Weaving Machine-28

উইভিং মেশিনের তৃতীয় পর্যায়ের গতি

উইভিং মেশিন বা তাঁতের নিদিষ্ট কিছু গতি রয়েছে যার সাহায্যে উক্ত মেশিনে কাপড় বুনন সম্পন্ন হয়ে থাকে। উইভিং মেশিন অথবা তাঁতের গতি প্রধানত ৩ প্রকার। যথাঃ

১) প্রাথমিক গতি বা Primary Motion
২) মাধ্যমিক গতি বা Secondary Motion
৩) তৃতীয় পর্যায়ের গতি বা Tertiary Motion।



আজকের ব্লগ থেকে আমরা জানব উইভিং মেশিন বা তাঁতের তৃতীয় পর্যায়ের গতি বা Tertiary Motion এবং পড়েন পরিবর্তন গতি বা Weft Changing Motion সম্পর্কে সম্পর্কে।

তৃতীয় পর্যায়ের গতি বা Tertiary Motion:
তৃতীয় পর্যায়ের গতি বা Tertiary Motion মূলত  প্রাথমিক গতি বা Primary Motion ও মাধ্যমিক গতি বা Secondary Motion এর সমন্বিত রূপ৷ ক্রেতার চাহিদা অনুযায়ী মানসম্পন্ন কাপড় বুননের জন্য প্রাথমিক গতি বা Primary Motion ও মাধ্যমিক গতি বা Secondary Motion ব্যতিত অতিরিক্ত যে সমস্ত গতির প্রয়োজন হয় সেই সমস্ত গতি বা  Motion কে তৃতীয় পর্যায়ের গতি বলা হয়।

উইভিং মেশিন বা তাঁতের তৃতীয় পর্যায়ের গতি বা Tertiary Motion এর তালিকা

১) ওয়ার্প প্রোটেকটর মোশন
২) ওয়েফট প্রোটেকটর মোশন
৩) ওয়ার্প স্টপ মোশন
৪) ওয়েফট স্টপ মোশন
৫) ওয়েফট মিক্সিং মোশন
৬) ওয়েফট চেইঞ্জিং মোশন ইত্যাদি

পড়েন পরিবর্তন গতি বা Weft Changing Motion
উইভিং মেশিন বা তাঁতের  তৃতীয় পর্যায়ের গতি বা সাহায্যকারী গতি গুলোর মধ্যে অন্যতম আরো একটি গতি হচ্ছে পড়েন পরিবর্তন গতি Weft Changing Motion যার  সাহায্যে কাপড়ের ডিজাইন অনুযায়ী পড়েন সুতা হিসেবে একাধিক রঙের, একাধিক কাউন্টের বা ভিন্ন পাক বা টুইষ্টের পড়েন সুতা ব্যবহৃত হয়। 

পড়েন পরিবর্তন গতি বা Weft Changing Motion এর সংজ্ঞা:
 
কাপড় বুনন প্রক্রিয়ায় পড়েন বরাবর ভিন্ন গুনাবলীর যেমন একাধিক রঙের, একাধিক কাউন্টের বা ভিন্ন পাক বা টুইষ্টের পড়েন সুতার  ধারাবাহিক সরবরাহ বজায় রাখার জন্য যে গতি ব্যবহার করা হয় তাকে পড়েন পরিবর্তন গতি বা Weft Changing Motion বলে।

উক্ত গতির মাধ্যমে কাপড় উৎপাদনে সময় অপচয় রোধ করা, অল্প সময়ে অধিক উৎপাদন সম্ভব হয়।

পড়েন পরিবর্তন গতি বা Weft Changing Motion এর উদ্দেশ্য
ক)  বিভিন্ন রঙ, ফাইবার ও বৈশিষ্ট্যের পড়েন সুতা ব্যবহার করা।
খ) আকর্ষণীয় এবং বৈচিত্র্যময় ডিজাইনের কাপড় উৎপাদন করা।

গ) নিরবিচ্ছিন্ন ভাবে উইভিং মেশিন বা তাঁত চালনা অব্যাহত রাখা।

ঘ) উৎপাদনের গতি বৃদ্ধি করা।

ঙ) সময়ের অপচয় কমানো।

চ) উৎপাদন দক্ষতা বৃদ্ধি করা।

লেখকঃ

মোঃ জায়েদুল হক

বিভাগ প্রধান

ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট

Tags: No tags

Comments are closed.