Organic Chemistry (Part-2)-01

Organic Chemistry (Part-2)

বদ্ধশিকল জৈব যৌগ:

যে সকল জৈব যৌগের অণুতে কার্বন শিকলের প্রান্তগুলো নিজেদের মধ্যে সরাসরি যুক্ত হয়ে অথবা ভিন্ন কোন পরমাণু  যেমন- N, O, S এদের সাথে যুক্ত হয়ে বলয় গঠন করে সেসকল জৈব যৌগকে বদ্ধশিকল জৈব যৌগ বলা হয়। যেমন:

বলয় গঠনকারী পরমাণুর প্রকৃতির উপর ভিত্তি করে বদ্ধ শিকল জৈব যৌগ সমূহকে দুই ভাগে ভাগ করা যায়।

  • কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক যৌগ বা সুষমচাক্রিক যৌগ।
  • বিষম চাক্রিক হেটারোসাইক্লিক যৌগ ।

১. কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক যৌগ: যে সকল জৈব যৌগের বলয় গঠনকারী চক্রটি শুধুমাত্র কার্বন পরমাণু দ্বারা গঠিত হয় তাদেরকে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক যৌগ বলা হয়। যেমন:

ধর্মের উপর ভিত্তি করে কার্বোসাইক্লিক যৌগসমূহকে আবার দুই ভাগে ভাগ করা যায়-

  • অ্যালিসাইক্লিক যৌগ এবং
  • অ্যারোমেটিক যৌগ

 অ্যালিসাইক্লিক যৌগ:  যে সকল জৈব যৌগ গঠনের দিক দিয়ে সাইক্লিক বলয় আকার কিন্তু   ধর্মের দিক দিয়ে মুক্ত শিকল যৌগের ন্যায় আচরণ করে তাদেরকে অ্যালিসাইক্লিক যৌগ বলা হয়। যেমন-

.অ্যারোমেটিক যৌগ: বেনজিন এবং বেনজিন বলয়যুক্ত এক বা একাধিক জৈব যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। যেমন-

২.হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক যৌগ:  যেসকল বন্ধ শিকল যৌগের বলয় কার্বন পরমাণুসহ ভিন্ন পরমাণু যুক্ত থাকে তাদেরকে বিষম চাক্রিক যৌগ বলা হয়।

ধর্মের উপর ভিত্তি করে হেটারোসাইক্লিক যৌগ সমূহকে আবার দুই ভাগে ভাগ করা যায়।

১. হেটারো অ্যালিসাইক্লিক যৌগ।

২. হেটারো অ্যারোমেটিক যৌগ।

মোঃ আলামিন হোসেন

লেকচারার

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট

Tags: No tags

Comments are closed.