রিট বেইজের উপরিভাগের ধূলা বালি পরিষ্কার করে পানি দ্বারা ভিজাতে হবে । ভিজা পৃষ্ঠ সিমেন্ট গ্রাউড করে ১ : ২ : ৪ অনুপাতের মসলা দ্বারা অলটারনেট প্যানেলগুলোর ঢালাই এর কাজ সমাধান করতে হবে । উপরিতল শক্ত হলে টেরোজো মিশ্রণ ( পাথর কুচি , সিমেন্ট এবং পানি ) বিছিয়ে সমতল করে দিতে হবে । রোলিং এবং টেম্পিং কাজ চলাকালীন সময়ে কিছু মার্বেল দানা ছড়িয়ে  দেওয়া যেতে পারে । যাতে মেঝের ৪০ % জায়গাতে মার্বেল দানা দেখা যায় । পাট্টা ও কর্ণিক দ্বারা সমতল করে ১২ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত শুকাতে দেওয়া হয় ।শুকানোর পর ২ – ৩ দিন পর্যন্ত কিউরিং করা হয় ।

মেঝে ঢালাই এর ৭ দিন পর ঘষার কাজ আরম্ভ করতে হয় । ঘষার জন্য যে কৃত্রিম পাথর ব্যবহার করা হয় তাকে কার্বোরেন্ডাম ( Carborundum ) বা ঘষা পাথর বলে । তিন প্রকার ঘষা পাথর পাওয়া যায়  । যেমন- মোটা , মাঝারি এবং সরু দানার পাথর । প্রথমে মেঝেকে পানি দ্বারা ধুয়ে পানি সহযোগে মোটা দানার ( ৬০ নং ) পাথর দ্বারা ঘষতে হবে । কোথাও বেশি ঘষা হলে অথবা ছিদ্র অথবা গর্ত দেখা দিলে একই রংয়ের ঘন সিমেন্ট গ্রাউট প্রয়োগ করতে হবেসরু দানার পাথর দ্বারা মেঝে ঘষা শেষ হলে মেঝেকে ভালভাবে পানি দ্বারা ধুয়ে ফেলতে হবে । তারপর অকজেলিক এসিডের পাতলা দ্রবণ ( এসিড + পানি ) মেঝেতে ছিটিয়ে দিয়ে কাঠের উশো দিয়ে মেঝে ঘষতে হবে ।

জয়ন্ত চন্দ্র

ইন্সট্রাকটর

সিভিল টেকনোলজি

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট

Types of SEO keywords-01-01

Types of SEO keywords

Keyword কি?

Search Engine Optimization (SEO) এ কী ওয়ার্ড এর ধরন কি কি ? বোঝর আগে কীওয়ার্ড কি? জেনেনেই একটি কীওয়ার্ড বা একটি ফোকাস কীওয়ার্ড হলো, এটি এমন একটি Word যা Website এর Page or Post এ থাকা সামগ্রীর বর্ণনা দেয় বা সেরা পোস্ট করে। কী ওয়ার্ড হল Search ওয়ার্ড যা কোন নির্দিষ্ট পৃষ্ঠার বা পেজ কে Rank করতে ব্যবহৃত হয়। সুতরাং যখন গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলিতে সেই কীওয়ার্ড বা বাক্যাংশ Search করে, তখন ঐ ওয়েবসাইটটিতে সেই পৃষ্ঠাটি খুঁজে পাওয়া এবং পেজটিকে সার্চ ইঞ্জিন পেজে শো করা। যে ওয়ার্ড বা বাক্যাংশ ব্যবহার করে কাজটি করা হয় তাকে আমরা Keyword বলে থাকি।

Keyword Research:

এক কথায় বলতে গেলে Search Engine এ কোন Word টি বেশি ব্যবাহার করা হচ্ছে, সেই Word টি খুজে বের করাই হোল Keyword Research।

যখন কেও কোন বিষয় সম্পর্কে জানতে চায় তখন সে Keyword লিখে Search Engine সার্চ দেয়। ওয়েবসাইটে কোন পোষ্ট দিতে হলে এমন Keyword বেছে নিতে হবে যেটি Search Engine এ অনেক এ সার্চ দেয়। বলতেগেলে বলতে হয়, যে Keyword এর Search Volume বেশি।একটি Word এর ভিহিন্ন অর্থ থাকতে পারে যেমনঃ- First। এই First এর আরো অনেক সমার্থক শব্দ রয়েছে earliest ,initial ইত্যাদি। এখন Research করে বের করতে হবে First এর কোন Word টি মানুষ বেশি ব্যাবহার করছে বা কোনটির Search Volume ভালো।

Keyword Resarch করার জন্য অনেক ধরনের Tools রয়েছে। যার মাধ্যমে সহজে  সঠিক Keyword টি খুজে পাওয়া যায়।

SEO এ কীওয়ার্ড এর ধরন কি কি ? আলোচনা করা হলঃ

1. Seed Keyword: আমরা জানি Seed শব্দের অর্থ হল বীজ। SEO এর ভাষায় সবচেয়ে সূক্ষ্ম বিষয় কে যখন Keyword হিসেবে বিবেচনা করে Search দেওয়া হয় তখন তাকে Seed Keyword বলা হয়। Seed Keyword কে Niche Keyword ও বলা হয়।

2. Single Keyword: যখন একটি মাত্র শব্দ কে লিখে Search দেওয়া হয় তখন তাকে Single Keyword বলে। যেমন ঃ First, slow, apple ইত্যাদি।

3. Multiple Keyword:  যে Keyword একের অধিক শব্দ লিখে Search দেওয়া হয় তখন তাকে Multiple Keyword বলে। যেমনঃ First Fox, Slow Ball ইত্যাদি।

4. Long tail Keyword:  যে Keyword মূল শব্দের পরে যখন একাধিক শব্দ যোগ করে Search দেওয়া হয় তখন তাকে Long tail Keyword বলে। যেমনঃ Polytechnic Institute in Dhanmondi.

5. Back tail Keyword: একটি মূল শব্দের আগে যখন একাধিক শব্দ যোগ করা হয় তখন তাকে Back tail Keyword বলে। যেমনঃ How to get apple.

6. Brand Keyword: যখন কোন প্রোডাক্ট বা সার্ভিস খোঁজার জন্য ব্যান্ড ইউজ করা হয় তখন একটা নির্দিষ্ট Brand এর নাম লিখে Search দেওয়া হয় তখন তাকে Brand Keyword বলে। যেমনঃ Apple mobile phone, Daffodil Polytechnic Institute।

7. Modifier Keyword: একটি সাধারণ শব্দের বদলে একই অর্থবোধক ভিন্ন শব্দ ব্যবহার করাকে Modifier Keyword বলে। যেমনঃ First এর বদলে Earliest ব্যবহার করা। এটা Page Ranking এ সহায়তা করে।

8. Service based Keyword: যখন কোন শব্দ দিয়ে কোন কাজের সেবা দেওয়া বা কোন পন্য বোঝায় তখন তাকে Service Based Keyword বলে। যেমনঃ Basic Computer Course, Food Provider  ইত্যাদি।

9. Product based Keyword: যখন কোন শব্দ দিয়ে কোন কাজের সেবা দেওয়া বা কোন পন্য বোঝায় তখন তাকে Service & Product Based Keyword বলে। যেমনঃ Computer Sell Point, Black Tea ইত্যাদি।

10. Geographical Keyword: ভৌগলিক কীওয়ার্ড (Geographical Keyword), কখনও কখনও জিও টার্গেটিং কীওয়ার্ড হিসাবে উল্লেখ করা হয়, এটি কোন ব্যবসায়ের, গ্রাহকগণ বা বিতরণ ক্ষেত্রের অবস্থান হতে পারে। কিছু এসইও গাইড এমনকি এটিকে স্থানীয় কীওয়ার্ড (Local Keyword) হিসাবে উল্লেখ করে। কোনও জায়গাকে ফোকাস করে । যখন কোন Word দিয়ে একটি নির্দিষ্ট স্থানকে(Location) বোঝায় তখন তাকে Geographical Keyword বলে। একই ওয়ার্ডের কিছু সুবিধা পরিলক্ষিত হয়।ভৌগলিক কীওয়ার্ডগুলি ব্যবসাকে আরও লক্ষ্যবস্ত এবং অধিক শ্রদ্ধা তৈরিতে সহায়তা করে।

কিছু কিছু ব্যবসা আছে যারা জিওগ্রাফিক্যাল কিবোর্ড ব্যবহার করে অধিক উপকৃত হয়-

  • Auto dealerships
  • Restaurants
  • Salons
  • Schools
  • Financial advisors
  • Plumbers
  • Electricians
  • Contractors
  • House cleaners
  • Doctors and specialists
  • Dentists

এছাড়াও অন্যান্য উদাহরণ হিসেবে বলা যায়।যেমনঃ Chinese food delivery in Boynton Beach, Florida,Nail salon in Atlanta, GA,Auto repair Brooklyn, Tax services Huntington Beach, Tea Service Mirpur, Dhaka, Bangladesh।

11. Demographic Keyword: যখন কোন Word দিয়ে নির্দিষ্ট একটা শ্রেণীকে বোঝায় তখন তাকে Demographic keyword বলে। যেমনঃ baby care centre, young man club।

12. Misspelled Keyword: কোন শব্দ যখন ভুল লিখে Search দেওয়া হয় তখন তাকে Misspelled Keyword বলে। এইটা এখন আর ব্যবহৃত হয়না, কারন আমরা যখন Googleএর Search Bar এ কিছু লিখি তখন Google সেই শব্দের বানান নিজেই ঠিক করে দিয়ে Search result দিয়ে থাকে।

13. Seasonal Keyword: যখন কোন Word দিয়ে একটি নির্দিষ্ট সময় বা ঋতুকে বুঝায় তখন তাকে Seasonal keyword বলে। এক্ষেত্রে Season এর নাম উল্লেখ করতে হয়না। যেমনঃ Raincoat , Sunglass।

14. Call to Action Keyword: এমন কোন Word যা মন্ত্রের মতো আকর্ষণ করে তখন তাকে Call to Action Keyword বলে। কল টু অ্যাকশন তাৎক্ষণিকভাবে প্রডাক্ট কে সেল বৃদ্ধিতে সহায়তা করে। যেমনঃ  Download, Buy, Sell, Call ইত্যাদি।

Call to action Keyword হল SEO এর জন্য সবচেয়ে দামী Keyword।

প্রত্যেকটা Service Page or Product Page এ একটা Call to Action Keyword থাকতেই হয়। যেমনঃ Subscribe Now, Register Now, Click Here ইত্যাদি।

15. Educational Keyword : যখন কোন শব্দ দিয়ে কোন কিছু শেখার চেষ্টা করা হয় তখন তাকে Educational Keyword বলে। যেমনঃ How to, What is ইত্যাদি।

লেঙ্থ অনুযায়ী কিওয়ার্ড কে আবার তিনটি ভাগে ভাগ করা যায়-

  • Short-tail keywords (also known as the head, broad, or generic keywords)
  • Mid-tail keywords
  • Long-tail keywords

ওয়েবসাইটের পেইজ এবং পোস্ট গুলিকে অপটিমাইজ করার জন্য বিভিন্ন কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করলাম। বলতে গেলে আরো অনেক ধরনের কিওয়ার্ড এই পৃথিবীতে আছে। বিজনেস এর ধরন অথবা সার্ভিস এর ধরন অনুযায়ী প্রত্যেকেই তার কিওয়ার্ড গুলিকে সেট করবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজটা সহজ হবে । সার্চ ইঞ্জিনগুলো খুব সহজেই যাতে তার কিওয়ার্ড অনুযায়ী ব্যবসাকে অডিয়েন্সের কাছে উপস্থাপন করতে পারে তার জন্য আমাদের কিওয়ার্ড ধারণা থাকা অত্যন্ত জরুরী। কোন ব্লগ বা পেইজ ক্রিয়েট করার পূর্বে যদি আমরা কিওয়ার্ড সম্পর্কে একটি সঠিক ধারণা নিতে পারি তাহলে খুব সহজেই একটি পেজকে সার্চ ইঞ্জিনে পেজ গুলিতে রেঙ্কে আনা সম্ভব। তাছাড়া কিবোর্ড এর ধরন যদি জানা থাকে তাহলে অডিয়েন্স তার নির্দিষ্ট প্রোডাক্ট বা সার্ভিসকে সহজেই খুঁজে পেতে পারবে।

মুহাম্মাদ সহিদুল ইসলাম

ইনস্ট্রাক্টর(কম্পিউটার)

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সস্টিটিউট

Communication-01

ব্যবসায়িক যোগাযোগ ব্যবস্থা

ব্যবসায়িক যোগাযোগ হল একটি কোম্পানির মধ্যে এবং বাইরের লোকেদের মধ্যে তথ্য ভাগ করে নেওয়ার প্রক্রিয়া। কার্যকরী ব্যবসায়িক যোগাযোগ হল কিভাবে কর্মচারী এবং ব্যবস্থাপনা সাংগঠনিক লক্ষ্যে পৌঁছানোর জন্য যোগাযোগ করে। এর উদ্দেশ্য হল সাংগঠনিক অনুশীলন উন্নত করা এবং ত্রুটিগুলি হ্রাস করা ।

ব্যবসায়িক যোগাযোগের প্রকারভেদ:

  1. অভ্যন্তরীন যোগাযোগ
  2. বাহ্যিক যোগাযোগ

অভ্যন্তরীন যোগাযোগ

একটি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগকে “অভ্যন্তরীণ যোগাযোগ” বলা হয়। এটি একটি সংস্থার মধ্যে সমস্ত যোগাযোগ অন্তর্ভুক্ত করে। এটি অনানুষ্ঠানিক, আনুষ্ঠানিক ফাংশন বা বিভাগ হতে পারে যা কর্মীদের বিভিন্ন আকারে যোগাযোগ প্রদান করে। কার্যকরী অভ্যন্তরীণ যোগাযোগ হল সাংগঠনিক উদ্বেগ মোকাবেলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভালো যোগাযোগ কাজের সন্তুষ্টি, নিরাপত্তা, উৎপাদনশীলতা এবং মুনাফা বাড়াতে এবং অভিযোগ ও টার্নওভার কমাতে সাহায্য করতে পারে। অভ্যন্তরীণ ব্যবসায়িক যোগাযোগের প্রকারের অধীনে, এখানে আসে

ঊর্ধ্বমুখী যোগাযোগ:

ঊর্ধ্বমুখী যোগাযোগ হল অধস্তনদের থেকে ঊর্ধ্বতনদের কাছে বা কর্মচারী থেকে ব্যবস্থাপনায় তথ্যের প্রবাহ। ঊর্ধ্বমুখী যোগাযোগ ব্যতীত, ব্যবস্থাপনা একটি শূন্যতায় কাজ করে, বার্তাগুলি সঠিকভাবে গৃহীত হয়েছে কিনা বা সংস্থায় অন্যান্য সমস্যা বিদ্যমান কিনা তা না জেনে। সংজ্ঞা অনুসারে, যোগাযোগ একটি দ্বিমুখী ব্যাপার। তবুও কার্যকর দ্বিমুখী সাংগঠনিক যোগাযোগ ঘটানোর জন্য, এটি অবশ্যই নিচ থেকে শুরু করতে হবে।

ঊর্ধ্বমুখী যোগাযোগ হল কর্মীদের জন্য একটি মাধ্যম:

• তথ্য বিনিময়
• প্রস্তাব ধারনা
• উদ্দীপনা প্রকাশ করুন
• কাজের সন্তুষ্টি অর্জন
• মতামত প্রদান করুন

নিম্নগামী যোগাযোগ:

সাংগঠনিক ব্যবস্থাপনা অনুক্রমের শীর্ষ থেকে প্রবাহিত তথ্য এবং সংস্থার লোকেদের জানাচ্ছে কী গুরুত্বপূর্ণ (মিশন) এবং কী মূল্যবান (নীতি)। নিম্নগামী যোগাযোগ সাধারণত তথ্য প্রদান করে – যা একজন অধস্তনকে কিছু করতে দেয়। উদাহরণস্বরূপ, কিভাবে একটি টাস্ক সম্পূর্ণ করতে হবে তার নির্দেশাবলী। ঊর্ধ্বমুখী যোগাযোগ সফলভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর নিম্নগামী যোগাযোগ আসে।

একটি প্রতিষ্ঠানে এই ধরনের যোগাযোগ প্রয়োজন:

• গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণ
• নির্দেশ দিতে
• 2-উপায় আলোচনা উত্সাহিত করুন
• সিদ্ধান্ত ঘোষণা করুন
• সহযোগিতা চাই
• অনুপ্রেরণা প্রদান করুন
• মনোবল বাড়ান
• দক্ষতা বৃদ্ধি
• প্রতিক্রিয়া প্রাপ্ত

অনুভূমিক/আক্ষরিক যোগাযোগ:

অনুভূমিক যোগাযোগে সাধারণত তথ্যের সমন্বয় জড়িত থাকে এবং একটি প্রতিষ্ঠানে একই বা অনুরূপ পদের লোকেদের সহযোগিতা বা সহযোগিতা করার অনুমতি দেয়। নির্ধারিত কাজ সম্পাদনের জন্য একই স্তরে কর্মীদের মধ্যে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুভূমিক যোগাযোগ এর জন্য অপরিহার্য:

• সমস্যা সমাধানে
• কার্য সম্পাদন
• টিমওয়ার্ক উন্নত করা
• সদিচ্ছা গড়ে তোলা
• দক্ষতা বৃদ্ধি

বাহ্যিক যোগাযোগ:

কোম্পানির বাইরের লোকদের সাথে যোগাযোগকে “বাহ্যিক যোগাযোগ” বলা হয়। সুপারভাইজাররা সংস্থার বাইরের উত্সগুলির সাথে যোগাযোগ করে, যেমন বিক্রেতা এবং গ্রাহকদের।

এটি আরও ভালোর দিকে পরিচালিত করে:

• বিক্রয় পরিমাণ
• পাবলিক বিশ্বাসযোগ্যতা
• কর্মক্ষম দক্ষতা
• কোম্পানির লাভ

এটি উন্নত করা উচিত:
• সার্বিক ফলাফল
• পাবলিক সদিচ্ছা
• কর্পোরেট ইমেজ

শেষ পর্যন্ত, এটি অর্জন করতে সাহায্য করে:

• সাংগঠনিক লক্ষ্য
• গ্রাহক সন্তুষ্টি

মুফতি আকিবুর রহমান

জুনিয়র ইন্সট্রাক্টর

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট