14

Powering Ahead: Farewell Program of Session 2019-20 – Embracing New Beginnings for Electrical Technology Students

We cherish with pleasure the memorable Farewell Program held by the Electrical Technology Department for 7th Semester students in Session 2019-20. This event was an important milestone in their educational path, allowing them to wave goodbye to their alma institution and other classmates while making precious memories and strengthening their relationships for the next chapter of their life. In addition, we held an orientation event for first semester students, encouraging them toward a successful academic path.

The Farewell Program was graced by the esteemed presence of our Honorable Principal, Mr. K M Hasan and the Department Head, Mr. Md. Shafikul Islam. Their presence added prestige and significance to the event. Additionally, Students from other semesters and departmental professors also participated in the event, encouraging solidarity and shared experiences.

The Farewell Program, with its main aim of providing a remarkable and significant experience, served as a platform for departing students saying goodbye to their alma mater and fellow classmates, generating lasting memories and deepening the ties formed during their time at the institution of learning. Furthermore, it aspired to encourage and motivate students as they moved into the professional world, passing on the principles and expertise they had learned during their time there.

Simultaneously, we organized an orientation session for the 1st semester students, equipping them with essential information, guidance, and support for their academic journey. This session laid a strong foundation for their future success, ensuring a smooth transition into the new educational environment.

The Farewell Program took place on June 20, 2023, marking a significant milestone in the lives of our departing students. It was a day filled with mixed emotions as they bid farewell to their beloved institution and prepared to embark on new adventures.

As we reflect on the Farewell Program, we celebrate the lasting impact of the students’ educational journey at our institution. We have full confidence that they have gained valuable knowledge, skills, and experiences that will guide them in their future endeavors. We extend heartfelt congratulations to all the students and express our gratitude to the honorable guests and participants who made the event truly special.

We wish the departing students immense success and fulfillment in their future endeavors. May they carry the values and knowledge gained from their time at our institution and make a positive difference in the professional world.

355115294_647268464095384_5044975324803282568_n

Introducing the Architecture Club and Interior Project Corner: Fostering Creativity and Collaboration

Exciting news abounds from the Architecture Department at Daffodil Polytechnic Institute! Recently, a group of exceptionally talented students took the initiative to revitalize Academic Building 2, transforming it into a dynamic and inspiring space known as “Interior Project Corner.” This endeavor serves as a thriving hub for innovation and creativity to flourish.

The students divided themselves into five groups driven by their passion for architecture, carefully selected specific areas within Academic Building 2 to showcase their ingenious ideas and artistic flair. The primary objective was to cultivate a conducive learning environment that encourages collaboration, enabling students to exchange ideas, engage in project work, and gain valuable practical experience.

Building upon the resounding success of the Interior Project Corner, the Architecture Department takes great pride in inaugurating the Architecture Club. This esteemed club seeks to nurture and cultivate the talents of aspiring architects by providing a range of enriching activities and diverse opportunities.

We are delighted to share that the inaugural program for the Architecture Club was held on June 19, 2023, and was graced by esteemed guests: Dr. Kishore Kumar, Director General of Techno India University, and Mr. K M Hasan, Principal of Daffodil Polytechnic. Their presence added immense value to the event, serving as a profound inspiration to the students and marking the beginning of an exciting journey.

As the Architecture Department continues to pave the way for excellence in architectural education, the Interior Project Corner and the newly established Architecture Club are significant milestones. These initiatives aim to empower students, foster collaboration, and provide a platform for creativity to flourish.

Stay tuned for more updates on upcoming events, workshops, and competitions organized by the Architecture Club. We look forward to witnessing the growth and accomplishments of our talented students as they embark on this architectural journey.

298A8355

ড্যাফোডিল পলিটেকনিকে অনুষ্ঠিত হলো World Engineering Day-2023 For sustainable development.

আধুনিক জীবনে প্রকৌশলের ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে UNESCO আন্তর্জাতিক দিবস হিসাবে প্রতি বছরের ৪ মার্চ বিশ্বব্যাপী পালিত হয় প্রকৌশলী  দিবস। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এই বছরও ড্যাফোডিল পলিটেকনিকে অনুষ্ঠিত হচ্ছে World Engineering Day-2023 For sustainable development. 

ইনোভেশন, প্রজেক্ট প্রদর্শনী, হ্যাকাথন, ইঞ্জিনিয়ারিং ইনোভেশন, র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের নিয়ে উৎযাপন করা হয় World Engineering Day-2023.  এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, ডঃ মোঃ মফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির সিইও জনাব মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ জনাব কে এম হাসান রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাফোডিল পলিটেকনিকের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

উন্নত বিশ্বের জন্য প্রকৌশলীদের অর্জনগুলো ও তাদের কঠোর পরিশ্রমে তৈরীকৃত প্রযুক্তি কীভাবে আধুনিক জীবন এবং টেকসই উন্নয়নের কেন্দ্রবিন্দু সে সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্দ করা এবং জনসাধারণের বোঝার সুযোগ করে দেওয়াই অনুষ্ঠানের মূললক্ষ্য।

WhatsApp Image 2023-01-21 at 14.01.51

Global Experience: Daffodil Polytechnic students learn and volunteering in India

A delegation of 20 students from Daffodil Polytechnic in Bangladesh embarked on a 10-day visit to India as part of an initiative to develop skilled Diploma Engineers. The students are participating in the International Volunteer & Internship Program (IVIP) at Kalinga Institute of Social Science (KISS) in Bhubaneswar, Odisha from January 15th to 22nd, 2023.

The students will engage in a volunteer training program organized by KIIT University as part of the IVIP, working with teams at KISS in the areas of academics, research, sports, and culture. Prior to their arrival, the students of KIIT University welcomed the Daffodil Polytechnic students with a special program that included a dance performance on their campus.

The students also participated in a session on Bio Fertilizers, gaining specialized knowledge about the benefits and various applications of this important agricultural technique. To celebrate UNESCO’s International Military Year-2023, the students, along with their peers from KISS and UMAP from various countries, showcased posters at Kalinga Institute of Social Sciences and participated in sessions on the Military Year theme.

This international tour provides a valuable opportunity for the diploma engineering students to explore higher education options. On the third day of the trip, the students visited the large-scale kitchen of KISS, where they observed the technological steam cooking process and learned about the latest technology. They also participated in a session on the impact of climate change, gaining a comprehensive understanding of the subject.

On the final day of the program, Mr. Achutya Samantha, Founder of KIIT and KISS, led a session on participation in the IVIP and presented certificates to the students, marking a significant accomplishment for the diploma engineering students.

In addition to volunteering, the students also visited the Tribal Museum in Odisha, which provided them with an understanding of the history and culture of the region. They were accompanied by the Honorable Deputy Director of Daffodil Polytechnic, Mr. KM Parvez Bobby, and the Honorable Vice Principal of Daffodil Institute of Engineering and Technology, Mr. Abdul Hakeem.

WhatsApp Image 2023-01-21 at 14.01.51

“আন্তর্জাতিক অভিজ্ঞতা: ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের ভারতে জ্ঞান অর্জন এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম”

দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ার লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে Daffodil Polytechnic Institute এর ২০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল ১০ দিনের ভারত সফরে যান । তারা Kalinga Institute of Social Science, India তে International Volunteer & Internship Program(IVIP) এর অধীনে ১৫-২২ জানুয়ারী ২০২৩ ভারতের ভুবনেশ্বর, ওড়িশা, পরিদর্শন করে।  

ইতোমধ্যে শিক্ষার্থীরা International Volunteer & Internship Program (IVIP) এর অধীনে KIIT  বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত একটি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করে। যেখানে, শিক্ষার্থীরা KISS-এ শিক্ষা, গবেষণা, ক্রীড়া ও সাংস্কৃতিক দলের সাথে কাজ করে। এর আগে  KIIT বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা নৃত্য পরিবেশনসহ বিশেষ আয়োজনের মাধ্যমে তাদের ক্যাম্পাসে ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের অভিনন্দন জানায়। পরবর্তীতে শিক্ষার্থীরা বায়ো ফার্টিলাইজারের উপর একটি অধিবেশনে যোগদান করে, যেখানে তারা জৈবসারের মূল্য এবং বিভিন্ন ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করে। এছাড়াও ইউনেস্কোর ইন্টারন্যশনাল মিলিট ইয়ার-২০২৩ উপলক্ষ্যে আমাদের শিক্ষার্থীরা KISS শিক্ষার্থীসহ বিভিন্ন দেশের UMAP শিক্ষার্থীদের  সাথে ভারতের কলিঙ্গা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে পোস্টার উপস্থাপন করেন ও মিলিট ইয়ার এর উপর সেশনে অংশগ্রহণ করে।

এই উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীদের জন্য উচ্চতর পড়াশোনা নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি বড় সুযোগ। আন্তর্জাতিক এই সফরের ৩য় দিনে, শিক্ষার্থীরা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে  বৈজ্ঞানিকভাবে বাষ্পে রান্নার প্রক্রিয়া দেখতে KISS-এর মেগা কিচেন  পরিদর্শন করে ও নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান আহরণ করে। পাশাপাশি শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবের উপর একটি অধিবেশনে অংশ নেয়। যার ফলে  জলবায়ু পরিবর্তন সম্পর্কে সমস্ত খুঁটিনাটি বিষয়ে তারা জ্ঞান অর্জন করে।

সেশনের শেষ দিন ড. অচিন্তা সামান্তা, প্রতিষ্ঠাতা, KIIT এবং KISS ড্যাফোডিল পলিটেকনিকের পুরো টিমকে  (IVIP) প্রোগ্রামে অংশগ্রহণের উপর একটি সেশন নিয়ে থাকেন এবং শিক্ষার্থীদের সনদ প্রদান করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় অর্জন। ভলেন্টিয়ারি কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীরা ওড়িশার আদিবাসী মিউজিয়াম ভ্রমণ করেন, যা তাদের ওড়িশার এতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারনা প্রদান করে। পুরো সফরে শিক্ষার্থীদের সাথে ছিলেন ড্যাফোডিল পলিটেকনিকের সম্মানিত ডেপুটি ডিরেক্টর জনাব কে এম পারভেজ ববি এবং ড্যাফোডিল ইন্সিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব আব্দুল হাকিম।

298A1401

“Internship Fest-2022 Organized at Daffodil Polytechnic to ensure Internship of Diploma Engineers”

On October 16, 2022, for the 5th time Daffodil Polytechnic Institute organized Internship Fest 2022. Basically, this fest is organized to ensure the internship of the eighth Semester students of four years Diploma Engineering. Reputed 40 companies of the country participated directly in the fest with internship and job opportunities for diploma engineers and a total of 500 students of public and private polytechnics of the country including Daffodil Polytechnic participated in the direct interview through the internship fest.

The Opening Ceremony of the Internship Fest 2022 was held in auditorium 71 of Daffodil Tower 5, Sobahan Bagh, Dhanmondi this morning. Dr. Md. Omar Faruque, Director General, DTE was present as the chief guest. Mr. Mosharraf Hossain, President, FBHRO, and Mr. Debashish Roy, National Project Manager, Futurenation, UNDP were present as special guests in the event and Mohammad Nuruzzaman (CEO, Daffodil Family) presided over the event.

internshipfest-2022

Besides the day-long interview session, students are also given the opportunity to participate in industry academia talks, Career counseling and quiz competitions. Through this program, under one roof students get an opportunity to interview in multiple organizations at the same time, and several students are able to secure their internships. As a result of the arrangement of Internship Fest both employers and students benefited a lot.

References, Daffodil Polytechnic has been working since 2006 under Technical Education Board (BTEB) to produce skilled Diploma Engineers.

See More:

BD Sangbad News: https://bdsangbad.com/dpi-3534gfgfdg/

The NewsTimes bd News: https://thenewstimesbd.com/education/dpi-holds-internship-fest-2022/

Ajker Potrika News: http://epaper.ajkerpatrika.com/imageview/56478/1975130032.html

Daily Sun News:

298A1918

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ৮ম পর্বের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গ্রুমিং সেশন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ৮ম পর্বের শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশীপ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের নিয়মিত আয়োজন Internship Fest.

প্রতিবছরের ন্যায় এ বছরও সরাসরি ইন্ডাস্ট্রি থেকে দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়ার জন্য Daffodil Polytechnic Institute আয়োজন করতে যাচ্ছে Internship Fest 2022. তারই ধারাবাহিকতায় Internship Fest এর পূর্ব প্রস্তুতি হিসেবে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো Career Grooming Session. যেখানে শিক্ষার্থী দের CV Writing সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়ার পাশাপাশি ইন্টারভিউ ট্রিক্স নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।

Career Grooming Session এ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের পরিচালক জনাব এম সাব্বির আলী এবং বসুন্ধরা গ্রুপের HR জনাব মোঃ আলমগীর কবির। আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল পলিটেকনিকের অধ্যক্ষ জনাব কে এম হাসান রিপন, উপাধ্যক্ষ জনাব জহিরুল ইসলাম ফরহাদ, উপ-পরিচালক জনাব কে এম পারভেজ এবং শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রী বৃন্দ।

Blog-Poster

শিক্ষার্থীদের জন্য ডিপ্লোমা শেষে UK -তে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে বিশেষ সেমিনার

ড্যাফোডিল পলিটেকনিকে Bangor University শিক্ষার্থীদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।মূলত ডিপ্লোমা শেষে শিক্ষার্থীদের অনেকেই উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যেতে আগ্রহী হয়ে থাকে, শিক্ষার্থীদের সেই সুযোগ করে দিতেই এ সেমিনারের আয়োজন। সেমিনারে Bangor Univerisity-তে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ ও চাকরিতে প্রবেশের সুযোগ-সুবিধা সমুহ তুলে ধরা হয়। ✅পরবর্তীতে ড্যাফোডিল পলিটেকনিক ও Bangor University সাথে সৌজন্য সাক্ষাতে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পাশাপাশি কর্মসংথান ও স্কলারশিপের নান সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


Bangor University-এর আঞ্চলিক ব্যবস্থাপক মিঃ মরগান এডওয়ার্ডস, ড্যাফোডিল ফ্যামিলির সিইও জনাব মোহাম্মদ নুরুজ্জামান এবং ড্যাফোডিল পলিটেকনিকের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ জনাব কে এম হাসান রিপন এবং ড্যাফোডিল পলিটেকনিকের উপ-পরিচালক জনাব কে এম পারভেজ ববি পরিচালক Bangor University, কান্ট্রি রিপ্রেসেন্টিটিভ জনাব ইশতিয়াক হোসাইন উপস্থিত ছিলেন।

IMG_2018

ড্যাফোডিল পলিটেকনিকে এস এম ই ফাউন্ডেশনের ৫ দিন ব্যাপী কর্মশালা 

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট-এ শুরু হয়েছে নতুন উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে,  এস এম ই ফাউন্ডেশন দ্বারা আয়োজিত ৫ দিন ব্যাপী “HOW TO STARTS NEW BUSINESS” শীর্ষক ট্রেইনিং।  এ ট্রেইনিং এর মাধ্যমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের টেকনো এন্টারপ্রেনিওরশিপ এর উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।  ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এর ৩০ জন শিক্ষার্থীকে এস এম ই ফাউন্ডেশন থেকে ট্রেইনিং দেয়া হচ্ছে, যার ফলে ডিপ্লোমা শিক্ষার্থীরা টেকনো এন্টারপ্রেনিওরশিপ এ দক্ষ উদ্যোগতা হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে।

উক্ত ট্রেইনিং এ উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্বাস আলী,সহকারী মহাব্যবস্থাপক,প্রশিক্ষণ, বিজনেস ইনকিউবেশন সেন্টার এবং ড্যাফোডিল পলিটেকনিকের সিনিয়র সহকারী পরিচালক জনাব কে এম পারভেজ ববি, জনাব আব্দুল হাকিম এবং জনাব জহিরুল ইসলাম

4pic in 1-01 (1)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব মোঃ আলী আকবর খান পরিদর্শন করেন- ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট।

আজ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সন্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য রাখেন এবং সেই সাথে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনার দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি প্রতিষ্ঠানের নিজস্ব অনলাইন প্লাটফর্মে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম পর্যবেক্ষণ করেন, যেখানে ভার্চুয়াল সিস্টেমে কোর্স ম্যানেজমেন্ট ও শিক্ষার্থীদের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল পলিটেকনিকের সিনিয়র সহকারী পরিচালক জনাব জহিরুল ইসলাম ফরহাদ, জনাব কে এম পারভেজ ববি ও জনাব মোঃ আব্দুল হাকিম। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের শিক্ষকমণ্ডলী।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://www.youtube.com/watch?v=AyqCi1OFbbA