vertical-stairs

Vertical Circulation of a Building(Stair)


সার্কুলেশন মানে হল চলাচল। একটি বিল্ডিং এর এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে চলাচল বা যাতায়াতের জন্য যে ব্যবস্থার সাহায্য নেয়া হয় সেটাই হলো ভার্টিক্যাল সার্কুলেশন। একটি বিল্ডিং এর ভার্টিক্যাল সার্কুলেশনের উদাহরণ গুলো হলো সিড়ি, লিফট,এস্কেলেটর  ইত্যাদি।

আজকে আমরা জানবো ইমারতের ভার্টিক্যাল সার্কুলেশন Stair বা সিড়ি  সম্বন্ধে যা গুরুত্বপূর্ণ বিল্ডিং কম্পোনেন্ট।

একাধিক তলাবিশিষ্ট দালানের এক তলা থেকে অন্য তলায় যাতায়াতের জন্য কতগুলো ধাপ (Step) কে একত্র করে কাঠামো তৈরি করা হয় তাকে সিঁড়ি বলে। একটি দালানের সিঁড়িঘরের অবস্থানের উপর নির্ভর করেই দালানের অন্যান্য কক্ষসমূহের অবস্থান নির্ধারণ করা হয়ে থাকে।একটি ইমারতে কোন প্রকার সিঁড়ি ব্যবহৃত হবে তা নির্ভর করে ইমারতের ধরণ, ব্যবহারকারীর পছন্দ  এবং রুচির উপর।

সিঁড়ির গঠনগত বৈশিষ্ট্য অনুযায়ী সিঁড়িকে নিম্নোক্তভাবে ভাগ করা হয়।যথাঃ

(i) একমুখী সিঁড়ি (Straight Flight Stair)

(ii) ডগ লেগড় সিঁড়ি বা হাফ টার্ন সিঁড়ি (Dog legged or Half Turn Stair)

(iii) কোয়ার্টার টার্ন সিঁড়ি (Quarter Turn Stair)

(iv) থ্রি কোয়ার্টার টার্ন সিঁড়ি (Three Quarter Turn Stair)

(v) ওপেন নিউয়েল সিঁড়ি (Open Newel Stair)

(vi) বাই ফারকেটেড সিঁড়ি (Bifurcated Stair)

(vii) জিওমেট্রিক্যাল সিঁড়ি (Geometrical Stair)

(viii) বৃত্তাকার সিঁড়ি (Spiral Stair)

(ix) হেলিক্যাল সিঁড়ি (Halical Stair)

(x) ওয়াইন্ডার টাইপ সিঁড়ি (Winder Type Stair)


(i) একমুখী সিঁড়ি (Straight Flight Stair) : যে সমস্ত ইমারতে সিঁড়ির জন্য পর্যাপ্ত স্থান সংকুলান হয় না বা যেখানে লোক চলাচল সীমিত পর্যায়ে সে সমস্ত ইমারতে সিঁড়ির ধাপগুলো ক্রমান্বয়ে একমুখী অবস্থায় রেখে যে সিঁড়ি তৈরি করা হয় তাকে একমুখী সিঁড়ি বলে। তবে তা খুব একটা প্রচলিত নয়। পুকুর ঘাট, পাহাড়ে উঠা নামার জন্য এ ধরনের সিঁড়ি ব্যবহৃত হয়ে থাকে।

Straight Flight Stair)

(ii) ডগ লেগড় সিঁড়ি বা হাফ টার্ন সিঁড়ি এক তলা থেকে অন্য তলায় উঠার জন্য ব্যবহৃত ধাপ (Step) সমূহের মধ্যবর্তী অংশে একটি ল্যান্ডিং ব্যবহার করা হয়, সেখান পর্যন্ত উঠার পর সিঁড়ি ব্যবহারকারী পুরোপুরি ১৮০°মোড় ঘুরে পরবর্তী ধাপের মাধ্যমে উপরের দিকে উঠা শুরু করেন।

Half Turn Stairs

(iii) কোয়ার্টার টার্ন সিঁড়ি ঃ এ ধরনের সিঁড়ি একটি তলা থেকে অন্য তলা পর্যন্ত যাতায়াতের জন্য এক সমকোণ পরিমাণ দিক পরিবর্তন করে তৈরি করা হয়। এটি অনেকটা ইংরেজি ‘L’ (এল) অক্ষরের মত হয়ে থাকে।

Quarter turn Stair

(iv) থ্রি কোয়ার্টার টার্ন সিঁড়ি ঃ এ ধরনের সিঁড়ি সমকোণে তিনবার দিক পরিবর্তন করে তৈরি করা হয়। স্বল্প পরিসরের প্রয়োজনে কিংবা একই সিঁড়ি মাধ্যমে দুটি ইউনিটে প্রবেশের সুবিধার প্রয়োজনে ইমারতে এ ধরনের সিঁড়ি ব্যবহৃত হয়ে থাকে। এ ধরনের সিঁড়িতে তিনটি ফ্লাইট এবং তিনটি ল্যান্ডিং থাকে।

Three Quarter turn Stair

(v) ওপেন নিউয়েল সিঁড়ি ঃ চারটি ফ্লাইট এবং চারটি ল্যান্ডিং এর সমন্বয়ে এই সিঁড়ি নির্মিত হয়। সর্বশেষ ল্যান্ডিং টি হাদের সমতলে থাকে এবং এই ল্যান্ডিং থেকেই ইউনিটে প্রবেশ করার ব্যবস্থা থাকে। ফ্লাইট চারটি সমকোণে চারবার দিক পরিবর্তন করে এই সিঁড়ি তৈরি করা হয়। যে সমস্ত ইমারতে সিঁড়ি এবং লিফট একত্রে রাখার প্রয়োজন হয় সেখানে এ ধরনের সিঁড়ি বেশ কার্যকর হয়।

Open Newwel Stairs

(vi) বাই ফারকেটেড সিঁড়ি ঃ এ ধরনের সিঁড়ি সাধারণত বিভিন্ন ধরনের পাবলিক বিল্ডিং যেমন- হলরুম, প্রদর্শনী কক্ষ, মার্কেট ইত্যাদিতে ব্যবহৃত হয়ে থাকে। নিচ থেকে সুপ্রশস্ত ফ্লাইট ল্যান্ডিং পর্যন্ত থাকে, তারপর সেখান থেকে দুটি ফ্লাইট পরস্পর বিপরীতমুখী হয়ে ডানে এবং বামে ছাদ পর্যন্ত উঠে যায়। এই ফ্লাইট দুটি নিচের ফ্লাইটের তুলনায় প্রশস্ততায় কম হয়ে থাকে।

Bi Farketed Stair

(vii) জিওমেট্রিক্যাল সিঁড়ি ঃ এ ধরনের সিঁড়ি ওপেন নিউয়েল সিঁড়ির মতই। তবে এর মধ্যবর্তী ল্যান্ডিং অংশটির বাইরের প্রান্ত অর্ধবৃত্তাকার, উপবৃত্তাকার হয়ে থাকে। ধাপসমূহ অনেক ক্ষেত্রে ধারাবাহিকভাবে থাকে, মধ্যবর্তী ল্যান্ডিংটি তখন ধাপের অন্তর্ভুক্ত হয়ে যায়। পাবলিক ইমারতে এ জাতীয় সিঁড়ি বেশি ব্যবহৃত হয়

(viii) বৃত্তাকার সিঁড়ি ঃ এ ধরনের সিঁড়ি গোলাকার অবস্থায় একটি মধ্যবর্তী পোস্টকে কেন্দ্র করে উপরের দিকে ধারাবাহিকভাবে উঠে থাকে। এ ধরনের সিঁড়ি কখনও প্রধান সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয় না, বরং মূল ইমারতের পিছনের সিঁড়ি, শিল্পকলকারখান মসজিদের মিনারের জন্য এ ধরনের সিঁড়ি ব্যবহৃত হয়ে থাকে।

Circle Stairs

(ix) হেলিক্যাল সিঁড়ি এ ধরনের সিঁড়ি গোলাকার অবস্থায় নির্মিত হয় এবং দেখতে খুবই আকর্ষণীয় । এ ধরনের সিঁড়ি সৌন্দর্যমণ্ডিত স্থাপত্যকর্মে ব্যবহৃত হয়ে থাকে। এই সিঁড়ির কাঠামোগত ডিজাইন ও নির্মাণ প্রক্রিয়া বেশ জটিল এবং ব্যয়সাপেক্ষ। এ ধরনের সিঁড়িতে সৃষ্ট ব্যান্ডিং, শেয়ার, টর্শন ইত্যাদি প্রতিরোধ করার প্রয়োজনে প্রচুর পরিমাণে স্টীল ব্যবহার করতে হয়।

Helical Stairs

(x) ওয়াইন্ডার টাইপ সিঁড়ি ঃ জায়গা স্বল্পতার দরুন সিঁড়িসমূহের ল্যান্ডিং পরিহার করে ঐ ল্যান্ডিং এর অংশেও ধাপ প্রয়োগ করে যে সিঁড়ি নির্মাণ করা হয় তাকে ওয়াইন্ডার টাইপ সিঁড়ি বলা হয়। এক্ষেত্রে একই ধারাবাহিকতার মধ্যে কোন ধরনের বিরতি ছাড়াই ধাপসমূহ নিচ থেকে ছাদ অবধি সন্নিবেশিত থাকে।

Winder Type Stairs

লেখক

লিমা আক্তার 

জুনিয়র ইনস্ট্রাক্টর

আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট

Earthquake warning in contruction

Earthquake warning in contruction

প্রতি বছরই আমরা কোন না কোন প্রাকৃতিক দুর্যোগের শিকার হই। ভূমিকম্প তার মধ্যে অন্যতম।ভূমিকম্পের মাত্রা বেশি হলে অনেক নির্মাণ কাঠামো ক্ষতিগ্রস্ত হয়, এক্ষেত্রে কষ্টের টাকার নির্মাণ কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এজন্য ভবন নির্মাণের শুরুতেই ভূমিকম্পের কথা মাথায় রেখে কাঠামো কে মজবুত করে নির্মাণ করা অতীব জরুরী। ভূমিকম্পের তীব্রতা ওপর নির্ভর করে পুরো বাংলাদেশকে চারটি জোনে ভাগ করা হয়েছে। এরমধ্যে Zone—৩ এবং Zone—৪ যথাক্রমে ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ। Zone —৩ এর আওতায় রয়েছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রংপুরসহ মধ্যাঞ্চল। এবং Zone —৪ এর আওতায় রয়েছে শেরপুর, বৃহত্তর সিলেট, নেত্রকোনা, ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ।

বাংলাদেশে ভূমিকম্প প্রবন এলাকা

নির্মাণকাজে ভূমিকম্পের প্রস্তুতিঃ

আমাদের অবশ্যই উচিত নির্মাণ কাজ করার সময় ভূমিকম্প প্রতিরোধের জন্য কিছু প্রস্তুতি নেয়া।

  • ফাউন্ডেশন অনুযায়ী এমন সাইজের রড ব্যবহার করতে হবে যা ভূমিকম্পের ধাক্কা নিতে পারবে। যেমন: Xtreme B500, DWR,60 Grade,40 Grade বারগুলো অধিক শক্তিশালী।
  • বাইন্ডিং এর শেষ মাথায় ১৩৫ ডিগ্রি কোণে বাঁকা করে দিতে হবে বাঁধন খুলে ভেতরে ফাঁকা কম হবে।
  • বহুতল ভবনে লিফটের দেওয়াল কংক্রিটের এবং ডিজাইন অনুযায়ী হবে।
  • মাটি পরীক্ষা করে কোন ধরনের ফাউন্ডেশন দিয়ে নির্মাণ কাজ করতে হবে তা নির্ধারণ করতে হবে।
  • বীম এবং কলামের সংযোগস্থল একত্রে জোড়া লাগানো যাবেনা।
ভূমিকম্পে ভবনের ক্ষয়ক্ষতি

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কম রাখার উপায়ঃ

  • কংক্রিট এর পাশাপাশি স্টিল দিয়েও কিছু কাঠামোকে জোর প্রদান করতে হবে।
  • নরম মাটি হলে অবশ্যই মাটির পরীক্ষা করতে হবে।
  • দেওয়াল মজবুত করার জন্য ক্রসড্রেসিং ব্যবহার করা যেতে পারে।
  • দেওয়ালের মত বিমান ক্রসড্রেসিং দেয়া যেতে পারে লিস্ট থেকে।
  • কলমের সাইজ বৃদ্ধি করে শক্তিশালী করতে হবে।
  • টানা লিংকটা দিতে হবে।

যথাযথ নির্মাণ বিধিমালা চলুনঃ

বিএনবিসি কোড অনুযায়ী ভবন নির্মাণ করলে রিখটার স্কেল ৮ মাত্রার ভূমিকম্প হলেও ভবন নিরাপদ থাকবে।

  • ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কম রাখা যায় যেভাবে।
  • খুব ভারী যন্ত্রপাতি আপনার ফ্লোরে রাখার পূর্বে চিন্তা করুন যে আপনার বিল্ডিং এর ধারন ক্ষমতা আছে কিনা। পার্কিং ফ্লোরে শক্ত ও মজবুত দেওয়াল নির্মাণ করুন এতে করে ভবনের লোড দেয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে।
  • প্রত্যেকটা ফ্লোরের লোড বহন ক্ষমতার মধ্যে একটা সামঞ্জস্যতা আসে অবশ্যই এটা মেনে চলুন। নির্মাণের সময় সামঞ্জস্যপূর্ণভাবে নির্মাণ হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন বা প্রকৌশলীকে জিজ্ঞাসা করুন কারণ তারা বিষয়টা সম্পর্কে পূর্বে অবগত।
ভূমিকম্প চলাকালীন জনসতর্কতা

ভূমিকম্পের সাধারণ সতর্কতাঃ

  • ভূমিকম্পের কোনভাবেই লিফট ব্যবহার করা যাবে না।
  • ঘর থেকে বের হওয়ার সময় সকল প্রকার সংযোগ বিচ্ছিন্ন করুন যেমন বিদ্যুতের মেইন সুইচ গ্যাসের লাইন ইত্যাদি।
  • ভূমিকম্প চলাকালীন সময়ে ভবনে থাকলে অবশ্যই কলাম বা বিমের নিচে আশ্রয় গ্রহণ করুন অথবা শক্ত খাট বা টেবিলের নিচে অবস্থান করুন।
  • ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব ভবন থেকে বের হয়ে ফাঁকা স্থানে অবস্থান করুন।
  • ভবন ত্যাগ করার ক্ষেত্রে যদি এমারজেন্সি এক্সিট থাকে তাহলে সেটা ব্যবহার করুন।
  • ভবন বা বাসা বাড়ি নির্মাণের সময় ইলেকট্রিক লাইন এবং গ্যাস লাইন নিরাপত্তা ও সর্তকতা বিধি মেনে বসান।
  • ভূমিকম্প চলাকালীন সময়ে নিরাপত্তা পোশাক হিসেবে হেলমেট থাকলে পরিধান করুন।

ছবির উৎসঃ গুগল

মোঃ জসীম উদ্দীন

জুনিয়র ইন্সট্রাক্টর ( সিভিল)

ড্যাফোডির পলিটেকনিক ইন্সটিটিউট

dpi-blog-textile

Buttonhole Machine Operation / বাটনহোল মেশিন অপারেশন। (পার্ট-০২)

বাটনহোল মেশিন অপারেশনঃ

এই ব্লগটি (পার্ট-০২) সম্পন্ন করার পর একজন শিক্ষার্থী বাটনহোল মেশিন দ্বারা সেলাইয়ের জন্য প্রয়োজনীয় তাত্ত্বিক ও ব্যবহরিক দক্ষতা অর্জন করতে পারবে। সেলাইয়ের জন্য বাটনহোল মেশিন প্রস্ত্তুত করণ, মেশিনের যন্ত্রাংশ সেট করণ,বাটনহোল মেশিন সেলাইয়ে দক্ষতা অর্জন করণ,মেশিন পরিষ্কার করণ এই ব্লগ এর অন্তর্ভূক্ত ।

লক্ষ্য ও উদ্দেশ্যঃ

১.তৈরি পোশাক শিল্প (আর এম জি) কর্মক্ষেত্রে পোশাক তৈরিতে বাটনহোল সংশ্লিষ্ট প্রোপারটিজ, কম্পোনেন্ট ও যন্ত্রপাতির ধারনা লাভ ওব্যবহার করতে পারবে।

২.আর এম জি কর্মক্ষেত্রে হেলথ, সেফটি অ্যান্ড ইথিকস প্রাকটিস এর জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে।

৩. বাটনহোল সেলাই এর জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে।

(পার্ট-০১) ব্লগে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিলঃ

(১) কাজের জন্য প্রস্তুতি গ্রহণ ও (২) সেলাইয়ের জন্য মেশিন সেট করণ

প্রত্যাশিত শিখনফলঃ (৩) সেলাই করতে পারবে

পারদর্শিতা নির্ণায়ক / মানদন্ড

৩.১ মেশিনের সুইচ অন করবে। ৩.২ কম্পোনেন্টসের বান্ডিলটি খুলবে। ৩.৩ পোশাকের কম্পোনেন্টস সমূহ কাজের প্রয়োজন অনুযায়ী সেলাই করবে। ৩.৪ চেকিং ও ট্রিমিং করে সেলাইয়ের গুনগতমান ঠিক রাখবে। ৩.৫ সেলাইয়ের ক্রুটি চিহ্নত করবে এবং ক্রুটি দূর করবে।

৩.6 পোশাক বা কম্পোনেন্টস সমূহ বান্ডিল করে পরবর্তী ধাপের জন্য পাঠাবে।

প্রত্যাশিত শিখনফলঃ (৪) মেশিন, টুলস ও কর্মস্থল পরিষ্কার ও সংরক্ষণ করতে পারবে

পারদর্শিতা নির্ণায়ক / মানদন্ড

৪.১ অপারেশন ম্যনুয়াল অনুযায়ী মেশিন বন্ধ করবে ৪.২ তেল চেক করবে এবং প্রেসারফুটের নিচে কাপড়/পেপার দিবে। ৪.৩ প্রতিষ্ঠানের বিধি মেনে টুলস ও ইকুইপমেন্ট যথাযথভাবে নিদ্দিষ্ট স্থানে সংরক্ষণ করবে। ৪.৫ বর্জ্য উপাদান সমূহ (ওয়েস্ট ম্যাটারিয়ালস) প্রতিষ্ঠান ও পরিশেগত বিধি মেনে উপযুক্ত স্থানে ফেলবে ।

৪.৬ প্রতিষ্ঠানের বিধি মেনে কর্মস্থল পরিষ্কার করবে।

প্রাসঙ্গিক বিষয় ও শর্তঃ

  • বাটনহোল সেলাই মেশিন দ্বারা সেলাই সামঞ্জস্যপূর্ণ ও সাম্প্রতিক হতে হবে এবং ক্রেতার চাহিদা পূরণে সক্ষম হতে হবে।
  • তৈরী পোষাক শিল্প প্রতিষ্ঠানে অনুকুল পরিবেশ, অবকাঠামো, যন্ত্রপাতি /মালামাল ও উপকরনের সংস্থান সাপেক্ষে নির্ধারিত  গাইডলাইন অনুযায়ী বাটনহোল মেশিন দ্বারা সুইং বা সেলাই করতে  হবে ।
  • পারদর্শিতা নির্ণায়ক/মানদন্ড অংশে যে শব্দগুলো বোল্ড সেইগুলো  ভেরিয়েবলের ব্যাপ্তি হিসাবে চিহিৃত করা হয়েছে।

সোর্সঃ গুগল উইকিপিডিয়া ও বিকিউএফ

Asfakur Rahman Togor

Instructor (Textile & GDPM)

Department of Textile Engineering

Daffodil Polytechnic Institute, Dhaka.