20230803_174117

জাপানে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, কাজের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরাও।

এশিয়া মহাদেশ থেকে কর্মক্ষম কর্মী নিচ্ছে জাপান, যেখানে সুযোগ পাচ্ছে বাংলাদেশের দক্ষ ও যোগ্য কর্মীরা। ফলে, কর্মক্ষেত্রের বিশাল সুযোগ সৃষ্টি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য। এই সুযোগটি গ্রহণ করার জন্য ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট আজ ০৩ আগস্ট ২০২৩ তারিখে দেশের অন্যতম স্বনামধন্য এজেন্সী Global Recruiting Agency(GRA), যারা জাপানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক TITP এবং SSW প্রোগ্রামের জন্য জাপানে দক্ষ কর্মী প্রেরণের জন্য একটি অনুমোদিত প্রতিষ্ঠান এর সাথে চুক্তিবদ্ধ হয়। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন শেষে জাপান মার্কেটে কর্মক্ষম কর্মী হিসেবে প্রবেশ করার সুযোগ পাবে।

ইন্ডাস্ট্রিয়াল ভিজিট – কম্পিউটার টেকনোলজি

কারিগরি শিক্ষাকে ত্বরান্বিত করতে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের এক অনন্য কার্যক্রম হল ছাত্র-ছাত্রীদের নিয়ে “ইন্ডাস্ট্রিয়াল ভিজিট প্রোগ্রাম”। তারই ধারাবাহিকতায় কম্পিউটার টেকনোলজি বিভাগের ৪র্থ সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভিজিট। যার মাধ্যমে শিক্ষার্থীরা দেখতে ও জানতে পেরেছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দৈনন্দিন তাপমাত্রা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে জানা যায়।সিজমোমিটার(ভূকম্পমাপক), থার্মোমিটার(তাপমাত্রামাপক), ব্যারোমিটার(বাতাসের চাপ মাপক) সর্ম্পকে তথ্য, শিক্ষার্থীদের মনে জমে থাকা বিভিন্ন কৌতুহলতাকে দূর করেছে। সেই সাথে জানতে পেরেছে ডিজিটাল ডেটা সিগন্যাল, ডেটা প্রসেসিং, ডেটা ট্রান্সমিশনসহ রাডার সর্ম্পকে যা শিক্ষার্থীদের একাডেমিক “ডেটা কমিউনিকেশন এন্ড সিস্টেম” বিষয় সম্পর্কিত। এর মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবহারিক শিক্ষায় সম্যক জ্ঞান অর্জন করেছে।

https://dpi.ac

Grooming Session এর দ্বিতীয় ধাপ

সফলভাবে সম্পন্ন হলো ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত , Grooming Session এর দ্বিতীয় ধাপ। যেখানে ✪কম্পিউটার টেকনোলজি ✪ টুরিজম এন্ড হসপিটালিটি টেকনোলজি ডিপার্টমেন্টের ৮ম পর্বের ছাত্র-ছাত্রীদের সিভি এবং অন্যান্য কাগজপত্রের প্রস্তুতি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় এবং Internship Fest এর প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।

Registration Link : https://intershipfest.dpi.ac