20

ড্যাফোডিল পলিটেকনিকের চাকরি মেলায় ৫০০+ চাকরির সুযোগ পেলো ডিপ্লোমা গ্রাজুয়েটরা!

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং ASSET প্রকল্পের তত্ত্বাবধানে ড্যাফোডিল পলিটেকনিকে আয়োজিত চাকরি মেলা ২০২৬-এ ৪০টি প্রতিষ্ঠানের ৫৪৫টি শূন্যপদে নিয়োগের সুযোগ পেলো ডিপ্লোমা গ্রাজুয়েটরা!

বাংলাদেশ সরকারের ASSET প্রকল্পের তত্ত্বাবধায়নে এবং ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে প্রতিবছরের ন্যায় দেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আয়োজন করলো ‘চাকরি মেলা ২০২৬’। ড্যাফোডিল পলিটেকনিকের গ্র্যাজুয়েটদের পাশাপাশি দেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত এই চাকরি মেলা অনুষ্ঠিত হয় ১৯ জানুয়ারি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল প্লাজা প্রাঙ্গণে

একই ছাদের নিচে আয়োজিত এই চাকরি মেলায় অংশ নেন চাকরি প্রত্যাশী ডিপ্লোমা গ্র্যাজুয়েটরা এবং দেশের বিভিন্ন খাতের স্বনামধন্য প্রায় ৪০টির বেশি প্রতিষ্ঠান, যেখানে ৫৪৫ পদে নিয়োগের সুযোগ পেয়েছে ডিপ্লোমা গ্র্যাজুয়েটরা। চাকরি মেলায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, নিটল-নিলয় গ্রুপ, ব্র্যাক নেটসহ আরও অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান। এছাড়াও বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল কোরিয়া ও জাপানের প্রতিনিধি দলের উপস্থিতি, যা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের নতুন সম্ভাবনা উন্মোচন করে।

সকালে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে চাকরি মেলার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের মো. আক্কাস আলী, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), ডিরেক্টরেট অব টেকনিক্যাল এডুকেশন (DTE), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন, চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB); জনাব মোহাম্মদ নুরুজ্জামান, সিইও, ড্যাফোডিল গ্রুপ;  রথীন্দ্র নাথ দাস, নির্বাহী পরিচালক, বিটিইবি-অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহ, ড্যাফোডিল গ্রুপ এবং কে এম পারভেজ, উপপরিচালক, বিটিইবি-অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহ, ড্যাফোডিল গ্রুপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস. এম. জাহিরুল ইসলাম (ফারহাদ), ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট।

সারাদিনব্যাপী এই চাকরি মেলায় চাকরি প্রত্যাশীরা নেটওয়ার্কিং সেশন, অন-স্পট ইন্টারভিউ, পছন্দের প্রতিষ্ঠানে সরাসরি সিভি ড্রপ এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে ক্যারিয়ার সংক্রান্ত পরামর্শ গ্রহণের সুযোগ পায়। পাশাপাশি চাকরি মেলায় আয়োজন করা হয় একাধিক মাস্টার ক্লাস ও Career Readiness Session, যেখানে চাকরির বাজারে প্রয়োজনীয় স্কিল, ক্যারিয়ার প্রস্তুতি ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়।

দিনের শেষাংশে অনুষ্ঠিত হয় ক্লোজিং সেরেমনি, যেখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। একইসঙ্গে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের সঙ্গে কয়েকটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়, যা ভবিষ্যতে শিল্প–শিক্ষা সংযোগ আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে কোম্পানি প্রতিনিধিদের জন্য আয়োজিত হয় বিশেষ সাংস্কৃতিক ‘Industry Partnership Connect’.

চাকরি মেলা ২০২৬ শুধু চাকরির সুযোগ সৃষ্টি নয়, বরং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দক্ষতা বৃদ্ধি, শিল্পখাতের সঙ্গে সংযোগ এবং দেশ ও বিদেশে ক্যারিয়ার গড়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags: No tags

Comments are closed.