20230803_174117

জাপানে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, কাজের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরাও।

এশিয়া মহাদেশ থেকে কর্মক্ষম কর্মী নিচ্ছে জাপান, যেখানে সুযোগ পাচ্ছে বাংলাদেশের দক্ষ ও যোগ্য কর্মীরা। ফলে, কর্মক্ষেত্রের বিশাল সুযোগ সৃষ্টি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য। এই সুযোগটি গ্রহণ করার জন্য ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট আজ ০৩ আগস্ট ২০২৩ তারিখে দেশের অন্যতম স্বনামধন্য এজেন্সী Global Recruiting Agency(GRA), যারা জাপানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক TITP এবং SSW প্রোগ্রামের জন্য জাপানে দক্ষ কর্মী প্রেরণের জন্য একটি অনুমোদিত প্রতিষ্ঠান এর সাথে চুক্তিবদ্ধ হয়। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন শেষে জাপান মার্কেটে কর্মক্ষম কর্মী হিসেবে প্রবেশ করার সুযোগ পাবে।

Textile-Final-Exam-2021

ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর পর্ব সমাপনী পরীক্ষা শুরু

১লা নভেম্বর ২০২১ইং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (BTEB) অধীনে-ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং(Diploma in Textile Engineering) এর পর্ব সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। ড্যাফোডিল পলিটেকনিকের (Daffodil Polytech ) ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করছে।

textile final exam -2021