বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট পালন করলো বিশেষ ডে ক্যাম্প  

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ১ দিন ব্যাপী ১ম বিশেষ ডে ক্যাম্প নিজ ইন্সটিটিউট ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রধান কার্যালয় বাড়ি নং-২বি, রোড নং-১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটসের নির্দেশনা মোতাবেগ ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ দিনটি যথাযথ মর্যাদায় পালন করেছে। 

৮ এপ্রিল,২০২৩ শনিবার ২য় বারের মত দেশ ব্যাপী উদযাপিত হয়েছে “বাংলাদেশ স্কাউট দিবস”। এবারের থিম ছিল “স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো”। দিবসটি উপলক্ষে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যার মধ্যে ছিল পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন ঘোষণা, সমাজ উন্ননমূলক কার্যক্রম এ ছিল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষ ও আঙ্গিনা পরিস্কার পরিছন্ন কার্যক্রম,কম্পিউটার ল্যাব পরিস্কার পরিছন্ন করোন,শিক্ষা প্রতিষ্ঠানের বৃক্ষ পরিচর্য, স্মার্ট স্কাউট গড়ার লক্ষে স্মার্ট ফোন ব্যবহার, এ আই টুলস(chatGPT) সহ বিভিন্ন অ্যাপ্সের ব্যাবহারের কর্মশালা, স্কাউট ওন,সচেতনা মূলক র‍্যালি, এবং পতাকা অবনমনের  মাধ্যমে প্রোগ্রাম এর সমাপ্তি ঘোষণা। এ ছাড়া বাংলাদেশ স্কাউটস এর কেন্দ্রীয় অনুষ্ঠানে ইউনিট থেকে তিনজন রোভার স্কাউট অংশ গ্রহন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ কমিটির সচিব ও ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম, সহ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন।পতাকা উত্তলনের মাধমে ক্যাম্পের কার্যক্রম শুরু করেন ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম। সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ইউনিট লিডার প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষকদের সাথে নিয়ে পতাকা অবনমনের  মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ ডে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করেন।

গ্রুপ সম্পাদক

মুহাম্মাদ সহিদুল ইসলাম

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট 

রোভার স্কাউট গ্রুপ,ঢাকা।ইউনিট রেজিষ্ট্রেশন নং ৩৭৯২/২০২২

(সংযুক্তি:  ক্যাম্প ছবি)

Tags: No tags

Comments are closed.