IMG_2018

ড্যাফোডিল পলিটেকনিকে এস এম ই ফাউন্ডেশনের ৫ দিন ব্যাপী কর্মশালা 

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট-এ শুরু হয়েছে নতুন উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে,  এস এম ই ফাউন্ডেশন দ্বারা আয়োজিত ৫ দিন ব্যাপী “HOW TO STARTS NEW BUSINESS” শীর্ষক ট্রেইনিং।  এ ট্রেইনিং এর মাধ্যমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের টেকনো এন্টারপ্রেনিওরশিপ এর উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।  ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এর ৩০ জন শিক্ষার্থীকে এস এম ই ফাউন্ডেশন থেকে ট্রেইনিং দেয়া হচ্ছে, যার ফলে ডিপ্লোমা শিক্ষার্থীরা টেকনো এন্টারপ্রেনিওরশিপ এ দক্ষ উদ্যোগতা হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে।

উক্ত ট্রেইনিং এ উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্বাস আলী,সহকারী মহাব্যবস্থাপক,প্রশিক্ষণ, বিজনেস ইনকিউবেশন সেন্টার এবং ড্যাফোডিল পলিটেকনিকের সিনিয়র সহকারী পরিচালক জনাব কে এম পারভেজ ববি, জনাব আব্দুল হাকিম এবং জনাব জহিরুল ইসলাম

Tags: No tags

Comments are closed.