Artboard 1

Let off Motion

উইভিং মেশিন বা তাঁতের নিদিষ্ট কিছু গতি রয়েছে যার সাহায্যে উক্ত মেশিনে কাপড় বুনন সম্পন্ন হয়ে থাকে। উইভিং মেশিন অথবা তাঁতের গতি প্রধানত ৩ প্রকার। যথাঃ 
১) প্রাথমিক গতি বা Primary Motion
২) মাধ্যমিক গতি বা Secondary Motion
৩) তৃতীয় পর্যায়ের গতি বা Tertiary Motion।

কাপড় জড়ানো গতি বা Take-up Motion এর মত সুতা ছাড়ার গতি ও মাধ্যমিক গতি বা Secondary Motion এর অন্তর্ভুক্ত।

েট-অফ মোশনের সংজ্ঞা (Defination of Let-off motion)

যে গতির সাহায্যে টানা সুতার বীম বা  উইভার্স বীম হতে প্রয়োজনীয় পরিমান টানা সুতাকে একটি নির্দিষ্ট হারে বুনন এলাকায় ছেড়ে দেওয়া হয় এবং যার ফলে টানা সুতা ও কাপড়ের মধ্যে একটি সমটেনশন বজায় থাকে তাকে সুতা ছাড়ার গতি বলে।

লেট-অফ মোশনের কাজ (Function of Let-off motion)

ক) টানা সুতার উপর প্রয়োজনীয় টেনশন প্রয়োগ করে শেড গঠন করা।
খ) টানা সুতার যাতে না ছিড়ে যায় সেই উদ্দেশ্যে বুনন এলাকায় প্রয়োজনীয় পরিমান টানা সুতা ছেড়ে টানা সুতার স্ট্রেস(Stres)  হ্রাস করা।

গ) সুষম PPI পেতে সহায়তা করা।

ঘ) ক্লথ রোলারে কাপড় জড়াতে সহায়তা করা।

ঙ) উইভার্স বীম থেকে বুননের সময় যে পরিমাণ টানা সুতা ছেড়ে দেওয়া হয় তা নিয়ন্ত্রণ করা।

চ) কাপড়ের একক স্পেসে সমান সংখ্যক পিকের জন্য টেক-আপ মোশনের সাহায্যকারী হিসেবে কাজ করা।

ভালো লেট-অফ মোশনের শর্ত  (Condition of good let-off motion)


ক) বুননের সময় সর্বদা টানা সুতায় সমান ও সুষম টেনশন বজায় রাখা

খ) বুননের সময় উইভার্স বীমের ব্যাস নিয়মিত হ্রাসের এর ব্যবস্থা করা।

গ) টানা সুতা প্রয়োজনে পেছনে টেনে নেওয়ার সুব্যবস্থা থাকা।

ঘ) উইভার্স বীমে সমটেনশন বজায় থাকা।

মোঃ জায়েদুল হক
বিভাগ প্রধান
ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট

Tags: No tags

Comments are closed.