WhatsApp Image 2022-05-25 at 6.38.49 PM

শিক্ষার্থীদের  কর্মসংস্থান উন্নয়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপচার্যের সাথে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষের সৌজন্য সাক্ষাত

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট এর সম্মানিত অধ্যক্ষ জনাব কে এম হাসান রিপন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপচার্য জনাব প্রফেসর ডঃ মোহাম্মদ হাসিবুর রশিদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে শিক্ষার্থীদের কর্মসংস্থান বৃদ্ধি ও কর্মক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করা হয়। ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি নিয়ে একযোগে কাজ করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন। সাক্ষৎকার শেষে জনাব কে এম হাসান রিপনের লিখিত ‘Employability skills’ বইয়ের সৌজন্য কপি উপাচার্য মহোদয়ের হাতে প্রেরণ করেন। 

Tags: No tags

Comments are closed.