গাড়ির জাদুকর লিপু -ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে

গাড়ির জাদুকর লিপু : বিশ্ববিখ্যাত বাংলাদেশি গাড়ি ডিজাইনার আসছেন ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে। বাংলাদেশেই জন্ম, বাংলাদেশি এমন অনেক তরুণ আছেন, যারা আন্তর্জাতিক অঙ্গনে তাদের কাজের জন্য সমাদৃত হয়েছেন এবং এখনো হচ্ছেন। তেমনই একজন নিজামুদ্দিন আউলিয়া। ডাকনাম লিপু। ‘লিপু অ্যান্ড পিটবুল’ নামক একটি মার্কিন রিয়েলিটি শোর মাধ্যমে যাকে কমবেশি সব গাড়িপ্রেমীই এক নামে চেনেন।লিপু একজন অটোমোটিভ ইঞ্জিনিয়ার এবং ডিজাইনার। আপনি একটি পুরনো গাড়ি তার হাতে তুলে দিলে তিনি গাড়িটিকে রিডিজাইন করে এমন একটি রূপ দান করবেন যে, নিজেই নিজের গাড়িকে চিনতে পারবেন না। পুরনো গাড়িকে অত্যাধুনিক রূপ দান করার বেলায় লিপুর জুড়ি নেই। আর এজন্যই তিনি আন্তর্জাতিকভাবে বিখ্যাত হয়েছেন। কাজ করেছেন বড়বড় গাড়ি ডিজাইনার এবং ইঞ্জিনিয়ারদের সাথে। ফেরারি ওনার্স ক্লাবের মূল ওয়েবসাইটে স্থান দেয়া হয় তাকে। সেখানে তার গাড়িকে পরিচয় করিয়ে দেয়া হয় দ্যা বাংলাদেশ ফেরারি হিসেবে। যার হাতের ছোঁয়ায় পুরনো ভাঙ্গাচোরা গাড়িও হয়ে উঠে অত্যাধুনিক সুপার কার।

১ ডিসেম্বর ২০২১ইং তারিখে ১১ঃ০০ মিনিটে গাড়ির জাদুকর লিপুর সাথে মিট করল ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের – ডিপ্লোমা অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ।

গাড়ির জাদুকর লিপু – ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে

গাড়ির জাদুকর লিপু: বিশ্ববিখ্যাত বাংলাদেশি গাড়ি ডিজাইনার আসছেন ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে। বাংলাদেশেই জন্ম, বাংলাদেশি এমন অনেক তরুণ আছেন, যারা আন্তর্জাতিক অঙ্গনে তাদের কাজের জন্য সমাদৃত হয়েছেন এবং এখনো হচ্ছেন। তেমনই একজন নিজামুদ্দিন আউলিয়া। ডাকনাম লিপু। ‘লিপু অ্যান্ড পিটবুল’ নামক একটি মার্কিন রিয়েলিটি শোর মাধ্যমে যাকে কমবেশি সব গাড়িপ্রেমীই এক নামে চেনেন। লিপু একজন অটোমোটিভ ইঞ্জিনিয়ার এবং ডিজাইনার। আপনি একটি পুরনো গাড়ি তার হাতে তুলে দিলে তিনি গাড়িটিকে রিডিজাইন করে এমন একটি রূপ দান করবেন যে, নিজেই নিজের গাড়িকে চিনতে পারবেন না। পুরনো গাড়িকে অত্যাধুনিক রূপ দান করার বেলায় লিপুর জুড়ি নেই। আর এজন্যই তিনি আন্তর্জাতিকভাবে বিখ্যাত হয়েছেন। কাজ করেছেন বড়বড় গাড়ি ডিজাইনার এবং ইঞ্জিনিয়ারদের সাথে। ফেরারি ওনার্স ক্লাবের মূল ওয়েবসাইটে স্থান দেয়া হয় তাকে। সেখানে তার গাড়িকে পরিচয় করিয়ে দেয়া হয় দ্যা বাংলাদেশ ফেরারি হিসেবে। যার হাতের ছোঁয়ায় পুরনো ভাঙ্গাচোরা গাড়িও হয়ে উঠে অত্যাধুনিক সুপার কার, তার সাথে মিট করতে চলে আসো ৭১ মিলনায়তনে।সময়ঃ ১০ঃ৩০ মিনিট। তারিখঃ ১ ডিসেম্বর ২০২১ইং গাড়ির জাদুকরের জাদু মিস করতে না চাইলে জয়েন কর উক্ত প্রোগ্রামে।