ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ৩ দিন ব্যাপী ১ম দীক্ষা ক্যাম্প নিজ ইন্সটিটিউট ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রধান কার্যালয় বাড়ি নং-২বি, রোড নং-১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯ অনুষ্ঠিত হয়েছে। রোভার স্কাউটদের ব্যবহারিক বিষয়ে দক্ষতার সাথে নেতৃতের গুণাবলী বৃদ্ধির জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
৩ দিন ব্যাপী ক্যাম্পের অনুষ্ঠানমালার মধ্যে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, ক্যাম্পে অবস্থান ,আত্নশুদ্ধি, দীক্ষা অনুষ্ঠান, স্কাউট ওন, সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান। বিভিন্ন সেশনের মাধ্যেমে স্কাউট আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য ও সাংগঠনিক কাঠামো, ব্যাজ পদ্ধতি, ক্যারিয়ার প্লানিং সহ ম্যানারস এন্ড এটিকেট বিষয়ে ধারণা প্রদান করা হয়। ক্যাম্পে ক্র -মিটিং এর মাধ্যেমে রোভার স্কাউটদের প্রাথমিক প্রতিবিধান, হাইকিং, অনুমান ও দড়ির কাজের অনুশীলন করানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ কমিটির সহ সভাপতি কে এম পারভেজ ববি (ডিডি),ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল এস এম জহিরুল ইসলাম ফরহাদ , ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম, সহঃ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন। পতাকা উত্তলনের মাথমে কাম্পের কার্যক্রম শুরু করেন ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম।
দীক্ষা গ্রহনের পূর্বে আত্নশুদ্ধি রোভার স্কাউটংএ প্রবেশ এর অন্যতম সর্ত , একজন স্কাউট বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিজেকে আত্মশুদ্ধি করে থাকে।ক্যাম্পে রাত্রি যাপন এর মাধ্যমে, নিজেকে সেবা মূলক এই বৃহৎ সংগঠন এর সাথে নিজেকে সম্পৃক্ত করবে কি না? দীক্ষা গ্রহনের পূর্বে এটা নিয়া চিন্তা করবে । প্রথম বারের মত ১৪ জন রোভার স্কাউট এই আত্নশুদ্ধি সম্পন্ন করে। উক্ত প্রোগ্রামটি পরিচালনা করেন রোভার স্কাউট লিডার এবং বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের সদস্য নাজমুল হাসান (পি আর এস, উডব্যাজার), আরো উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল জহিরুল ইসলাম ফরহাদ , রোভার স্কাউট ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম, সহ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন।
দীক্ষা ও সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন রোভার স্কাউট ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম এবং সহ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নূরুজ্জামান গ্রুপ সিইও ডেফোডিল ফ্যামিলি, সভার সভাপতিত্ব করেন গ্রুপ কমিটির সভাপতি কে এম হাসান রিপন- প্রিন্সিপাল ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, সহ সভাপতি কে এম পারভেজ ববি(ডিডি), সদস্য এস এম জহিরুল ইসলাম ফরহাদ ভাইস প্রিন্সিপাল , সদস্য মোঃ আব্দুল হাকিম, রোভার স্কাউট লিডার এবং বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের সদস্য নাজমুল হাসান (পি আর এস, উড ব্যাজার), ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম, সহ ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম মিলন সহ গ্রুপ কমিটির সকল সদস্য, বিভাগীয় প্রধানগণ, অন্যান্য শিক্ষক, সমাজের বাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীক্ষা অনুষ্ঠান রোভার স্কাউটদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আত্নশুদ্ধির মাধ্যমে রোভারগন পরিশীলিত হয়ে মনে প্রানে স্কাউট আন্দোলনে উজ্জীবিত হতে সহায়তা করবে। বিপি’র আদর্শে আনুপ্রানিত হয়ে সবার বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষে রোভার স্কাউটদের কাজ করতে হবে। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের প্রথম বারের মত এই উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে এর ধারা অব্যাহত রাখার আহবান জানান।
গ্রুপ কমিটির সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান শেষ করেন।
গ্রুপ সম্পাদক
মুহাম্মাদ সহিদুল ইসলাম
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট
রোভার স্কাউট গ্রুপ,ঢাকা।ইউনিট রেজিষ্ট্রেশন নং ৩৭৯২/২০২২
(সংযুক্তি: দীক্ষা ও ক্যাম্প ছবি)