ড্যাফোডিল পলিটেকনিকে Bangor University শিক্ষার্থীদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।মূলত ডিপ্লোমা শেষে শিক্ষার্থীদের অনেকেই উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যেতে আগ্রহী হয়ে থাকে, শিক্ষার্থীদের সেই সুযোগ করে দিতেই এ সেমিনারের আয়োজন। সেমিনারে Bangor Univerisity-তে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ ও চাকরিতে প্রবেশের সুযোগ-সুবিধা সমুহ তুলে ধরা হয়। ✅পরবর্তীতে ড্যাফোডিল পলিটেকনিক ও Bangor University সাথে সৌজন্য সাক্ষাতে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পাশাপাশি কর্মসংথান ও স্কলারশিপের নান সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Bangor University-এর আঞ্চলিক ব্যবস্থাপক মিঃ মরগান এডওয়ার্ডস, ড্যাফোডিল ফ্যামিলির সিইও জনাব মোহাম্মদ নুরুজ্জামান এবং ড্যাফোডিল পলিটেকনিকের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ জনাব কে এম হাসান রিপন এবং ড্যাফোডিল পলিটেকনিকের উপ-পরিচালক জনাব কে এম পারভেজ ববি পরিচালক Bangor University, কান্ট্রি রিপ্রেসেন্টিটিভ জনাব ইশতিয়াক হোসাইন উপস্থিত ছিলেন।
