ED Sir (2)-min

Daffodil Polytechnic Institute Hosts Spectacular Spring Festival, Embracing CulturalHeritage

Daffodil Polytechnic Institute ushered in the spirit of spring with its grand celebration of the Basant Utsav 1430. Held on the institute’s sprawling campus grounds on 16th Falgun, 29th February, the event captivated attendees with a vibrant showcase of Bengali traditions and cultural festivities.

One of the highlights of the day-long event was the Pitha Mela, featuring a colorful array of traditional Bengali pitha/cake from all 64 districts of Bangladesh. Additionally, stalls adorned with rural Bengali cultural motifs added to the immersive experience, showcasing the rich heritage of Gram Bangla.

The festivities commenced with a colorful procession from the campus grounds, heralding the start of the Basant Utsav. Following this, the main ceremony was inaugurated by the CEO of the Daffodil Dr. Mr. Mohammad Nuruzzaman and The principal Mr. K. M. Hasan Ripon.

The campus was transformed into a floral paradise, adorned with flowers, banners, and local crafts, all reflecting the essence of Bangladeshi culture and rural traditions. Students actively participated in various cultural performances throughout the day, including dance, music, and poetry recitations, all dressed in vibrant traditional attire.

The joyous atmosphere permeated throughout the event, with both faculty and students alike immersed in the celebration. The Basant Utsav not only celebrated the arrival of spring but also served as a platform to foster unity and entrepreneurial spirit among the youth.It underscores Daffodil Polytechnic Institute’s commitment to holistic education and cultural preservation.

ক্যাম্পাস প্রাঙ্গণে দিনব্যাপী বসন্ত উৎসবে মাতোয়ারা ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীরা 

ঋতুরাজ বসন্তকে ঘীরে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটে আয়োজিত হয়েছে বসন্ত উৎসব-১৪৩০। ১৬ই ফাল্গুন, ২৯ ফেব্রুয়ারি  ড্যাফোডিল পলিটেকনিকের নিজস্ব ক্যাম্পাস প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলো পিঠা মেলা।  উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী বাহারি সব পিঠা, স্টল গুলোও সাজানো হয় গ্রাম-বাংলার সংস্কৃতিকে ধারন করে। ড্যাফোডিল পলিটেকনিক হয়ে উঠেছিলো সমগ্র বাংলাদেশের প্রতিচ্ছবি।  সকালে ক্যাম্পাস প্রাঙ্গন থেকে বর্ণীল শোভাযাত্রার মাধ্যমে উৎসবের শুরু হয়। পরবর্তীতে ফিতাকেটে মূল অনুষ্ঠানের উদ্ভোদন করেন ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিইও ড. মোহাম্মাদ নুরুজ্জামান ও ড্যাফোডিল পলিটেকনিকের অধক্ষ্য জনাব কে এম হাসান রিপন। 

বসন্ত উৎসবকে ঘীরে ক্যাম্পাসকে সাজানো হয় ফুল, বাশ বেত দিয়ে দেশীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যে। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় নাচ, গান, কবিতা আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের বর্ণীল পোশাকে ক্যাম্পাস হয়ে উঠেছিলো রঙিন। দিনব্যাপী এই আয়োজনে আনন্দ উচ্ছ্বাসে একইসাথে মেতে উঠেছিলো শিক্ষক ও শিক্ষার্থীরা। উৎসবটি সকলের জন্য উন্মুক্ত ছিলো। বসন্ত ঋতুকে ঘিরে বাঙালি জাতির বহু বছরের যে উৎসাহ উদ্দীপনা তার সাথে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মিল্বন্ধন তৈরি করতে এবং শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ড্যাফোডিল পলিটেকনিকের কর্মকতা-কর্মচারীগণ।

Tags: No tags

Comments are closed.