পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান জ্বালানী হচ্ছে ইউরেনিয়াম। দেখা গেছে যে, ৪৫০০ (চার হাজার পাঁচশত) টন উচ্চ গ্রেডের কয়লা থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় সেই একই পরিমাণ শক্তি মাত্র ১ কেজি ইউরেনিয়াম ( U-235) থেকে পাওয়া যায়। আজকের আলোচনায় আমরা এই ইউরেনিয়াম সম্বন্ধে প্রয়োজনীয় কিছু তথ্য জানব।
আলোচ্য বিষয়সমূহঃ
- ইউরেনিয়াম কি ?
- ইউরেনিয়ামের উপাদান।
- পারমাণবিক শক্তির জন্য জ্বালানী তৈরীতে কেন শুধু ইউরেনিয়ামই ব্যবহৃত হয়?
- ইউরেনিয়ামের প্রাপ্তিস্থান।
- ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন।