দীর্ঘ ২ মাস ২ দিনের বন্দীজীবনে অনেক কিছু শেখা হল। আসলে আমাদের জীবনে কোনো সমস্যা আসা মানে হল হয়ত প্রকৃতি বা স্রষ্টা হয়ত কোনো শিক্ষা দিতে চাচ্ছেন। আর পুরো পৃথিবী সমস্যায় পরা মানে হল প্রকৃতি বা স্রষ্টা পুরো মানবজাতিকে কিছু শিক্ষা দিতে বা হুশিয়ারি করতে চাচ্ছেন।
বিষয়টা বলা অনেক সহজ যে এ শিক্ষা বা হুশিয়ারী হতে শিক্ষা নিয়ে আমরা ভাল হয়ে যাব। কিন্তু এ বিষয়টা অনেক জটিল। কেননা এখানে দু-একজন মানুষকে ঠিক হতে হচ্ছে না, বরং পুরো মানবজাতিকে ঠিক হতে হবে।
যেমনঃ তাদের পরিবেশ দূষন করা কমাতে হবে, তাদের নির্বিকারে প্রাণী বা উদ্ভিদ হত্যা কমাতে হবে, তাদের অহংকার কমাতে হবে।
কিন্তু এগুলো তো মুখের কথা নয়। যে বললাম আর হয়ে গেল। মানুষ জন্মগত ভাবেই লোভি আর ধ্বংসাত্বক। তাকে শান্ত করা এত সহজ নয়। তবে এরই মাঝে কিছু মানুষ নিজেদেরকে সংশোধন করতে অতীতেও সক্ষম হয়েছিলেন আর বর্তমানেও হচ্ছেন। তবে তাদের সংখ্যাটা অতিব নগন্য।
এবার সময় এসেছে আমাদেরকে ভাবতে হবে অনেক ভাবতে হবে। আর স্রোতে গা ভাসিয়ে পৃথিবীর ক্ষতি করা যাবে না। হ্যা, আপনার অল্প কিছু কাজের জন্যও ক্ষতিগ্রস্থ হচ্ছে আমাদের পৃথিবী।
যেমনঃ
০১. “আপনি পান খান” ঠিক আছে তবে পানের পিকটা কেন যেখানে সেখানে ফেলবেন?
০২. আপনি সিগারেট খাচ্ছেন তাও মেনে নিলাম সেটা আপনার নিজের ইচ্ছা। তাহলে কেন সেটা অপরের ক্ষতি হয় এমন জায়গায় খাচ্ছেন?
০৩. আবার আপনি পলিব্যাগ ব্যবহার করছেন এর কারন হিসেবে বলবেন “এ ধরনের ব্যাগ ছাড়া কোনো ব্যাগ সস্তা না”। ভাল ব্যবহার করেন কিন্তু কেন ব্যবহারের পর যেখানে সেখানে ফেলছেন?
নির্ধারিত স্থানে ময়লা ফেলতে বললে আপনি বলেন “বহু দূর”। তাহলে পৌরসভা থেকে যে ময়লার গাড়ি আসে তাকে মাসে ২০-৩০ টাকা দিয়ে ময়লা কেন ময়লার গাড়িতে ফেলতে চান না? কেন এত কৃপণতা?
আরো অনেক সমস্যা আছে আমাদের দৈনন্দিন জীবনে, যেগুলো আমরা একটু সচেতন হলেই সমাধান হয়ে যায়। যেমনঃ

০১. যারা ছাত্র আছেন বা ব্যাগ বহন করেন তারা কাগজ বা পলি জাতীয় উচ্ছিষ্ট বস্তু গুলোকে সাইড ব্যাগে রাখতে পারেন।আবার সামনে কোনো ডাস্টবিন পেলে সেগুলোকে ফেলে দিতে পারেন। আবার পৌরসভার ময়লার গাড়ি আছে সেখানে যোগাযোগ করে মাত্র ২০-৩০ টাকার মধ্যেই আপনারা আপনাদের ময়লা নিয়ে কোনো টেনশন করা লাগবে না।
০২. পানের পিক এদিক ওদিক না ফেলে ডাস্টবিনে বা কোনো নির্ধারিত স্থানে ফেলুন ইত্যাদি সহ আরো অনেক সমাধান রয়েছে যেগুলো মেনে চলা সহজ কিন্তু এগুলোর প্রভাব অনেক বেশী।
আপনার যদি এরকম আরো কোনো সমাধান চিন্তায় আসে তাহলে কমেন্ট করুন।