Blog-Poster

শিক্ষার্থীদের জন্য ডিপ্লোমা শেষে UK -তে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে বিশেষ সেমিনার

ড্যাফোডিল পলিটেকনিকে Bangor University শিক্ষার্থীদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।মূলত ডিপ্লোমা শেষে শিক্ষার্থীদের অনেকেই উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যেতে আগ্রহী হয়ে থাকে, শিক্ষার্থীদের সেই সুযোগ করে দিতেই এ সেমিনারের আয়োজন। সেমিনারে Bangor Univerisity-তে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ ও চাকরিতে প্রবেশের সুযোগ-সুবিধা সমুহ তুলে ধরা হয়। ✅পরবর্তীতে ড্যাফোডিল পলিটেকনিক ও Bangor University সাথে সৌজন্য সাক্ষাতে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পাশাপাশি কর্মসংথান ও স্কলারশিপের নান সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


Bangor University-এর আঞ্চলিক ব্যবস্থাপক মিঃ মরগান এডওয়ার্ডস, ড্যাফোডিল ফ্যামিলির সিইও জনাব মোহাম্মদ নুরুজ্জামান এবং ড্যাফোডিল পলিটেকনিকের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ জনাব কে এম হাসান রিপন এবং ড্যাফোডিল পলিটেকনিকের উপ-পরিচালক জনাব কে এম পারভেজ ববি পরিচালক Bangor University, কান্ট্রি রিপ্রেসেন্টিটিভ জনাব ইশতিয়াক হোসাইন উপস্থিত ছিলেন।

Tags: No tags

Comments are closed.