DSC00688 copy (1)

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট কর্তৃক সফলভাবে সম্পন্ন হলো Innovation & Skills Competition-2023.

আজ ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, Career Launch Pad এর উদ্যোগে  সফলভাবে সম্পন্ন হলো Innovation & Skills Competition-2023. শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ডোমেনের   মোট ৩৯টি প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা উপস্থিত  হয়েছে। তন্মধ্যে স্মার্ট অ্যাপস, ক্লাউড টেকনোলোজি এবং বৈদ্যুতিক প্রযুক্তি সম্পন্ন প্রজেক্টগুলো উল্লেখযোগ্য ছিলো।

এই প্রোগ্রামের অংশগ্রহণের মাধ্যমে, শিক্ষার্থীরা তাদের দক্ষতা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করা এবং তারা তাদের প্রযুক্তিসম্পন্ন দক্ষতাকে  চাকরির বাজারে তুলে ধরতে সক্ষম হবে এছাড়াও তারা  নিত্য নতুন আবিষ্কারে উৎসাহিত হবে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরের শিক্ষার্থীরা Innovation & Skills Competition-2023-এ অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা এবং প্রযুক্তিগত প্রকল্পের কাজগুলি প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম পেয়েছে। ইভেন্টের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের গবেষণা ও উন্নয়নমূলক কাজে নিয়োজিত হতে অনুপ্রাণিত করা এবং উৎসাহিত করা। শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিসম্পন্ন শিক্ষাকে চাকরির বাজারে তুলে ধরতে সক্ষম হয়েছে। বিভিন্ন স্কুল, কলেজের প্রযুক্তি-প্রিয়াসী শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ এই প্রোগ্রামে প্রজেক্ট পরিদর্শন করতে এসেছেন। পরিদর্শনকালে তারা সকল প্রজেক্ট নিয়ে তাদের মতামত ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (সমন্বয় ও মূল্যায়ন) যুগ্ম সচিব মোঃ জোহর আলী। তিনি শিক্ষার্থীদের নতুন উদ্ভাবন এবং সৃজনশীল বিকাশের জন্য উৎসাহিত করেন। প্রধান বিচারপতি হিসেবে উপস্থিত ছিলেন, Institutional Quality Assurance Cell(IQAC)এর পরিচালক,অধ্যাপক ড. এ.কে.এম. ফজলুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিইও জনাব মোঃ নুরুজ্জামান, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কে এম হাসান রিপনসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

World Youth Skills Day on 15th and 16th July 2021

In 2014, the UN General Assembly declared July 15 as World Youth Skills Day. The main goal of this day is to provide employment to the youth, decent work and development of young entrepreneurs and their skills.

This day was celebrated for the first time in Bangladesh by Daffodil Polytechnic Institute and Bangladesh Skill Development Institute.
Following this, Daffodil Polytechnic Institute and Bangladesh Skill Development Institute are going to jointly organize a two-day program this year through various online activities.

15 July 2021

1) Special discussion: 4:30 minutes. Subject: Reimagining Youth Skills Post-Pandemic (LIVE)
2) Discussion on Youth: 9pm (LIVE). Subject: What do you want, how do you want to move forward

July 16, 2021


3) Special workshop: 10:30 in the morning
Subject: Get ready with Required skills Post-Pandemic
Registration Link: https://forms.gle/AVCU64dBkzcYnAqE7
4) Special webinar evening on skills development and income growth strategies at 6:30 pm