WhatsApp Image 2023-01-21 at 14.01.51

“আন্তর্জাতিক অভিজ্ঞতা: ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের ভারতে জ্ঞান অর্জন এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম”

দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ার লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে Daffodil Polytechnic Institute এর ২০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল ১০ দিনের ভারত সফরে যান । তারা Kalinga Institute of Social Science, India তে International Volunteer & Internship Program(IVIP) এর অধীনে ১৫-২২ জানুয়ারী ২০২৩ ভারতের ভুবনেশ্বর, ওড়িশা, পরিদর্শন করে।  

ইতোমধ্যে শিক্ষার্থীরা International Volunteer & Internship Program (IVIP) এর অধীনে KIIT  বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত একটি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করে। যেখানে, শিক্ষার্থীরা KISS-এ শিক্ষা, গবেষণা, ক্রীড়া ও সাংস্কৃতিক দলের সাথে কাজ করে। এর আগে  KIIT বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা নৃত্য পরিবেশনসহ বিশেষ আয়োজনের মাধ্যমে তাদের ক্যাম্পাসে ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের অভিনন্দন জানায়। পরবর্তীতে শিক্ষার্থীরা বায়ো ফার্টিলাইজারের উপর একটি অধিবেশনে যোগদান করে, যেখানে তারা জৈবসারের মূল্য এবং বিভিন্ন ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করে। এছাড়াও ইউনেস্কোর ইন্টারন্যশনাল মিলিট ইয়ার-২০২৩ উপলক্ষ্যে আমাদের শিক্ষার্থীরা KISS শিক্ষার্থীসহ বিভিন্ন দেশের UMAP শিক্ষার্থীদের  সাথে ভারতের কলিঙ্গা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে পোস্টার উপস্থাপন করেন ও মিলিট ইয়ার এর উপর সেশনে অংশগ্রহণ করে।

এই উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীদের জন্য উচ্চতর পড়াশোনা নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি বড় সুযোগ। আন্তর্জাতিক এই সফরের ৩য় দিনে, শিক্ষার্থীরা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে  বৈজ্ঞানিকভাবে বাষ্পে রান্নার প্রক্রিয়া দেখতে KISS-এর মেগা কিচেন  পরিদর্শন করে ও নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান আহরণ করে। পাশাপাশি শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবের উপর একটি অধিবেশনে অংশ নেয়। যার ফলে  জলবায়ু পরিবর্তন সম্পর্কে সমস্ত খুঁটিনাটি বিষয়ে তারা জ্ঞান অর্জন করে।

সেশনের শেষ দিন ড. অচিন্তা সামান্তা, প্রতিষ্ঠাতা, KIIT এবং KISS ড্যাফোডিল পলিটেকনিকের পুরো টিমকে  (IVIP) প্রোগ্রামে অংশগ্রহণের উপর একটি সেশন নিয়ে থাকেন এবং শিক্ষার্থীদের সনদ প্রদান করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় অর্জন। ভলেন্টিয়ারি কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীরা ওড়িশার আদিবাসী মিউজিয়াম ভ্রমণ করেন, যা তাদের ওড়িশার এতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারনা প্রদান করে। পুরো সফরে শিক্ষার্থীদের সাথে ছিলেন ড্যাফোডিল পলিটেকনিকের সম্মানিত ডেপুটি ডিরেক্টর জনাব কে এম পারভেজ ববি এবং ড্যাফোডিল ইন্সিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব আব্দুল হাকিম।