Robotics-Practice

Polytechnic Students Start Robotics Practice at Daffodil International University

Polytechnic Students Start Robotics Practice at Daffodil International University‘s Robotics LAB , ড্যাফডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা  ১০ ই জুন ২০২১ থেকে পেলো একটি গ্রেট সুযোগ Daffodil International University – র Robotics LAB Use করে Robot বানানোর  শিক্ষায় নিজেকে এক থাপ এগিয়ে নেওয়ার সুযোগ ।পলিটেকনিক শিক্ষা ব্যবস্থায় রোবটিক্স নিয়ে কোন সাবজেক্ট না থাকায় তারা রোবটিক্স নিয়ে স্টাডি করার সুযোগ পেত না । অথচ পলিটেকনিকের শিক্ষা ব্যবস্থায় যেমনটি কম্পিউটার, ইলেকট্রিকাল, টেলিকম , মেকানিক্যাল সাবজেক্ট গুলি  আছে যার দ্বারা অনায়াসে  রোবট তৈরি করতে পারে এবং রোবটিক্স স্টাডি করতে পারে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে কারিকুলামে এখনো রোবটিক্স নামে কোন টেকনোলজি চালু করেনি অদূর ভবিষ্যতে হয়ত বাংলাদেশ কারিগরি শিক্ষাব্যবস্থায় বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড (BTEB) এর আন্ডারে এই সাবজেক্ট চলে আসবে। 

DIU Robotics Club : https://diurc.daffodilvarsity.edu.bd/