dpi-blog-textile

Buttonhole Machine Operation / বাটনহোল মেশিন অপারেশন। (পার্ট-০২)

বাটনহোল মেশিন অপারেশনঃ

এই ব্লগটি (পার্ট-০২) সম্পন্ন করার পর একজন শিক্ষার্থী বাটনহোল মেশিন দ্বারা সেলাইয়ের জন্য প্রয়োজনীয় তাত্ত্বিক ও ব্যবহরিক দক্ষতা অর্জন করতে পারবে। সেলাইয়ের জন্য বাটনহোল মেশিন প্রস্ত্তুত করণ, মেশিনের যন্ত্রাংশ সেট করণ,বাটনহোল মেশিন সেলাইয়ে দক্ষতা অর্জন করণ,মেশিন পরিষ্কার করণ এই ব্লগ এর অন্তর্ভূক্ত ।

লক্ষ্য ও উদ্দেশ্যঃ

১.তৈরি পোশাক শিল্প (আর এম জি) কর্মক্ষেত্রে পোশাক তৈরিতে বাটনহোল সংশ্লিষ্ট প্রোপারটিজ, কম্পোনেন্ট ও যন্ত্রপাতির ধারনা লাভ ওব্যবহার করতে পারবে।

২.আর এম জি কর্মক্ষেত্রে হেলথ, সেফটি অ্যান্ড ইথিকস প্রাকটিস এর জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে।

৩. বাটনহোল সেলাই এর জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে।

(পার্ট-০১) ব্লগে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিলঃ

(১) কাজের জন্য প্রস্তুতি গ্রহণ ও (২) সেলাইয়ের জন্য মেশিন সেট করণ

প্রত্যাশিত শিখনফলঃ (৩) সেলাই করতে পারবে

পারদর্শিতা নির্ণায়ক / মানদন্ড

৩.১ মেশিনের সুইচ অন করবে। ৩.২ কম্পোনেন্টসের বান্ডিলটি খুলবে। ৩.৩ পোশাকের কম্পোনেন্টস সমূহ কাজের প্রয়োজন অনুযায়ী সেলাই করবে। ৩.৪ চেকিং ও ট্রিমিং করে সেলাইয়ের গুনগতমান ঠিক রাখবে। ৩.৫ সেলাইয়ের ক্রুটি চিহ্নত করবে এবং ক্রুটি দূর করবে।

৩.6 পোশাক বা কম্পোনেন্টস সমূহ বান্ডিল করে পরবর্তী ধাপের জন্য পাঠাবে।

প্রত্যাশিত শিখনফলঃ (৪) মেশিন, টুলস ও কর্মস্থল পরিষ্কার ও সংরক্ষণ করতে পারবে

পারদর্শিতা নির্ণায়ক / মানদন্ড

৪.১ অপারেশন ম্যনুয়াল অনুযায়ী মেশিন বন্ধ করবে ৪.২ তেল চেক করবে এবং প্রেসারফুটের নিচে কাপড়/পেপার দিবে। ৪.৩ প্রতিষ্ঠানের বিধি মেনে টুলস ও ইকুইপমেন্ট যথাযথভাবে নিদ্দিষ্ট স্থানে সংরক্ষণ করবে। ৪.৫ বর্জ্য উপাদান সমূহ (ওয়েস্ট ম্যাটারিয়ালস) প্রতিষ্ঠান ও পরিশেগত বিধি মেনে উপযুক্ত স্থানে ফেলবে ।

৪.৬ প্রতিষ্ঠানের বিধি মেনে কর্মস্থল পরিষ্কার করবে।

প্রাসঙ্গিক বিষয় ও শর্তঃ

  • বাটনহোল সেলাই মেশিন দ্বারা সেলাই সামঞ্জস্যপূর্ণ ও সাম্প্রতিক হতে হবে এবং ক্রেতার চাহিদা পূরণে সক্ষম হতে হবে।
  • তৈরী পোষাক শিল্প প্রতিষ্ঠানে অনুকুল পরিবেশ, অবকাঠামো, যন্ত্রপাতি /মালামাল ও উপকরনের সংস্থান সাপেক্ষে নির্ধারিত  গাইডলাইন অনুযায়ী বাটনহোল মেশিন দ্বারা সুইং বা সেলাই করতে  হবে ।
  • পারদর্শিতা নির্ণায়ক/মানদন্ড অংশে যে শব্দগুলো বোল্ড সেইগুলো  ভেরিয়েবলের ব্যাপ্তি হিসাবে চিহিৃত করা হয়েছে।

সোর্সঃ গুগল উইকিপিডিয়া ও বিকিউএফ

Asfakur Rahman Togor

Instructor (Textile & GDPM)

Department of Textile Engineering

Daffodil Polytechnic Institute, Dhaka.

Tags: No tags

Add a Comment

You must be logged in to post a comment