football_tournament3

Daffodil Polytechnic Institute Int. Departmental Football Tournament-2024

রুদ্ধশ্বাস প্রতিযোগিতার মধ্য দিয়ে ড্যাফোডিল পলিটেকনিক ইন্টাঃ ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টে টিম ইম্পায়র ইলেক্ট্রিক্যাল ইউনাইটেড ১ঃ০ গোলে চ্যাম্পিয়ন। 

২৭ ফেব্রুয়ারি ড্যাফোডিল স্মার্ট সিটিতে ঝমঝমাট উদ্ভোধনী অনুষ্ঠানের মাধ্যমে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের সম্মানিত অধ্যক্ষ্য জনাব কে এম হাসান রিপন  টুর্নামেন্টের উদ্ভোধন করেন। 

৬টি ডিপার্টমেন্ট থেকে বাছাইকৃত ৬টি দলের সমন্বয়ে টানটান ৬টি ম্যাচের মাধ্যমে সম্পূর্ণ টুর্নামেন্টি অনুষ্ঠিত হয়। এসময় সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডোলীগন উপস্থিত থেকে খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। 

 টুর্নামেন্টে রানার্স আপ হয় টিম কম্পিউটার টাইটান্স। 

খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ টিমের হাতে ট্রপি তুলে দেন প্রধান অতিথি মোহাম্মাদ মামুন মিয়া, সাবেক প্লেয়ার, জাতীয় ফুটবল টিম। এছাড়াও প্রতিটি দলের সেরা খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়। 

খেলাধূলা শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে শিক্ষার্থীগণ অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় খেলায় অংশগ্রহণ করে এবং খেলা উপভোগ করে এবং এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য এবং ক্রীড়াপ্রীতির জাগিয়ে তোলে।

Daffodil Polytechnic Institute Int. Departmental Football Tournament-2024

In a thrilling competition, Team Empire Electrical United emerged as champions in the Daffodil Polytechnic Institute Departmental Football Tournament, securing victory with a score of 1-0.

On February 27th, amidst much fanfare, the inauguration ceremony of the tournament took place at Daffodil Smart City. The principal of Daffodil Polytechnic Institute, Mr. K M Hasan Ripon, graced the occasion with his presence and officially inaugurated the tournament.

The tournament featured six carefully selected teams representing six departments, who competed in six exciting matches to complete the entire tournament. The presence of students and faculty members from all departments added to the fervor of the event, inspiring the players on the field.

The runners-up title went to Team Computer Titans after a series of intense matches. At the conclusion of the games, the chief guest, former national football team player Mr. Mohammad Mamun Mia, presented the championship trophy and medals to both the champions and the runners-up.

It is worth mentioning that sports play a vital role in the physical and mental development of students. The tournament provided an excellent platform for students to showcase their talents, boost their morale, and enjoy the spirit of sportsmanship.

Overall, the tournament was a resounding success, fostering a sense of camaraderie and sportsmanship among the students and faculty members of Daffodil Polytechnic Institute.