প্রথমবারের মতো “সুবর্ণ জয়ন্তী রোভার মুট-২০২৪”-এ অংশগ্রহণ করে ড্যাফোডিল পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপের “গৌরব পতাকা” অর্জন!

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ রোভার ট্রেনিং সেন্টার, বাহাদুরপুর, গাজীপুরে অবস্থিত ঢাকা জেলা রোভার এর অধীনে সুবর্ণ জয়ন্তী রোভার মুট ২০২৪ এ অংশগ্রহণ করে। । ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম এর নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট রোভার স্কাউট ইউনিট অংশগ্রহণ করছে। ১- ৫ মার্চ ২০২৪ পর্যন্ত স্কাউটিং এর বিভিন্ন এক্টিভিটিজ এ অংশগ্রহণ করেছে এবং দেশের সকল পাবলিক ইউনিভার্সিটি (ঢাকা, চিটাগাং, রাজশাহী সহ অন্যান) এবং সরকারী কলেজ,পলিটেকনিক কে পিছনে ফেলে গৌরব পতাকা অর্জন করে।

Daffodil Polytechnic Institute is proudly sending its Rover Scouts to participate in the Rover Scout Golden Jubilee Rover Moot 2024, hosted by the Rover Training Center Bahadurpur, Gazipur, Led by Unit Leader Muhammad Shahidul Islam, the team of 8 members will partake in various scouting activities from March 1st to March 5th, 2024.

Approximately 600 units, with 9 members each (8 scouts + 1 leader), totaling around 3000 scouts and around 300 volunteers, are expected to participate. The program will involve 6 challenges, 7 activities, and implementation of 6 action plans throughout the event.

The Rover Scout Golden Jubilee Rover Moot aims to provide a platform for Rover Scouts from different units to engage in scouting activities, foster camaraderie, and develop leadership skills. The event will focus on promoting teamwork, outdoor skills, and community service among participants.

The Rover Scout Golden Jubilee Rover Moot 2024 promises to be an exciting and enriching experience for all participants. Through teamwork, leadership, and service-oriented activities, the event will contribute to the personal and professional development of Rover Scouts while upholding the values of scouting and community service.

Comments are closed.