Plastering-15

প্লাস্টারিং

ইট অথবা পাথর দ্বারা তৈরি কাঠামো যেমন- দেওয়াল,কলাম, সিঁড়ি এবং অন্যান্য উপাংশ এর ভিতর বা বাইরের অসমান পৃষ্ঠদেশকে সমতল, মসৃণ, শোভনীয় এবং আদ্রর্তারোধী করার জন্য মসলার সাহায্যে যে পাতলা স্তর দ্বারা আচ্ছাদিত বা ঢেকে দেয়া হয় তাকে প্লাস্টার বলে। প্লাস্টারিং করার পর কাঠামো মজবুত এবং পৃষ্ঠদেশ মসৃণ ও সুন্দর দেখায়।

প্লাস্টার কাজে ব্যবহৃত বিভিন্ন কারিগরি শব্দের বর্ণনা। যথা-

প্লাস্টারের প্রথম কোট দেওয়ালের যে পৃষ্ঠে দেয়া হয়, উক্ত সারফেস বা পৃষ্ঠকে গাত্রস্তর বা ব্যাকগ্রাউন্ড বলে। প্লাস্টারকৃত সমতল পৃষ্ঠের মধ্যে ফোসক সৃষ্টি হওয়াকে ব্লিস্টারিং বলে। মসলার সঠিক সংবন্ধন না হওয়ায় ফলে প্লাস্টার এর দুই স্তরের মধ্যে ঠিকমতো জোড়া লাগে না। ফলে উপরের প্লাস্টার স্তর মাঝে মাঝে উঠে যায়। এটিকে ফ্লেকিং বলে। মূল গা থেকে প্লাস্টার খসে পড়াকে প্লাস্টার চ্যুতি বা পিলিং বলে। কর্নিক বা উঠলো বেশি মাত্রায় ঘষে প্লাস্টারকে মসৃণ করার চেষ্টা করলে মসলার সিমেন্টের সূক্ষ্ম দানাগুলো পানির সাথে প্লাস্টারের উপরে উঠে একটি পাতলা স্তর গঠন করে। এই স্তরকেই লেইট্যান্স বলে। প্লাস্টারকৃত দেওয়ালের নিম্ন অংশকে ড্যাডো বলে। এখানে প্লাস্টারকে অধিকতর প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন করার জন্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। অন্যকথায়, দেওয়ালের নিম্ন অংশে প্লাস্টারকে মেঝের তলের সঙ্গে মিলানোর জন্যে বিশেষভাবে তৈরিকৃত অংশকে ড্যাডো বলে।

প্লাস্টার এর সমাপক স্তরে এলোমেলোভাবে মে সরু সরু ফাটল দেখা যায় তাকে ক্রেজিং বা হেয়ার ক্র্যাক বলে। কোন কাঠামোর দুই পাশে যখন আলো-বাতাস অথবা উত্তাপের তারতম্যের প্রভাব বেশি হয়, তখন কাঠামোর দুই পাশে ধীরে ধীরে ছোপ ছোপ দাগ ফুটে উঠে। এটিকেই গাত্র দাগ বা স্ট্রেইনিং বলে। প্লাস্টার শেষে প্লাস্টারের গায়ে মাঝে মাঝে গভীর ফাটল দেখা দেয় এটিকে ক্রাকিং বলে। সাধারণত দেওয়ালের বা কাঠামোর নড়া-চড়ার ফলে এই প্রকার গভীর ফাটলের সৃষ্টি হয়। দেওয়াল গাঁথুনির মাঝে মাঝে ভারা বাঁধার জন্য ফাঁকা রাখা হয়, প্লাস্টার করার পূর্বে ঐ ফাঁকাগুলোকে ইটের টুকরা দিয়ে বা ঢালাই করে বন্ধ করা হয়, একেই ফাঁকা বন্ধন বলে। প্লাস্টার সারফেসকে ব্যাক গ্রাউন্ড বা দেওয়ালের জয়েন্টের নমুনায় প্রদর্শন করানোকে গ্রাইনিং বলে। প্লাস্টারকে দেওয়ালে আটকানোর জন্য মূল দেওয়ালকে অমসৃণ বা ক্ষত করার পদ্ধতিকে হ্যাকিং বলে। স্ক্রিড স্থাপন করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপর প্লাস্টার মসলার ছোট ছোট প্রকেজশন নির্মাণ করাকে ডটস বলে। এর আকার ১৫ সেমি x ১৫ সেমি হয়ে থাকে। মসলার খাড়া স্ট্রিপকে ক্রিড বলে। মসলার বিভিন্ন উপাদানকে তাদের নির্দিষ্ট অনুপাতে মিশ্রণের পদ্ধতিকে গেজিং বলে। প্রাইমারি ফিনিশিংকে আবদ্ধ করার জন্য যে সমস্ত কাঠের স্ট্রিপ ব্যাক গ্রাউন্ডে লাগানো হয়। তাদেরকে গ্রাউন্ড বা ধারকপাত বলে। প্লাস্টারের মেকানিক্যাল বন্ড সৃষ্টির জন্য ব্যাক গ্রাউন্ডে যে সমস্ত ফাঁকা, গর্ত, ঢেউ ইত্যাদি রাখা হয় তাকে কী বলে। মূল গায়ে কিছু ফাঁকা এবং উঁচু নিচু জায়গা থাকে। এটি মসলার বন্ডিং – এর কাজ করে। যার উপর প্রারম্ভিক স্তরের মসলাকে চেপে বসিয়ে দেওয়া হয়। এই উঁচু নিচু বা ফাঁকা জায়গাগুলোকে প্লাস্টার বন্ধক বলে।

উচিংলা মারমা

ইন্সট্রাক্টর

ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট।

Tags: No tags

Comments are closed.