brick-01

ইট

যে সকল সামগ্রী দিয়ে বিভিন্ন নির্মাণ কাজ করা হয় তাকে নির্মাণ সামগ্রী বলা হয়। ইট নির্মাণ সামগ্রীর একটি গুরুত্বপূর্ণ নির্মাণ সামগ্রী। ইট হল এক ধরনের ব্লক যা দেয়াল, ফুটপাথ এবং রাজমিস্ত্রির অন্যান্য উপাদান নির্মাণে ব্যবহৃত হয়। সাধারণ ইট পাঁচ প্রকার । যথা-  প্রথম শ্রেণীর ইট, দ্বিতীয় শ্রেণীর ইট, তৃতীয় শ্রেণীর ইট, জামা ইট, পিকেড জামা ইট। ইট সনাক্তকরণ পদ্ধতি:-

  • ১ম শ্রেণীর ইট সনাক্তকরণ পদ্ধতি:– ইটের সাইজ এবং রং সমরুপ হবে,সর্বত্র সমানভাবে পোড়ানো থাকে,পর¯পর আঘাত করলে পরিস্কার টন টন শব্দ হবে, কোন চির  বা ফাটল থাকবে না, তিন ফুট উপর থেকে একটি ইট আরেকটির উপর ফেলে দিলে সহজে ভাঙ্গে না, পানিতে ডুবালে শোষণ ক্ষমতা ১৫% বেশি হয় না।
  • ২য় শ্রেণীর ইট সনাক্তকরণ পদ্ধতি:- ইহা ১ম শ্রেণীর ইটের মতোই রং এবং শক্ত কিন্তু সাইজ এবং আকৃতি কিছুটা অসমান এবং ইটের তল অমসৃণ থাকে। ইট কম পোড়ানো থাকে, শব্দ তীক্ষè নয়,ইটরে গায়ে ফাটল থাকে,পানিতে ডুবালে শোষণ ক্ষমতা ১৫% বেশি হবে।
  • ৩য় শ্রেণীর ইট সনাক্তকরণ পদ্ধতি:- এই ইট পর্যাপ্ত পরিমাণে পোড়ানো থাকে না এবং গুণাগুণ নিম্নমানের, সহজে ভেঙে যায়, ঠন ঠন শব্দ হয় না,পানির শোষণ  ক্ষমতা ২৫% এর বেশি হবে।
  • ঝামা ইট:- অতিরিক্ত তাপে পোড়ানো ইট সাধারণত কালো এবং ফাঁপা থাকে। এই সকল ইটকে ঝামা ইট বলে।
  • পিকেড ইট:- ইহা সাধারণত বেশি তাপমাত্রায় পোড়ানো ইট যাহা ১ম শ্রেণীর ঝামা ইটৈর মধ্যবর্তী পর্যায়ে থাকে এই ধরনের ইটকে পিকেড ইট বলা হয় । ১ম শ্রেণীর ইটের চেয়ে অধিক তাপমাত্রায় পোড়ানো ইট । ১ম শ্রেণীর ইটের চেয়ে শক্ত ইট। ইটের আঘাতে তীক্ষè শব্দ হবে । ইট উপর থেকে ফেললে ভাঙ্গবে না। ইটের ধারগুলো আঁকাবাঁকা এবং পিঠাগুলো অসমতল হবে।

বিভিন্ন কাজে ইটের ব্যবহার । যথা- ১ম শ্রেণীর ইট- স্থায়ী নির্মাণ কাজে ।২য় ও ৩য় শ্রেণীর ইট- বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং অস্থায়ী শেখ  নির্মাণ কাজে কিছুটা ব্যবহার করা হয়। পিকেড ইট- ইহা কনক্রিটের খোয়া তৈরির কাজে ব্যবহৃত হয়।

ফিল্ডে বা সাইডে ইটের গুণাগুণ পরীক্ষা:- একটি ইটকে আরেকটি ইট দিয়ে আঘাত করলে ভাল ইট ঠন ঠন শব্দ করে। দুইটি ইট হাতে নিয়ে ইংরেজি ঞ আকৃতিতে ৬ ফুট উঁচু হতে ফেললে ১ম শ্রেণীর ইট ভাঙ্গবে না। উওম ইটের গায়ে বা তলে হাত দিয়ে আচর কাটলে দাগ পড়বে না। অগ্নিপ্রতিরোধী হবে। একটি ইটকে পানিতে ভিজালে যদি বুদবুদ শব্দ সহকারে বেশ পরিমাণ পানি শোষণ করে নেয় এবং পানি ঘোলাটে হয় তাহলে উওম ইট নয়। ইট ভেঙ্গে টুকরা করা হলে ইটের টুকরা গুলোর রং দেখতে যদি একই রকম হয় তবে ভাল ইট।

উচিংলা মারমা

ইন্সট্রাক্টর

ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট।

Tags: No tags

Comments are closed.