March 30 to April 07 2020
করোনা মহামারী প্রকোপ শুরু হওয়ার সময় যখন লকডাউনে মানুষ ঘরে বন্দী তাদের মাঝে যারা দুঃস্থ এবং মানবিক জীবন যাপন করছিলেন তাদের জন্য ওয়েবিনার ফর বাংলাদেশ প্লাটফর্ম তৈরী করা হয়।
উক্ত প্লাটফর্মে ২০২০ সালের মার্চের ৩১ তারিখ থেকে ৭ই এপ্রিল মোট ১১ টি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছিল। এই প্লাটফর্ম থেকে ট্রেইনিং ফি হিসেবে প্রাপ্ত মোট ৩৩ হাজার টাকা গরিব ও দরিদ্রদের প্রদান করা হয়।
Post link: https://www.facebook.com/webinarsforbangladesh/photos/a.113510326962754/114099836903803/
Video link: https://www.facebook.com/bsdibd/videos/521430515093792