ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে National Textile Day উদযাপন

National Textile Day উপলক্ষে ড্যাফোডিল পলিটেকনিকে ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিশেষ Panel Discussion। জাতীয় পর্যায়ে টেক্সটাইলের ভূমিকা ও ভবিষ্যৎ সম্ভাবনা – চ্যালেঞ্জ সমূহ নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়।

National Textile Day, a special panel discussion was organized at Daffodil Polytechnic Institute. The event was attended by industry experts and students who discussed the role of textiles at the national level, its prospects, and the challenges it faces.

প্রথমবারের মতো “সুবর্ণ জয়ন্তী রোভার মুট-২০২৪”-এ অংশগ্রহণ করে ড্যাফোডিল পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপের “গৌরব পতাকা” অর্জন!

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ রোভার ট্রেনিং সেন্টার, বাহাদুরপুর, গাজীপুরে অবস্থিত ঢাকা জেলা রোভার এর অধীনে সুবর্ণ জয়ন্তী রোভার মুট ২০২৪ এ অংশগ্রহণ করে। । ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম এর নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট রোভার স্কাউট ইউনিট অংশগ্রহণ করছে। ১- ৫ মার্চ ২০২৪ পর্যন্ত স্কাউটিং এর বিভিন্ন এক্টিভিটিজ এ অংশগ্রহণ করেছে এবং দেশের সকল পাবলিক ইউনিভার্সিটি (ঢাকা, চিটাগাং, রাজশাহী সহ অন্যান) এবং সরকারী কলেজ,পলিটেকনিক কে পিছনে ফেলে গৌরব পতাকা অর্জন করে।

Daffodil Polytechnic Institute is proudly sending its Rover Scouts to participate in the Rover Scout Golden Jubilee Rover Moot 2024, hosted by the Rover Training Center Bahadurpur, Gazipur, Led by Unit Leader Muhammad Shahidul Islam, the team of 8 members will partake in various scouting activities from March 1st to March 5th, 2024.

Approximately 600 units, with 9 members each (8 scouts + 1 leader), totaling around 3000 scouts and around 300 volunteers, are expected to participate. The program will involve 6 challenges, 7 activities, and implementation of 6 action plans throughout the event.

The Rover Scout Golden Jubilee Rover Moot aims to provide a platform for Rover Scouts from different units to engage in scouting activities, foster camaraderie, and develop leadership skills. The event will focus on promoting teamwork, outdoor skills, and community service among participants.

The Rover Scout Golden Jubilee Rover Moot 2024 promises to be an exciting and enriching experience for all participants. Through teamwork, leadership, and service-oriented activities, the event will contribute to the personal and professional development of Rover Scouts while upholding the values of scouting and community service.

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের স্বাধীনতা দিবস উদযাপন

সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে   ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে স্বাধীনতার দিবস উৎযাপন। 

২৬শে মার্চ, ২০২৪: অগ্নিঝরা মার্চ, স্বাধীনতার মার্চ, বাঙালি জাতির জেগে ওঠার মার্চ – এই ঐতিহাসিক দিনে মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এটি বাঙ্গালিজাতীর জন্য একটি গৌরবান্বিত দিন।তরুণ প্রজন্ম যেন এই দিনটিকে ভুলে না যায় এবং  আর যাদের আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা তাদের থেকে অনুপ্রাণিত হয়ে  তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীরা যেন দেশ এবং মানুষের  কল্যাণে  উৎসাহিত হয় তারই প্রেক্ষিতে ড্যাফোডিল পলিটেকনিক প্রতি বছর নানা আয়োজনে স্বাধীনতা দিবস উৎযাপন করে।

শিক্ষার্থীদের আয়োজনে ড্যাফোডিল পলিটেকনিকে অনুষ্ঠিত হলো “ইফতার ও দোয়া মাহফিল-২০২৪”

মাহে রমজান সিয়াম সাধনা ও আত্নশুদ্ধির মাস। ৩১মার্চ ২০২৪ ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল-২০২৪।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহ ওয়ালী উল্লাহ, খতীব,সোবহানবাগ জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, ধানমণ্ডি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা জীবনে এবং যুব সমাজে মাহে রমাজনের গুরুত্ব এবং এর প্রভাব নিয়ে তিনি আলোচনা করেন।  

 অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী বি.এম. আমিনুল ইসলাম, পরিদর্শক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,  মোহাম্মদ আবুল শাহিন কাওছার সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল পলিটেকনিকের অধক্ষ্য জনাব কে এম হাসান রিপন। 

এছাড়াও ড্যাফোডিল পলিটেকনিকের ৯টি  ডিপার্টমেন্টের ১১০০ এর অধিক বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ একই ছাদের নিচে উপস্থিত হয়ে এই দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করে।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ এবং একে অপরের সাথে মিলেমিশে কাজ করার দক্ষতা, সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষা লাভ করে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ড্যাফোডিল পলিটেকনিকে আয়োজিত হলো দুইদিন ব্যাপী ‘পাঠক মেলা’।

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে ৫২ এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়  পাঠক মেলার। ২০ ফেব্রুয়ারি ইন্সটিটিউটের নিজস্ব ক্যাম্পাসে ২দিন ব্যাপী ভিন্নধর্মী এই মেলার আয়োজন করা হয়। এই মেলার উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তকের বাইরে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং ভিন্ন ভিন্ন  বই এর প্রতি তাদের উৎসাহ তৈরি করা।

মেলার মূল আয়োজন ছিল একটু ভিন্ন, শিক্ষার্থীরা বেশকিছু স্টল এর মাধ্যমে তাদের নিজেদের বইগুলো উপস্থাপন করে এবং এখানে একজন শিক্ষার্থী অন্য একজন শিক্ষার্থীর সাথে তার বইগুলো এক্সচেঞ্জ করার সুযোগ পায়,  মেলার পাশেই ছিল পাঠকদের জন্য বই পড়ার কর্নার যেখানে শিক্ষার্থীরা স্টল থেকে বই সংগ্রহ করে পড়ার  সুযোগ পেয়েছে এবং মেলায় শিক্ষার্থীদের জন্য ছিলো বুক রিভিউ করার সুযোগ। বেস্ট বুক রিভিউ এর জন্য ছিলো আকর্ষনীয় পুরষ্কার। 

 মেলা চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়,  শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান, নাচ, কবিতা আবৃত্তি পরিবেশন করে   মেলা ঘুরে  জানা যায়  শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনে খুব সাড়া দিয়েছে এবং শিক্ষার্থীরা নিজেদের  বই এনে   সহপাঠীদের সাথে  বই এক্সচেঞ্জ করেছে, এতে করে তারা নতুন নতুন আরও বই পড়ার সুযোগ পেয়েছে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় যে তারা খুবই আনন্দিত এই ধরনের ভিন্ন ধর্মী একটি পাঠক মেলার আয়োজনে, তারা চায় ভবিষ্যতে যেন এ ধরনের আয়োজন নিয়মিত ভাবে অনুষ্ঠিত হয়।

20230803_173329

জাপানি ভাষায় ডিপ্লোমা শিক্ষার্থীদের দক্ষ করে তোলার জন্য চুক্তিবদ্ধ হয় DJIT এবং DPI

জাপানে দক্ষ কর্মীদের জন্য কাজের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। এশিয়া থেকে ৫০ হাজার দক্ষকর্মী কাজ করার সুযোগ পাচ্ছে জাপানে। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরাও পিছিয়ে নেই। তারা বিভিন্ন সেক্টরে নিজেদের দক্ষ ও যোগ্য ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলছে। তাই, জাপানে কর্মক্ষেত্রের বিশাল এই সুযোগ পাচ্ছে ড্যাফোডিল পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা শিক্ষার্থীদের জাপানে প্রবেশ করার পূর্বশর্ত হিসেবে জাপানিজ ভাষা আয়ত্ত্ব করা জরুরি। Daffodil japan it ltd (DJIT) বাংলাদেশের অন্যতম জাপানিজ ল্যাংগুয়েজ শিক্ষা প্রতিষ্ঠান, যাদের সাথে আজ ০৩ আগস্ট ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট চুক্তিবদ্ধ হয়।ফলে, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা ভাষাগত দক্ষতা অর্জন করবে এবং তাদের জন্য জাপানি মার্কেটপ্লেস উন্মুক্ত হবে। 

20230803_174117

জাপানে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, কাজের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরাও।

এশিয়া মহাদেশ থেকে কর্মক্ষম কর্মী নিচ্ছে জাপান, যেখানে সুযোগ পাচ্ছে বাংলাদেশের দক্ষ ও যোগ্য কর্মীরা। ফলে, কর্মক্ষেত্রের বিশাল সুযোগ সৃষ্টি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য। এই সুযোগটি গ্রহণ করার জন্য ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট আজ ০৩ আগস্ট ২০২৩ তারিখে দেশের অন্যতম স্বনামধন্য এজেন্সী Global Recruiting Agency(GRA), যারা জাপানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক TITP এবং SSW প্রোগ্রামের জন্য জাপানে দক্ষ কর্মী প্রেরণের জন্য একটি অনুমোদিত প্রতিষ্ঠান এর সাথে চুক্তিবদ্ধ হয়। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন শেষে জাপান মার্কেটে কর্মক্ষম কর্মী হিসেবে প্রবেশ করার সুযোগ পাবে।

WhatsApp Image 2023-01-21 at 14.01.51

Global Experience: Daffodil Polytechnic students learn and volunteering in India

A delegation of 20 students from Daffodil Polytechnic in Bangladesh embarked on a 10-day visit to India as part of an initiative to develop skilled Diploma Engineers. The students are participating in the International Volunteer & Internship Program (IVIP) at Kalinga Institute of Social Science (KISS) in Bhubaneswar, Odisha from January 15th to 22nd, 2023.

The students will engage in a volunteer training program organized by KIIT University as part of the IVIP, working with teams at KISS in the areas of academics, research, sports, and culture. Prior to their arrival, the students of KIIT University welcomed the Daffodil Polytechnic students with a special program that included a dance performance on their campus.

The students also participated in a session on Bio Fertilizers, gaining specialized knowledge about the benefits and various applications of this important agricultural technique. To celebrate UNESCO’s International Military Year-2023, the students, along with their peers from KISS and UMAP from various countries, showcased posters at Kalinga Institute of Social Sciences and participated in sessions on the Military Year theme.

This international tour provides a valuable opportunity for the diploma engineering students to explore higher education options. On the third day of the trip, the students visited the large-scale kitchen of KISS, where they observed the technological steam cooking process and learned about the latest technology. They also participated in a session on the impact of climate change, gaining a comprehensive understanding of the subject.

On the final day of the program, Mr. Achutya Samantha, Founder of KIIT and KISS, led a session on participation in the IVIP and presented certificates to the students, marking a significant accomplishment for the diploma engineering students.

In addition to volunteering, the students also visited the Tribal Museum in Odisha, which provided them with an understanding of the history and culture of the region. They were accompanied by the Honorable Deputy Director of Daffodil Polytechnic, Mr. KM Parvez Bobby, and the Honorable Vice Principal of Daffodil Institute of Engineering and Technology, Mr. Abdul Hakeem.

WhatsApp Image 2023-01-21 at 14.01.51

“আন্তর্জাতিক অভিজ্ঞতা: ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের ভারতে জ্ঞান অর্জন এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম”

দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ার লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে Daffodil Polytechnic Institute এর ২০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল ১০ দিনের ভারত সফরে যান । তারা Kalinga Institute of Social Science, India তে International Volunteer & Internship Program(IVIP) এর অধীনে ১৫-২২ জানুয়ারী ২০২৩ ভারতের ভুবনেশ্বর, ওড়িশা, পরিদর্শন করে।  

ইতোমধ্যে শিক্ষার্থীরা International Volunteer & Internship Program (IVIP) এর অধীনে KIIT  বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত একটি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করে। যেখানে, শিক্ষার্থীরা KISS-এ শিক্ষা, গবেষণা, ক্রীড়া ও সাংস্কৃতিক দলের সাথে কাজ করে। এর আগে  KIIT বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা নৃত্য পরিবেশনসহ বিশেষ আয়োজনের মাধ্যমে তাদের ক্যাম্পাসে ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের অভিনন্দন জানায়। পরবর্তীতে শিক্ষার্থীরা বায়ো ফার্টিলাইজারের উপর একটি অধিবেশনে যোগদান করে, যেখানে তারা জৈবসারের মূল্য এবং বিভিন্ন ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করে। এছাড়াও ইউনেস্কোর ইন্টারন্যশনাল মিলিট ইয়ার-২০২৩ উপলক্ষ্যে আমাদের শিক্ষার্থীরা KISS শিক্ষার্থীসহ বিভিন্ন দেশের UMAP শিক্ষার্থীদের  সাথে ভারতের কলিঙ্গা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে পোস্টার উপস্থাপন করেন ও মিলিট ইয়ার এর উপর সেশনে অংশগ্রহণ করে।

এই উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীদের জন্য উচ্চতর পড়াশোনা নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি বড় সুযোগ। আন্তর্জাতিক এই সফরের ৩য় দিনে, শিক্ষার্থীরা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে  বৈজ্ঞানিকভাবে বাষ্পে রান্নার প্রক্রিয়া দেখতে KISS-এর মেগা কিচেন  পরিদর্শন করে ও নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান আহরণ করে। পাশাপাশি শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবের উপর একটি অধিবেশনে অংশ নেয়। যার ফলে  জলবায়ু পরিবর্তন সম্পর্কে সমস্ত খুঁটিনাটি বিষয়ে তারা জ্ঞান অর্জন করে।

সেশনের শেষ দিন ড. অচিন্তা সামান্তা, প্রতিষ্ঠাতা, KIIT এবং KISS ড্যাফোডিল পলিটেকনিকের পুরো টিমকে  (IVIP) প্রোগ্রামে অংশগ্রহণের উপর একটি সেশন নিয়ে থাকেন এবং শিক্ষার্থীদের সনদ প্রদান করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় অর্জন। ভলেন্টিয়ারি কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীরা ওড়িশার আদিবাসী মিউজিয়াম ভ্রমণ করেন, যা তাদের ওড়িশার এতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারনা প্রদান করে। পুরো সফরে শিক্ষার্থীদের সাথে ছিলেন ড্যাফোডিল পলিটেকনিকের সম্মানিত ডেপুটি ডিরেক্টর জনাব কে এম পারভেজ ববি এবং ড্যাফোডিল ইন্সিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব আব্দুল হাকিম।

Textile Technology – শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

Daffodil Polytechnic Institute প্রতি বছরের ন্যায় নিশ্চিত করে আসছে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ব্যবস্থা। এরই ফলস্রুতিতে আগামী ১৯-১২-২০২১ ইং তারিখে ✪ Internship Fest 2021 for Diploma Engineering✪ আয়োজিত হতে যাচ্ছে। অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার ফলে শিক্ষার্থীদের কর্মদক্ষতা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হয়।Textile Technology ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ।আমাদের সাথে থাকছে বাংলাদেশের সনামধন্য প্রতিষ্ঠান ▷ Hams Garments Ltd ◁. Hams Garments Ltd দিচ্ছে আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের ইন্টার্নশিপের সুযোগ। Internship Fest এর জন্য তুমি প্রস্তুত তো? রেজিষ্ট্রেশন করে না থাকলে আজই রেজিষ্ট্রেশন করে নিশ্চিত করে নেও তোমার কাঙ্খিত ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপের সুযোগ।

আমাদের সাথে থাকছে বাংলাদেশের সনামধন্য প্রতিষ্ঠান ▷ FAKIR Fashion◁. FAKIR Fashion দিচ্ছে আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের ইন্টার্নশিপের সুযোগ। Internship Fest এর জন্য তুমি প্রস্তুত তো? রেজিষ্ট্রেশন করে না থাকলে আজই

রেজিষ্ট্রেশন করে নিশ্চিত করে নেও তোমার কাঙ্খিত ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপের সুযোগ।

রেজিষ্ট্রেশন লিঙ্কঃ http://internshipfest.dpi.ac/index.php/registration/