ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের স্বাধীনতা দিবস উদযাপন

সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে   ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে স্বাধীনতার দিবস উৎযাপন। 

২৬শে মার্চ, ২০২৪: অগ্নিঝরা মার্চ, স্বাধীনতার মার্চ, বাঙালি জাতির জেগে ওঠার মার্চ – এই ঐতিহাসিক দিনে মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এটি বাঙ্গালিজাতীর জন্য একটি গৌরবান্বিত দিন।তরুণ প্রজন্ম যেন এই দিনটিকে ভুলে না যায় এবং  আর যাদের আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা তাদের থেকে অনুপ্রাণিত হয়ে  তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীরা যেন দেশ এবং মানুষের  কল্যাণে  উৎসাহিত হয় তারই প্রেক্ষিতে ড্যাফোডিল পলিটেকনিক প্রতি বছর নানা আয়োজনে স্বাধীনতা দিবস উৎযাপন করে।