আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ড্যাফোডিল পলিটেকনিকে আয়োজিত হলো দুইদিন ব্যাপী ‘পাঠক মেলা’।

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে ৫২ এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়  পাঠক মেলার। ২০ ফেব্রুয়ারি ইন্সটিটিউটের নিজস্ব ক্যাম্পাসে ২দিন ব্যাপী ভিন্নধর্মী এই মেলার আয়োজন করা হয়। এই মেলার উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তকের বাইরে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং ভিন্ন ভিন্ন  বই এর প্রতি তাদের উৎসাহ তৈরি করা।

মেলার মূল আয়োজন ছিল একটু ভিন্ন, শিক্ষার্থীরা বেশকিছু স্টল এর মাধ্যমে তাদের নিজেদের বইগুলো উপস্থাপন করে এবং এখানে একজন শিক্ষার্থী অন্য একজন শিক্ষার্থীর সাথে তার বইগুলো এক্সচেঞ্জ করার সুযোগ পায়,  মেলার পাশেই ছিল পাঠকদের জন্য বই পড়ার কর্নার যেখানে শিক্ষার্থীরা স্টল থেকে বই সংগ্রহ করে পড়ার  সুযোগ পেয়েছে এবং মেলায় শিক্ষার্থীদের জন্য ছিলো বুক রিভিউ করার সুযোগ। বেস্ট বুক রিভিউ এর জন্য ছিলো আকর্ষনীয় পুরষ্কার। 

 মেলা চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়,  শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান, নাচ, কবিতা আবৃত্তি পরিবেশন করে   মেলা ঘুরে  জানা যায়  শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনে খুব সাড়া দিয়েছে এবং শিক্ষার্থীরা নিজেদের  বই এনে   সহপাঠীদের সাথে  বই এক্সচেঞ্জ করেছে, এতে করে তারা নতুন নতুন আরও বই পড়ার সুযোগ পেয়েছে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় যে তারা খুবই আনন্দিত এই ধরনের ভিন্ন ধর্মী একটি পাঠক মেলার আয়োজনে, তারা চায় ভবিষ্যতে যেন এ ধরনের আয়োজন নিয়মিত ভাবে অনুষ্ঠিত হয়।

Comments are closed.