fire alarm system-01

Fire Alarm System

আগুন লাগলে ভবনের ভেতরে অবস্থানরত লোকদের নিরাপদে বেরিয়ে যাওয়ার জন্য যে সতর্কতা সংকেত দেয়া হয় বা বাজানো হয় তাকে ফায়ার এলার্ম সিস্টেম বা অগ্নি হুশিয়ারী সংকেত বলে।

ফায়ার এলার্ম সিস্টেম হলো মূলত আগুনের অবস্থান নির্দেশ এবং ঘোষণা করার একটি সম্মিলিত মাধ্যম। এ এলার্ম সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. অটোমেটিক এলার্ম সিস্টেম

২. ম্যানুয়াল এলার্ম সিস্টেম

অটোমেটিক এলার্ম সিস্টেম

স্বয়ংক্রিয় এলার্ম সিস্টেম হলো এমন এলার্ম সিস্টেম যেটি কয়েকটি ডিটেকটরের সম্মিলিত রূপ যা একে অপরের সাথে যুক্ত থাকে এবং তারের উভয় দিকে কন্ট্রোল প্যানেলে সংযোগ দেয়া হয়।এ সিস্টেমে প্রত্যেক ডিটেকটরের একটি নির্দিষ্ট লোকেশন থাকে যাতে যে ডিটেকটরটি সংকেত দেয় তাকে সহজে খুঁজে পাওয়া যায়। বহুতল ভবন বা ক্যাম্পাসের জন্য এ সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ।

এ এলার্ম ব্যবস্থা দু ধরনের। যথাঃ সিংগেল ষ্টেজ ও টু ষ্টেজ।

সিংগেল ষ্টেজঃ যে ক্ষেত্রে সমগ্র ভবনের এর এলার্ম বাজার নির্দিষ্ট সময় পর তা নিজে নিজে বন্ধ হয়ে যায় তাকে সিংগেল ষ্টেজ ফায়ার এলার্ম বলে।

টু ষ্টেজঃ যে ক্ষেত্রে সমগ্র ভবনের এর এলার্ম বাজার নির্দিষ্ট সময় পর তা নিজে নিজে বন্ধ হয় না তাকে সিংগেল ষ্টেজ ফায়ার এলার্ম বলে।

ম্যানুয়াল এলার্ম সিস্টেম

সাধারনত ছোট স্থানের জন্য ম্যানুয়াল এলার্ম সিস্টেম ব্যবহার করা হয়। এই এলার্ম সিস্টেমে

সাধারন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয় ফলে তা অটোমেটিক এলার্ম সিস্টেমের তুলনায় খরচ খুব কম। এতে সুইচ,এলিডি ও বেল ব্যবহার করা হয়। স্বয়ংক্রিয় এলার্ম সিস্টেম সহজলভ্য ও জনপ্রিয় হওয়ায় এর ব্যবহার অনেক কমে গেছে।

ফায়ার এলার্ম বা অগ্নি হুশিয়ারী সংকেত ব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় আইন

  • ম্যানুয়াল ফায়ার এলার্ম বক্সগুলো এক্সিট ডোরের ৫ মিটারের মধ্যে স্থাপন করতে হবে।
  • দুটি ম্যানুয়াল ফায়ার এলার্ম বক্সের মধ্যে ২০০ ফুটের কম দূরত্ব হতে হবে,
  • এলার্ম ঘোষনার জন্য প্রত্যেকটি ফ্লোরে আলাদা আলাদা ডিটেকটর থাকতে হবে,
  • ম্যানুয়াল ফায়ার এলার্ম বক্সগুলো এমন ভাবে স্থাপন করতে হবে যাতে তা ৪২ ইঞ্চির উপরে এবং ৪৮ ইঞ্চির উপরে না হয়,
  • এলার্ম সিস্টেমের ঘোষণা এমন হতে হবে যেন তা চোখে দেখা যায় ও কানে শোনা যায়,
  • এলার্ম সিস্টেমের মাইক গুলো ফ্লোর থেকে ৯০ ইঞ্চির উপরে ও ছাদ থেকে ৬ ইঞ্চির নিচে স্থাপন করতে হবে,
  • গংবেল ও অটোমেটিক এলার্ম সিস্টেম সংরক্ষণ করতে হবে।

স্মোক ডিটেক্টর সিস্টেম

স্মোক ডিটেক্টর এমন একটি সেন্সর যা কোথাও আগুন লাগলে সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে আগুন নির্ণয় করে ও এলার্ম দিয়ে সকলকে জানিয়ে দেয়। সব সময় এটি সঠিক সংকেত দেয় না। ভুল সংকেত দিয়ে স্মোক ডিটেক্টর মাঝে মধ্যে মারাত্বক ঝামেলায় ফেলে।

যে সব কারনে এটি ভুল সংকেত দিয়ে থাকে তা হলোঃ

  • ডিটেক্টরের ভিতরের শর্ট সার্কিট,
  • পানি প্রবেশ করা বা এর কাছাকাছি স্থান স্যাঁতস্যাঁতে হওয়া,
  • ধূলা-বালি প্রবেশ করলে,
  • আবহাওয়ার হঠাৎ পরিবর্তন ঘটা,
  • সঠিক ভাবে স্থাপন না করা,
  • পর্যাপ্ত রক্ষনাবেক্ষনের অভাব ইত্যাদি।

 ভুল সংকেত প্রতিরোধে করনীয়

  • এর ভেতরে যাতে ধূলা-বালি না ঢোকে খেয়াল রাখতে হবে,
  • বিধান অনুযায়ী স্থাপন করতে হবে,
  • মাঝে মাঝে খুলে পরিষ্কার করতে হবে,
  • নিয়মিত রক্ষনাবেক্ষন ও ১ বছর পরপর সব ডিটেক্টর চেক করতে হবে,
  • পানি যাতে প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা করা ও স্যাঁতস্যাঁতে ভাব দূর করা,

স্মোক ডিটেক্টর ব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় আইন

  • প্রয়োজন অনুসারে প্রত্যেক ফ্লোরে স্মোক ও হিট ডিটেক্টর স্থাপন করতে হবে,
  • ২২৫ বর্গ ফিট বা প্রস্তুতকারকের নির্দিষ্টকরণ এর মধ্যে যেটি ছোট তার উপর ভিত্তি করে স্মোক ডিটেক্টর ব্যবহার করতে হবে,
  • এটি সিলিং এ ব্যবহার করতে হবে,
  • ওয়ালের ক্ষেত্রে সিলিং থেকে ১২ ইঞ্চির মধ্যে স্থাপন করতে হবে,
  • দুটি স্মোক ডিটেক্টরের মধ্যে দূরত্ব হবে ৩০ ফিট,
  • স্থাপন করার পর থেকে ১ বছর পরপর ডিটেক্টরগুলো চেক করতে হবে এবং ৫ বছরের মধ্যে সকল স্মোক ডিটেক্টর চেক করতে হবে।

লেখকঃ মোঃ আব্দুল্লা-আল-মামুন রুপম

ইন্সট্রাকটর, ইলেকট্রিক্যাল টেকনোলজি

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট

Tags: No tags

Comments are closed.