শিক্ষার্থীদের আয়োজনে ড্যাফোডিল পলিটেকনিকে অনুষ্ঠিত হলো “ইফতার ও দোয়া মাহফিল-২০২৪”

মাহে রমজান সিয়াম সাধনা ও আত্নশুদ্ধির মাস। ৩১মার্চ ২০২৪ ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল-২০২৪।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহ ওয়ালী উল্লাহ, খতীব,সোবহানবাগ জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, ধানমণ্ডি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা জীবনে এবং যুব সমাজে মাহে রমাজনের গুরুত্ব এবং এর প্রভাব নিয়ে তিনি আলোচনা করেন।  

 অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী বি.এম. আমিনুল ইসলাম, পরিদর্শক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,  মোহাম্মদ আবুল শাহিন কাওছার সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল পলিটেকনিকের অধক্ষ্য জনাব কে এম হাসান রিপন। 

এছাড়াও ড্যাফোডিল পলিটেকনিকের ৯টি  ডিপার্টমেন্টের ১১০০ এর অধিক বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ একই ছাদের নিচে উপস্থিত হয়ে এই দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করে।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ এবং একে অপরের সাথে মিলেমিশে কাজ করার দক্ষতা, সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষা লাভ করে।

Comments are closed.