20230803_173329

জাপানি ভাষায় ডিপ্লোমা শিক্ষার্থীদের দক্ষ করে তোলার জন্য চুক্তিবদ্ধ হয় DJIT এবং DPI

জাপানে দক্ষ কর্মীদের জন্য কাজের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। এশিয়া থেকে ৫০ হাজার দক্ষকর্মী কাজ করার সুযোগ পাচ্ছে জাপানে। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরাও পিছিয়ে নেই। তারা বিভিন্ন সেক্টরে নিজেদের দক্ষ ও যোগ্য ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলছে। তাই, জাপানে কর্মক্ষেত্রের বিশাল এই সুযোগ পাচ্ছে ড্যাফোডিল পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা শিক্ষার্থীদের জাপানে প্রবেশ করার পূর্বশর্ত হিসেবে জাপানিজ ভাষা আয়ত্ত্ব করা জরুরি। Daffodil japan it ltd (DJIT) বাংলাদেশের অন্যতম জাপানিজ ল্যাংগুয়েজ শিক্ষা প্রতিষ্ঠান, যাদের সাথে আজ ০৩ আগস্ট ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট চুক্তিবদ্ধ হয়।ফলে, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা ভাষাগত দক্ষতা অর্জন করবে এবং তাদের জন্য জাপানি মার্কেটপ্লেস উন্মুক্ত হবে। 

20230803_174117

জাপানে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, কাজের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরাও।

এশিয়া মহাদেশ থেকে কর্মক্ষম কর্মী নিচ্ছে জাপান, যেখানে সুযোগ পাচ্ছে বাংলাদেশের দক্ষ ও যোগ্য কর্মীরা। ফলে, কর্মক্ষেত্রের বিশাল সুযোগ সৃষ্টি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য। এই সুযোগটি গ্রহণ করার জন্য ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট আজ ০৩ আগস্ট ২০২৩ তারিখে দেশের অন্যতম স্বনামধন্য এজেন্সী Global Recruiting Agency(GRA), যারা জাপানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক TITP এবং SSW প্রোগ্রামের জন্য জাপানে দক্ষ কর্মী প্রেরণের জন্য একটি অনুমোদিত প্রতিষ্ঠান এর সাথে চুক্তিবদ্ধ হয়। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন শেষে জাপান মার্কেটে কর্মক্ষম কর্মী হিসেবে প্রবেশ করার সুযোগ পাবে।

DSC00688 copy (1)

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট কর্তৃক সফলভাবে সম্পন্ন হলো Innovation & Skills Competition-2023.

আজ ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, Career Launch Pad এর উদ্যোগে  সফলভাবে সম্পন্ন হলো Innovation & Skills Competition-2023. শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ডোমেনের   মোট ৩৯টি প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা উপস্থিত  হয়েছে। তন্মধ্যে স্মার্ট অ্যাপস, ক্লাউড টেকনোলোজি এবং বৈদ্যুতিক প্রযুক্তি সম্পন্ন প্রজেক্টগুলো উল্লেখযোগ্য ছিলো।

এই প্রোগ্রামের অংশগ্রহণের মাধ্যমে, শিক্ষার্থীরা তাদের দক্ষতা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করা এবং তারা তাদের প্রযুক্তিসম্পন্ন দক্ষতাকে  চাকরির বাজারে তুলে ধরতে সক্ষম হবে এছাড়াও তারা  নিত্য নতুন আবিষ্কারে উৎসাহিত হবে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরের শিক্ষার্থীরা Innovation & Skills Competition-2023-এ অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা এবং প্রযুক্তিগত প্রকল্পের কাজগুলি প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম পেয়েছে। ইভেন্টের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের গবেষণা ও উন্নয়নমূলক কাজে নিয়োজিত হতে অনুপ্রাণিত করা এবং উৎসাহিত করা। শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিসম্পন্ন শিক্ষাকে চাকরির বাজারে তুলে ধরতে সক্ষম হয়েছে। বিভিন্ন স্কুল, কলেজের প্রযুক্তি-প্রিয়াসী শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ এই প্রোগ্রামে প্রজেক্ট পরিদর্শন করতে এসেছেন। পরিদর্শনকালে তারা সকল প্রজেক্ট নিয়ে তাদের মতামত ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (সমন্বয় ও মূল্যায়ন) যুগ্ম সচিব মোঃ জোহর আলী। তিনি শিক্ষার্থীদের নতুন উদ্ভাবন এবং সৃজনশীল বিকাশের জন্য উৎসাহিত করেন। প্রধান বিচারপতি হিসেবে উপস্থিত ছিলেন, Institutional Quality Assurance Cell(IQAC)এর পরিচালক,অধ্যাপক ড. এ.কে.এম. ফজলুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিইও জনাব মোঃ নুরুজ্জামান, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কে এম হাসান রিপনসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

WhatsApp Image 2023-01-21 at 14.01.51

Global Experience: Daffodil Polytechnic students learn and volunteering in India

A delegation of 20 students from Daffodil Polytechnic in Bangladesh embarked on a 10-day visit to India as part of an initiative to develop skilled Diploma Engineers. The students are participating in the International Volunteer & Internship Program (IVIP) at Kalinga Institute of Social Science (KISS) in Bhubaneswar, Odisha from January 15th to 22nd, 2023.

The students will engage in a volunteer training program organized by KIIT University as part of the IVIP, working with teams at KISS in the areas of academics, research, sports, and culture. Prior to their arrival, the students of KIIT University welcomed the Daffodil Polytechnic students with a special program that included a dance performance on their campus.

The students also participated in a session on Bio Fertilizers, gaining specialized knowledge about the benefits and various applications of this important agricultural technique. To celebrate UNESCO’s International Military Year-2023, the students, along with their peers from KISS and UMAP from various countries, showcased posters at Kalinga Institute of Social Sciences and participated in sessions on the Military Year theme.

This international tour provides a valuable opportunity for the diploma engineering students to explore higher education options. On the third day of the trip, the students visited the large-scale kitchen of KISS, where they observed the technological steam cooking process and learned about the latest technology. They also participated in a session on the impact of climate change, gaining a comprehensive understanding of the subject.

On the final day of the program, Mr. Achutya Samantha, Founder of KIIT and KISS, led a session on participation in the IVIP and presented certificates to the students, marking a significant accomplishment for the diploma engineering students.

In addition to volunteering, the students also visited the Tribal Museum in Odisha, which provided them with an understanding of the history and culture of the region. They were accompanied by the Honorable Deputy Director of Daffodil Polytechnic, Mr. KM Parvez Bobby, and the Honorable Vice Principal of Daffodil Institute of Engineering and Technology, Mr. Abdul Hakeem.

WhatsApp Image 2023-01-21 at 14.01.51

“আন্তর্জাতিক অভিজ্ঞতা: ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের ভারতে জ্ঞান অর্জন এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম”

দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ার লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে Daffodil Polytechnic Institute এর ২০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল ১০ দিনের ভারত সফরে যান । তারা Kalinga Institute of Social Science, India তে International Volunteer & Internship Program(IVIP) এর অধীনে ১৫-২২ জানুয়ারী ২০২৩ ভারতের ভুবনেশ্বর, ওড়িশা, পরিদর্শন করে।  

ইতোমধ্যে শিক্ষার্থীরা International Volunteer & Internship Program (IVIP) এর অধীনে KIIT  বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত একটি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করে। যেখানে, শিক্ষার্থীরা KISS-এ শিক্ষা, গবেষণা, ক্রীড়া ও সাংস্কৃতিক দলের সাথে কাজ করে। এর আগে  KIIT বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা নৃত্য পরিবেশনসহ বিশেষ আয়োজনের মাধ্যমে তাদের ক্যাম্পাসে ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের অভিনন্দন জানায়। পরবর্তীতে শিক্ষার্থীরা বায়ো ফার্টিলাইজারের উপর একটি অধিবেশনে যোগদান করে, যেখানে তারা জৈবসারের মূল্য এবং বিভিন্ন ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করে। এছাড়াও ইউনেস্কোর ইন্টারন্যশনাল মিলিট ইয়ার-২০২৩ উপলক্ষ্যে আমাদের শিক্ষার্থীরা KISS শিক্ষার্থীসহ বিভিন্ন দেশের UMAP শিক্ষার্থীদের  সাথে ভারতের কলিঙ্গা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে পোস্টার উপস্থাপন করেন ও মিলিট ইয়ার এর উপর সেশনে অংশগ্রহণ করে।

এই উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীদের জন্য উচ্চতর পড়াশোনা নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি বড় সুযোগ। আন্তর্জাতিক এই সফরের ৩য় দিনে, শিক্ষার্থীরা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে  বৈজ্ঞানিকভাবে বাষ্পে রান্নার প্রক্রিয়া দেখতে KISS-এর মেগা কিচেন  পরিদর্শন করে ও নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান আহরণ করে। পাশাপাশি শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবের উপর একটি অধিবেশনে অংশ নেয়। যার ফলে  জলবায়ু পরিবর্তন সম্পর্কে সমস্ত খুঁটিনাটি বিষয়ে তারা জ্ঞান অর্জন করে।

সেশনের শেষ দিন ড. অচিন্তা সামান্তা, প্রতিষ্ঠাতা, KIIT এবং KISS ড্যাফোডিল পলিটেকনিকের পুরো টিমকে  (IVIP) প্রোগ্রামে অংশগ্রহণের উপর একটি সেশন নিয়ে থাকেন এবং শিক্ষার্থীদের সনদ প্রদান করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় অর্জন। ভলেন্টিয়ারি কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীরা ওড়িশার আদিবাসী মিউজিয়াম ভ্রমণ করেন, যা তাদের ওড়িশার এতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারনা প্রদান করে। পুরো সফরে শিক্ষার্থীদের সাথে ছিলেন ড্যাফোডিল পলিটেকনিকের সম্মানিত ডেপুটি ডিরেক্টর জনাব কে এম পারভেজ ববি এবং ড্যাফোডিল ইন্সিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব আব্দুল হাকিম।

Grooming Session – DPI

বাংলাদেশের সকল সরকারী, বেসরকারী পলিটেকনিকের ৮ম পর্বের ছাত্র-ছাত্রীদের জন্য ড্যাফোডিল পলিটেকনিক এবং স্কিলস জবস আগামী ১৯ই ডিসেম্বর ২০২১ইং তারিখে আয়োজন করেছে

  • Internship Fest 2021 for Diploma Engineering
  • সিভি এবং অন্যান্য কাগজপত্র নিয়ে আপনি প্রস্তুত আছেন কি !?

আজ থেকে শুরু হচ্ছে Grooming Session.

  • 11-12-2021 > Civil, Telecom, Electrical, AIDT
  • 12-12-2021 > Computer, Tourism & Hospitality
  • 13-12-2021 > Textile, GDPM
Diploma in Electrical Technology

Diploma In Electrical Technology

                                 

In this age of technology, we cannot imagine a single moment of our daily life without electricity. Electricity is the set of physical circumstances which is associated with the presence and motion of matter that has a property of electric charge. By Maxwell’s equations, Electricity is related to magnetism, both being part of the occurrence of electromagnetism. Numerous common phenomena are related to electricity. Such as, lightning, electric heating, static electricity, electric discharges and many more. The existence of an electric charge, which can be either positive or negative, manufactures an electric field. The motion of electric charges is an electric current and produces a magnetic field. Some of the most important pioneers in electrical engineering include electric light bulb-Thomas Edison, alternating current- George Westinghouse, induction motor-Nikola Tesla, radio invention- Guglielmo Marconi and television by Philo T. Farnsworth. These explorers spin ideas and concepts about electricity into practical devices and systems that conduct in the modern era.

Electrical Technology

Electricity was first come across in the 1700s by Benjamin Franklin. Benjamin Franklin performed the first electricity experiment in modern history. Since then, many others including Ampere, Ohm, Faraday, and Oersted managed to come about simple electrical devices after having appreciated the basic electrical principles. Much later, in 1904 Fleming’s diode started a new outlook for the advent of electronic components.

What is Electrical Technology?

The mother of all Industries is called Electrical Technology. This Technology is the important point of all Industrial factories. In our country, we are not only initiating the development of the power sector but also various industrial factories based on electricity.  As a result, the demand for Electrical Engineering is increasing day by day. The Electrical Technology Program is an informative program that prepares individuals to apply technical knowledge and skills necessary to install, maintain, operate and repair electrically-energized residential, industrial and commercial systems, and DC and AC motors, controls electrical distribution panels. Instruction foregrounds practical application of mathematics, science, circuit diagrams and use of electrical codes and includes blueprint reading, sketching and other subjects essential for employment in the electrical occupations. Reading and description of commercial and residential building wiring codes and specifications, installation and maintenance of wiring, service and distribution networks within large building complexes are also critical ingredients of the program.

Why Diploma in Electrical Technology?

Electrical engineering is one of the newer branches of engineering Technology. It is the sector of engineering that deals with the technology of electricity. These pioneers turned ideas about electricity into practical devices and systems that assist in the modern age. The first practical application of electricity was the telegraph which was invented by Samuel F.B. Morse in 1837. The need for electrical engineers was not felt until some 40 years later, upon the invention of the telephone (1876) by Alexander Graham Bell and of the dazzling lamp (1878) by Thomas A. Edison. The field of electrical technology has grown and divided into a number of specific categories, including power generation and communication systems, motors, batteries and control systems.

Electrical engineers also work at radio frequency (RF) systems, remote sensing, telecommunications, digital circuits, signal processing, instrumentation, audio, video and expressions. In our country there are a lot of Industries and corporate offices where a diploma technology student can easily start his occupation. The most important thing is, after completing SSC examination students can be admitted in Electrical Technology.

Which one is the Best Institute for Diploma?

Nowadays demand for technical education is increasing. That’s why the number of polytechnic institutes is increasing in every district or upazila of our country. There are a lot of polytechnic institutes which are best for Diploma in Electrical engineering. Daffodil Polytechnic Institute, BCI Engineering Institute, Daffodil Technical Institute (DTI), Ahsanullah Institute of Technical and Vocational Education and Training, MAWTS Institute of Technology, Dhaka Institute of Engineering & Technology, Ideal Institute of Science and Technology, National Institute of Engineering and Technology (NIET) and many more. Daffodil Polytechnic Institute is one of the best private polytechnic institutes in Dhaka. This reputed organization was established in 2006. DPI Organizes Internship fest and job fair for the graduate students, career counselling and contracts with the industries and business organization for establish employment of Students.

Career of a Diploma in Electrical Technology Graduate

In this diploma program, students will get the opportunity, during in-class lessons and labs, to put theory into practice through real-life applications. This practical perspective of learning will help graduate students at their internship or workplace.  

After completion of the advanced college diploma program, you’ll be able to demonstrate an ability to design, analyze, adapt, troubleshoot, commission and install electrical systems as applied to electrical engineering. As a graduate of the Electrical Technology program, graduates will be able to find work in various industries, such as energy (petroleum and electrical generation), construction/engineering, manufacturing, telecommunications, IT networks and intelligent building systems. Electrical Technology Students can get 4 years BSc degrees and also, they can apply for higher study abroad.

Nazmun Nahar

Digital Marketing Officer

Daffodil Polytechnic Institute 

অধ্যক্ষ জনাব কে এম হাসান রিপন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 👉ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ১ম এবং ৩য় পর্ব সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
৩ই নভেম্বর ২০২১ইং তারিখে ড্যাফোডিল পলিটেকনিকের সম্মানিত অধ্যক্ষ জনাব কে এম হাসান রিপন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

Textile-Final-Exam-2021

ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর পর্ব সমাপনী পরীক্ষা শুরু

১লা নভেম্বর ২০২১ইং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (BTEB) অধীনে-ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং(Diploma in Textile Engineering) এর পর্ব সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। ড্যাফোডিল পলিটেকনিকের (Daffodil Polytech ) ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করছে।

textile final exam -2021

Diploma in Engineering & Diploma in Tourism and Hospitality Management student’s final examination form fill up Notice September 2021

Notice for: 1st, 3rd, 5th, 7th semester regular & 8th-semester irregular Diploma in Engineering & Diploma in Tourism & Hospitality Management student’s final examination form fill up:

This is to inform the 1st, 3rd, 5th, 7th semester regular & 8th-semester irregular. Diploma in Engineering & Diploma in Tourism & Hospitality Management student’s that, semester final examination is going to be started from 08 November 2021.

Notice Link