Graduation Ceremony তে অংশগ্রহন করতে এর ফর্মটি পূরণ করুন।
ফর্মটি পূরণ করার পূর্বে পেমেন্ট নিশ্চিত করুন।
দুটি পদ্ধতিতে আপনার রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারেন।
নগদ (মোবাইল ব্যাংকিং)
১. নগদ এ্যাপসে গিয়ে Bill Pay বাটনে ক্লিক করতে হবে।
২. বিলার তালিকা থেকে BSDI Daffodil Polytechnic Institute সিলেক্ট করুন অথবা 1194 ইনপুট দিন।
৩. Student ID(Roll), Name, Department লিখুন এবং Semester এর ঘরে Graduation Ceremony fees লিখুন।
৪. টাকার পরিমান হিসেবে ১৫০০ লিখুন (গেস্টের জন্য অতিরিক্ত পেমেন্ট এড করতে হবে, ১ জন হলে ৫০০টাকা (সর্বমোট ২০০০)এবং ২ জন হলে ১০০০(সর্বমোট ২৫০০) টাকা বেশী দিতে হবে )।
৫. পিন টাইপ করুন।
৬. ট্যাপ করে ধরে রাখুন পেমেন্ট শেষে করফার্মেশন নোটিফিকেশন পাবেন।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড
এছাড়াও আমাদের কোন ক্যাম্পাস থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর নির্দিষ্ট রিসিট পূরণ করে পান্থপথ শাখায় জমা দিতে পারবেন।