বৈজ্ঞানিক গবেষণা, কম্পিউটার-ইলেক্ট্রিক্যাল টেকনোলজি, সিভিল, মেকানিক্যাল, অটোমোবাইল সহ বিশেষত প্রযুক্তিতে জাপান একটি অগ্রণী রাষ্ট্র। জাপানের একটি প্রতিনিধি দল ড্যাফোডিল পলিটেকনিকের সুবিশাল ক্যাম্পাস ও মর্ডান হাই-ফ্যাসিলিটি ল্যাব পরিদর্শন করেন। জাপানের প্রযুক্তির বাজারে দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান তৈরি করার উদ্দেশ্যে তারা বাংলাদেশে এসেছেন। আলোচনার মাধ্যমে ড্যাফোডিল পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান তৈরির বিষয়ে জাপানের প্রতিনিধি দল তাদের আশা ব্যাক্ত করেছেন।
জাপানে কর্মক্ষম মানুষের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। জাইকার তথ্য মতে ২০৩০ সালের মধ্যে ৬০ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিবে জাপান। এরই প্রেক্ষিতে জাপানের একটি প্রতিনিধি দল ড্যাফোডিল পলিটেকনিক ক্যাম্পাস পরিদর্শন করে। ড্যাফোডিল পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান তৈরির বিষয়ে জাপানের প্রতিনিধি দল আগ্রহ প্রকাশ করছেন।