অধ্যক্ষের লেখা বই “Employability” তুলে দেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল এর হাতে

বর্তমান সময়ের প্রেক্ষাপটে সবার আগে প্রয়োজন মাইন্ডসেটের পরিবর্তন। কারিগরি শিক্ষা শুধুমাত্র পিছিয়ে পড়া জনগষ্ঠিদের জন্য নয়। সামনের দিনে ডিগ্রী না থাকলেও চলবে কিন্তু কোন একটি বিষয়ে পরিপূর্ণ কারিগরি দক্ষতা না থাকলে কাজ পাওয়া অনিশ্চিত হয়ে যাবে। SME Foundation আয়োজিত কারিগরি দক্ষতা উন্নয়ন শীর্ষক একটি সেমিনারে উপস্থিত ছিলেন কারিগরি দক্ষতা বান্ধব মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ জনাব কে এম হাসান রিপন। যেখানে কারিগরি শিক্ষা এবং কারিগরি দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। সেমিনার শেষে Daffodil Polytechnic Institute এর অধ্যক্ষের লেখা বই “Employability” তুলে দেন জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল এর হাতে।

Employability

Comments are closed.