wet-procccesing

The Importance of Wet Processing and Its main function

ওয়েট প্রসেসিংঃ ওয়েট অর্থ ভেজা বা সিক্ত আর প্রসেস অর্থ প্রক্রিয়া তাই ওয়েট প্রসেস বলতে ভেজা বা সিক্ত প্রক্রিয়াকে বুঝায়।বুনন বা বুনন থেকে উৎপাদিত কাপড়কে গ্রে ফ্যাব্রিক বলা হয়, কারণ এতে প্রাকৃতিক রঙ থাকে এবং তা বাজারজাতকরণের জন্য উপযুক্ত নয়। তাই কিছু ট্রিটমেন্টের প্রয়োজন হয়, যেমন সিনজিং, ডিসাইজিং, ব্লিচিং, ডাইং, প্রিন্টিং, এবং ফিনিশিং ইত্যাদি। একটি ফ্যাব্রিককে ক্রেতার কাছে গ্রহনযোগ্য করতে কিছু রাসায়নিক ট্রিটমেন্ট অপরিহার্য এবং এই প্রক্রিয়াগুলিকে ওয়েট প্রসেসিং বলা হয়। সুতরাং, ভেজা প্রক্রিয়াকরণ এমন একটি প্রক্রিয়া যেখানে টেক্সটাইল উপকরণগুলিকে কিছু রাসায়নিক পদার্থ দিয়ে ট্রিটমেন্ট করা হয় এবং পানি দিয়ে ভেজানো হয়। ভেজা প্রক্রিয়াকরণে পানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশিরভাগ প্রক্রিয়া পানি দিয়ে সম্পন্ন করা হয়। তাই ভিজা প্রক্রিয়াকরণে বিশুদ্ধ পানি অত্যন্ত প্রয়ো্নীয় একটি উপকরণ।

 ওয়েট প্রসেসিংয়ের গুরুত্বঃ মূলত ওয়েট প্রসেসিং পানি সম্পর্কিত একটি প্রক্রিয়া। এখানে সব প্রক্রিয়াই গুরুত্ব বহন করে। উদাহরণ স্বরূপ: ডিসাইজিং হলো এমন একটি প্রক্রিয়া যা সাইজিং উপকরণ (স্টার্চ, মোম, ট্যালো, তেল, কার্বক্সিলিক অ্যাসিড, সাগো ইত্যাদি) অপসারণের জন্য প্রয়োজন। তারপরে ফ্যাব্রিক ধবধবে সাদা করার জন্য  ব্লিচিং করা হয়। এইভাবে ফিনিশড ফ্যাব্রিক পাওয়ার আগ পর্যন্ত ফ্যাব্রিক এইসকল গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। তাই এই ওয়েট প্রসেসিং প্রক্রিয়ায় কোনো ত্রুটি থাকলে মানসম্পন্ন কাপড় তৈরি করা সম্ভব নয়।

ওয়েট প্রসেসিংয়ের কাজসমূহঃ ওয়েট প্রসেসিং এর কাজগুলোকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ

১। প্রিট্রিটমেন্ট

২। ডাইং এন্ড প্রিন্টিং, এবং

৩। ফিনিশিং

প্রিট্রিটমেন্ট: টেক্সটাইল সামগ্রীকে ডাইং এবং প্রিন্টিং এর উপযোগী করে তোলার জন্য যে প্রক্রিয়াটি করা হয় তাকে প্রিট্রিটমেন্ট বলে। যেমন – Singing, Desizing, Scouring, Bleaching ইত্যাদি।

ডাইং এবং প্রিন্টিং: যে প্রক্রিয়ার মাধ্যমে টেক্সটাইল সামগ্রীগুলিকে বিভিন্ন ধরণের রঞ্জক বা রং, সম্পর্কিত রাসায়নিক পদার্থ দ্বারা প্রয়োজনীয় রঙ করা হয় তাকে ডাইং বা রঞ্জনবিদ্যা বলে। পূর্বনির্ধারিত নকশা অনুযায়ী কাপড়ে রঞ্জক পদার্থ বা রঙ স্থানীয়ভাবে প্রয়োগ করাকে প্রিন্টিং বা মুদ্রণ বলে।

ফিনিশিং: যে প্রক্রিয়ার মাধ্যমে টেক্সটাইল সামগ্রীকে ক্রেতার সন্তুষ্টি বা আকর্ষণের জন্য বাজারজাতকরণের উপযোগী করে তোলা হয় তাকে ফিনিশিং বলা হয় যেমন ক্যালেন্ডারিং, অ্যান্টি-ক্রিজিং, লেভেলিং ইত্যাদি। 

Tags: No tags

Add a Comment

You must be logged in to post a comment