ইন্ডাস্ট্রিয়াল ভিজিট – কম্পিউটার টেকনোলজি

কারিগরি শিক্ষাকে ত্বরান্বিত করতে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের এক অনন্য কার্যক্রম হল ছাত্র-ছাত্রীদের নিয়ে “ইন্ডাস্ট্রিয়াল ভিজিট প্রোগ্রাম”। তারই ধারাবাহিকতায় কম্পিউটার টেকনোলজি বিভাগের ৪র্থ সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভিজিট। যার মাধ্যমে শিক্ষার্থীরা দেখতে ও জানতে পেরেছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দৈনন্দিন তাপমাত্রা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে জানা যায়।সিজমোমিটার(ভূকম্পমাপক), থার্মোমিটার(তাপমাত্রামাপক), ব্যারোমিটার(বাতাসের চাপ মাপক) সর্ম্পকে তথ্য, শিক্ষার্থীদের মনে জমে থাকা বিভিন্ন কৌতুহলতাকে দূর করেছে। সেই সাথে জানতে পেরেছে ডিজিটাল ডেটা সিগন্যাল, ডেটা প্রসেসিং, ডেটা ট্রান্সমিশনসহ রাডার সর্ম্পকে যা শিক্ষার্থীদের একাডেমিক “ডেটা কমিউনিকেশন এন্ড সিস্টেম” বিষয় সম্পর্কিত। এর মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবহারিক শিক্ষায় সম্যক জ্ঞান অর্জন করেছে।

https://dpi.ac

Comments are closed.