Chairman Message

Home » Chairman Message

Dr. Md Sabur Khan

Chairman,
Daffodil Polytechnic Institute &
Daffodil Family

বাংলাদেশের প্রেক্ষাপটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নতুন যুগে প্রবেশ করেছে। আর তাই শিক্ষা খাতে উন্নয়নের জন্যে প্রযুক্তিগত ও দক্ষতাসম্পন্ন তরুন সমাজ গড়ে তুলতে হবে। পাশাপাশি বর্তমান সময়ে কর্মক্ষম যুব সমাজের উপর বিশেষ নজর দেয়া হচ্ছে। কারন তারা একটি দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার। কিন্তু বাংলাদেশে এই যুব সমাজের জন্যে তেমন কোনো পুল বা ব্যবস্থা নেই যাতে তারা কর্মক্ষেত্রে উৎপাদনশীল এবং সফল ভুমিকা পালন করতে পারে। আর বর্তমান শিক্ষাব্যাবস্থা যুব সমাজ ও প্রাপ্তবয়স্কদের সফল ভাবে প্রস্তুতের জন্যে নানা ভাবে কাজ করছে যাতে তারা বিশ্বব্যাপী অর্থনীতিতে কাজ করতে সক্ষম হয়। আর এই সব বিষয়গুলো বর্তমান বৃত্তিমুলক শিক্ষার আওতায় আনা হচ্ছে। আর তাই ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে চাকুরীর বাজারে চাহিদা পুরুনের লক্ষ্যে। ঐতিহ্যগত পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষা ব্যাবস্থা আন্তর্জাতিক মানের গড়ে তুলতে এবং কাজের জায়গায় সফল হতে প্রস্তুত করতে কাজ করছে ড্যাফোডিল পলিটেকনিক। তাছাড়া শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, ক্ষমতা, নমনীয়তা এবং কর্পোরেট বিশ্বের সামাজিক প্রেক্ষাপটে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করছে ডিপিআই। আর আমি আশা করি বিশ্বের মানচিত্রে শীর্ষ কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিপিআই এর নাম থাকবে এবং তা বাস্তবায়নে আমি সর্বাত্তক চেষ্টা করব ।

The sector of technical and vocational education in Bangladesh has entered a new era. And so for the development in the education sector, we have to build a young society with technology and skills. Furthermore, the flourishing youth society is currently receiving significant attention.Because they are the most important component of a country’s development. But there is no pool or arrangement for this young society in Bangladesh so that they can play a productive and successful role in the workplace. And indeed the current education system is working in various ways to successfully prepare young people and adults to be able to work in the global economy. All of these disciplines are being obtained under the vocational education system. As a response, Daffodil Polytechnic Institute has been established to suit the employment market’s demand. Daffodil Polytechnic is working to build the traditional Polytechnic Institute’s education system up to worldwide standards and prepare it all for success in the workplace. Moreover, DPI encourages students to become self-reliant in the corporate world’s technical context, ability, flexibility, and social context. 

And I hope that DPI will become one of the world’s top technical education institutes, and I will do everything to make that happen.

Shopping Basket