ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে National Textile Day উদযাপন

National Textile Day উপলক্ষে ড্যাফোডিল পলিটেকনিকে ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিশেষ Panel Discussion। জাতীয় পর্যায়ে টেক্সটাইলের ভূমিকা ও ভবিষ্যৎ সম্ভাবনা – চ্যালেঞ্জ সমূহ নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়।

National Textile Day, a special panel discussion was organized at Daffodil Polytechnic Institute. The event was attended by industry experts and students who discussed the role of textiles at the national level, its prospects, and the challenges it faces.

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের স্বাধীনতা দিবস উদযাপন

সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে   ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে স্বাধীনতার দিবস উৎযাপন। 

২৬শে মার্চ, ২০২৪: অগ্নিঝরা মার্চ, স্বাধীনতার মার্চ, বাঙালি জাতির জেগে ওঠার মার্চ – এই ঐতিহাসিক দিনে মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এটি বাঙ্গালিজাতীর জন্য একটি গৌরবান্বিত দিন।তরুণ প্রজন্ম যেন এই দিনটিকে ভুলে না যায় এবং  আর যাদের আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা তাদের থেকে অনুপ্রাণিত হয়ে  তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীরা যেন দেশ এবং মানুষের  কল্যাণে  উৎসাহিত হয় তারই প্রেক্ষিতে ড্যাফোডিল পলিটেকনিক প্রতি বছর নানা আয়োজনে স্বাধীনতা দিবস উৎযাপন করে।

শিক্ষার্থীদের আয়োজনে ড্যাফোডিল পলিটেকনিকে অনুষ্ঠিত হলো “ইফতার ও দোয়া মাহফিল-২০২৪”

মাহে রমজান সিয়াম সাধনা ও আত্নশুদ্ধির মাস। ৩১মার্চ ২০২৪ ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল-২০২৪।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহ ওয়ালী উল্লাহ, খতীব,সোবহানবাগ জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, ধানমণ্ডি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা জীবনে এবং যুব সমাজে মাহে রমাজনের গুরুত্ব এবং এর প্রভাব নিয়ে তিনি আলোচনা করেন।  

 অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী বি.এম. আমিনুল ইসলাম, পরিদর্শক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,  মোহাম্মদ আবুল শাহিন কাওছার সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল পলিটেকনিকের অধক্ষ্য জনাব কে এম হাসান রিপন। 

এছাড়াও ড্যাফোডিল পলিটেকনিকের ৯টি  ডিপার্টমেন্টের ১১০০ এর অধিক বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ একই ছাদের নিচে উপস্থিত হয়ে এই দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করে।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ এবং একে অপরের সাথে মিলেমিশে কাজ করার দক্ষতা, সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষা লাভ করে।

Diploma in Telecommunication

ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন

যুগের পরিক্রমায় তথ্য আদান প্রদানের অনেক পদ্ধতি আবিষ্কার হয়েছে।বর্তমান বিশ্বে কত দ্রুত এবং কত নিখুঁতভাবে তথ্য আদান প্রদান করতে পারে সেটাই হয়ে দাঁড়িয়েছে মূল লক্ষ্য। ইলেকট্রনিক মিডিয়ার বিস্ফোরণের সাথে সাথে টেলিকম ইন্ডাস্ট্রি বিশ্বের প্রতিটি প্রান্তে দ্রুত বর্ধনশীল সেক্টরে পরিণত হয়েছে।

কেন ভর্তি হবেন ডিপ্লোমা ইন টেলিকম ইঞ্জিনিয়ারিং কোর্সটিতে?? তথ্য ও যোগাযোগের এই যুগে, মোবাইল, ইন্টারনেট এবং স্যাটেলাইটের মতো আরও ডিজিটালভাবে উন্নত যোগাযোগ যন্ত্র যোগাযোগ প্রযুক্তির বিস্তৃত প্রসারের পথ সুগম করছে। নেটওয়ার্ক ডিজাইনিং, ইন্সটল এবং সমস্যা সমাধানের চমৎকার প্রতিভা সম্পন্ন টেলিকমিউনিকেশন কোম্পানিতে ব্যাপক চাহিদা রয়েছে।অল্প খরচে চারবছর মেয়াদি ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনোলজি কোর্সটিতে ভর্তি হতে আজই যোগাযোগ করুন। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট।

বিস্তারিতঃ ০১৭১৩৪৯৩২৪৬,

https://dpi.ac/daffodil-polytechnic-institute/

Diploma in Telecommunication

গাড়ির জাদুকর লিপু -ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে

গাড়ির জাদুকর লিপু : বিশ্ববিখ্যাত বাংলাদেশি গাড়ি ডিজাইনার আসছেন ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে। বাংলাদেশেই জন্ম, বাংলাদেশি এমন অনেক তরুণ আছেন, যারা আন্তর্জাতিক অঙ্গনে তাদের কাজের জন্য সমাদৃত হয়েছেন এবং এখনো হচ্ছেন। তেমনই একজন নিজামুদ্দিন আউলিয়া। ডাকনাম লিপু। ‘লিপু অ্যান্ড পিটবুল’ নামক একটি মার্কিন রিয়েলিটি শোর মাধ্যমে যাকে কমবেশি সব গাড়িপ্রেমীই এক নামে চেনেন।লিপু একজন অটোমোটিভ ইঞ্জিনিয়ার এবং ডিজাইনার। আপনি একটি পুরনো গাড়ি তার হাতে তুলে দিলে তিনি গাড়িটিকে রিডিজাইন করে এমন একটি রূপ দান করবেন যে, নিজেই নিজের গাড়িকে চিনতে পারবেন না। পুরনো গাড়িকে অত্যাধুনিক রূপ দান করার বেলায় লিপুর জুড়ি নেই। আর এজন্যই তিনি আন্তর্জাতিকভাবে বিখ্যাত হয়েছেন। কাজ করেছেন বড়বড় গাড়ি ডিজাইনার এবং ইঞ্জিনিয়ারদের সাথে। ফেরারি ওনার্স ক্লাবের মূল ওয়েবসাইটে স্থান দেয়া হয় তাকে। সেখানে তার গাড়িকে পরিচয় করিয়ে দেয়া হয় দ্যা বাংলাদেশ ফেরারি হিসেবে। যার হাতের ছোঁয়ায় পুরনো ভাঙ্গাচোরা গাড়িও হয়ে উঠে অত্যাধুনিক সুপার কার।

১ ডিসেম্বর ২০২১ইং তারিখে ১১ঃ০০ মিনিটে গাড়ির জাদুকর লিপুর সাথে মিট করল ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের – ডিপ্লোমা অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ।

গাড়ির জাদুকর লিপু – ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে

গাড়ির জাদুকর লিপু: বিশ্ববিখ্যাত বাংলাদেশি গাড়ি ডিজাইনার আসছেন ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে। বাংলাদেশেই জন্ম, বাংলাদেশি এমন অনেক তরুণ আছেন, যারা আন্তর্জাতিক অঙ্গনে তাদের কাজের জন্য সমাদৃত হয়েছেন এবং এখনো হচ্ছেন। তেমনই একজন নিজামুদ্দিন আউলিয়া। ডাকনাম লিপু। ‘লিপু অ্যান্ড পিটবুল’ নামক একটি মার্কিন রিয়েলিটি শোর মাধ্যমে যাকে কমবেশি সব গাড়িপ্রেমীই এক নামে চেনেন। লিপু একজন অটোমোটিভ ইঞ্জিনিয়ার এবং ডিজাইনার। আপনি একটি পুরনো গাড়ি তার হাতে তুলে দিলে তিনি গাড়িটিকে রিডিজাইন করে এমন একটি রূপ দান করবেন যে, নিজেই নিজের গাড়িকে চিনতে পারবেন না। পুরনো গাড়িকে অত্যাধুনিক রূপ দান করার বেলায় লিপুর জুড়ি নেই। আর এজন্যই তিনি আন্তর্জাতিকভাবে বিখ্যাত হয়েছেন। কাজ করেছেন বড়বড় গাড়ি ডিজাইনার এবং ইঞ্জিনিয়ারদের সাথে। ফেরারি ওনার্স ক্লাবের মূল ওয়েবসাইটে স্থান দেয়া হয় তাকে। সেখানে তার গাড়িকে পরিচয় করিয়ে দেয়া হয় দ্যা বাংলাদেশ ফেরারি হিসেবে। যার হাতের ছোঁয়ায় পুরনো ভাঙ্গাচোরা গাড়িও হয়ে উঠে অত্যাধুনিক সুপার কার, তার সাথে মিট করতে চলে আসো ৭১ মিলনায়তনে।সময়ঃ ১০ঃ৩০ মিনিট। তারিখঃ ১ ডিসেম্বর ২০২১ইং গাড়ির জাদুকরের জাদু মিস করতে না চাইলে জয়েন কর উক্ত প্রোগ্রামে।

১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের হাইব্রিড পদ্ধতিতে ক্লাস ও পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে (২১ আগস্ট ২০২১)

নোটিশ
 এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের সকল ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো) নির্দেশ অনুয়ায়ী আগামী ২১ আগস্ট ২০২১ ইং তারিখ থেকে হাইব্রিড পদ্ধতিতে চলমান ক্লাস এবং ক্লাস টেস্ট, কুইজ টেস্ট ও পরীক্ষা নেওয়া হবে। উক্ত বিষয়ে, নিম্নে প্রতি পর্বের জন্য  হাইব্রিড রুটিন দেওয়া হলো।

August 2021- Hybrid Class Routine
September 2021 – Hybrid Class Routine

বর্তমান ক্লাস রুটিন এর সাথে মিল রেখে হাইব্রিড পদ্ধতিতে পরিচালিত হবে। এমতবস্থায়, রুটিনে উল্লেখিত তারিখ সমূহে উক্ত পর্বের সকল ছাত্র-ছাত্রীদের সরাসরি ক্যাম্পাসে এসে ক্লাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। 

হাইব্রিড পদ্ধতিতে ক্লাসে সংক্রান্ত যে কোন অনুসন্ধানের জন্য তোমার ডিপার্মেন্ট হেড এর সাথে যোগাযোগ করো।